নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এই নশ্বর পৃথিবীতে একটি ফিনিক্স পাখি!

জীর্ণ বাস্তবতা

আমার মনে হয় মানুষ হিসেবে আমি খুব সাধারণ। সাধারণ একটি মেয়ের যে সকল গুণাবলী থাকে আমি মনে করি আমার সেগুলো আছে। অতিরিক্ত চাকচিক্য আমার পছন্দ নয়।এককালে নিয়ম ভেঙে কোন কিছু করার অদম্য ইচ্ছে ছিলো। সময়ের সাথে সাথে তা মাটি চাপা দিয়েছি।অদ্ভুত সব কিছুই আমাকে টানে।

জীর্ণ বাস্তবতা › বিস্তারিত পোস্টঃ

বিদায় বেলায়

২১ শে ডিসেম্বর, ২০১৪ বিকাল ৫:১৯

দিনের শুরু , তখন আমি ছাউনি তলায় বন্দী,
হাত বাড়াতে এলেই তখন,
বললে “বসবো নাকি?”
দিনের শুরু মিষ্টি দিয়ে হয়নি তবু সারা,
তোমার আমার এই দেখাতে নেই যে কোনো মানা।

দিন তখন এগিয়েছে দিনের তরে তরে,
তরুময় গাত্র হুল ফুটিয়েছে নম্র অবয়বে,
এসেই যখন পার হয়েছে দিনের আধাবেলা,
বললে, “এবার তবে যাবো?”
যেতে নেই যে মানা।

অদূরের ঐ অচিনপুরে তোমার স্বপ্নরাজ্য,
তা ফেলে তুমি বসবে এথায়,
এ যে মোর ভাগ্য,
অচিন শহরের অচিন মায়া,
অচিন তাদের গোত্র,
লাজলজ্জা ফেলে তাদের কয় সকলে বেহায়া।

দ্বিপ্রহরের বেলায় তখন,
বসে আছো ঠায়,
দুঃখের কী সাধ্য বলো,
তোমার বাড়ি যায়।

এথায় গেলে সেথায় গেলে,
নাইবা পেলে শান্তি,
অদূরে ঐ দেশেতে তোমার স্বরূপ অধিকান্তি।

মধ্যাহ্ন বেলায় তখন,
সুখের কথা হলো,
দিন ফুরিয়ে এলো যখন,
বিদায় দিতে বলো।

বটবৃক্ষের ছায়ায় তখন,
ঘাস মাড়িয়ে যায়,
বেলা তখন অপরাহ্ন,
মৃত্যু পথিকায়।

শেষ বেলাতে তোমায় দেখবো আমি যখন,
বসন্ত স্পর্শে আমায় আন্দোলিত করবে তখন,
বসন্তের ঐ ছোঁয়ায় তখন,
একালের শোকের মাতম।

অশথের ছায়ার তলে,
প্রতিচ্ছায়া অতিকায়,
অশ্রু সজল নয়ন তখন ,
অবিরত বিদায় বেলায়।

বিদায় বেলায় বলবে যখন ,”এই যে এখন আসি” ,
হস্তের সাথে হস্ত মিলবে,
কাঁধের সাথে আনুরক্তি,
কপালের সাথে কপাল তখন,
সস্তা অভিপ্রায়,
সস্তার মেঘে গা ভাসিয়ে,
টুনটুনি উড়ে যায়।

বৃহস্পতিবার ,ডিসেম্বর ১১।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২২ শে ডিসেম্বর, ২০১৪ সকাল ১০:১১

তুষার কাব্য বলেছেন: ভালো লেগেছে ছন্দকাব্য ...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.