![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার মনে হয় মানুষ হিসেবে আমি খুব সাধারণ। সাধারণ একটি মেয়ের যে সকল গুণাবলী থাকে আমি মনে করি আমার সেগুলো আছে। অতিরিক্ত চাকচিক্য আমার পছন্দ নয়।এককালে নিয়ম ভেঙে কোন কিছু করার অদম্য ইচ্ছে ছিলো। সময়ের সাথে সাথে তা মাটি চাপা দিয়েছি।অদ্ভুত সব কিছুই আমাকে টানে।
আমার ডালে কাকের নীলচে ডিমের অভয়ারণ্য,
তারা বেশ ছিলো,
ভালো ছিলো কাক,
তাদের ঝাঁক,
আর সাটল ট্রেনের নন্দিত বাক।
ভালো ছিলো সবজি বিক্রেতা,
ভালো ছিলো হারমাচিস,
ভালো ছিলো ক্লিওপেট্রা,
তার রূপ, যৌবন, সৌন্দর্য,
অবু ভালো ছিলো পবিত্র শিশু কন্যা,
ছোট্ট হাতে আঁকড়ে ছিলো মস্ত একটা হাত,
পূর্বের আকাশের কোনে বিশাল চাঁদ।
তবু ভালো ছিলো ডানা কাটা ঈগল,
একদিন হয়ে গেলো ফিনিক্স,
উড়ে বেড়ালো বিজয়ের বিশ্বাসে,
একদিন চুরি গেলো মা কাকের ডিম গুলো,
ভারী হয়ে গেলো রহিমের আলুর বস্তা,
টাক গুলো একদিন হয়ে গেলো চকচকে,
ছোট্ট হাত তখন পরিণত ।
একদিন হঠাৎ বেঁচে উঠলো,
ছোট্ট মায়াবী চোখের অসাধারণ মানুষটা,
মায়ের কোলে ফিরে গেলো মায়ের একমাত্র গুণী ছেলেটা,
দখল হয়ে গেলো নগর ভবনটা,
একদিন সীমন্তিনী জিতে গেলো,
মূলদ সক্রিয় সংখ্যা গুলো দেখালো আমায়,
আমি ক্লান্ত,
কাঁপলে বিন্দু ঘাম,
অপেক্ষা শেষ,
দীর্ঘ ছিলো প্রতিটা পথ,
সেই সাথে সেই শহরের যাদুকর,
শহর যে আজ তার,
সে ফিরে এলো আবার,
আলোর জন্যে অন্ধকার।
নিয়ন আলোতে হেঁটে যাওয়া সেই পাগলটা,
খুঁজে পেলো তার সেই ডুবে যাওয়া একমাত্র নৌকাটা,
সে পৌছে গেলো তার সেই টানে,
বা পকেটের অভিজ্ঞপত্র নিয়ে নিরুত্তাপ চোখের অভয়ে নেমে গিয়েছিলো যে,
তারপর পৌছে গেলো দখিনের বনে,
ঘন কাশ ফুলে ছেয়ে আছে বন,
আজ মিষ্টি চোখের সাথে হবে আলাপন,
আজ বলে দেবে সব,
যা ছিলো মনে,
বলেও হয়নি বলা,
বলি ,বলি করে।
ঘাসের তোরে মেঘের ভেলায় ভেসে গেলো সে,
টুনটুনি ফিরে এলো মেঘের দেশে,
তবু দেরি হয়ে গেলো,
মিষ্টি চোখ গুলো অন্ধকারে বন্দী,
স্বপ্ন গুলোর গলা কেটে ফেলেছে নির্দয় মহাকাল,
যেমনি করে পৃথক হলো হারমাচিসের গ্রীব্রা গতকাল,
স্বপ্ন গুলো তবু কেবল ফিনিক্সদের,
সেন্টিয়াগো আর যাদুকরের,
সবুজ সিলিংয়ের প্রতি ভালোবাসা আর হাপিত্যেশ,
আজ সেখানে লাশের অভিলেষ,
তারপর হয়না কিছুই ঠিক,
একদিন তবু একজনের সব হয়না,
হাত গুলো যে চিরদিনের জন্যে নয়,
জীবনের অংশ যে মৃত্যু।
তবু বেঁচে থাক আশা,
মৃদু ভালোবাসা,
পথের দাবির অলি গলি,
ভালোলাগা, মন্দ লাগা, গালি,
বেঁচে থাক পেরিপ্লানেটার গিজার্ড,
নোংরা আধোয়া টিশার্ট,
পবিত্র অচিনপুরের,
সুদর্শন সেই ছেলেটা,
বেঁচে থাক টিশার্টের ভাগীদার মানুষটা,
তার জন্যে জমানো স্বপ্ন আর আশা।
এরপর একদিন সিলিংয়ের দড়ি হয় আলগা,
তার জন্যে জমানো স্বপ্ন বেঁচে ওঠে আশা,
ক্লান্ত , নির্বাক, জীর্ণ, হতাশা,
অতঃপর সমাজ রাষ্ট্র পরিবার বিদ্রোহের কাছে মাথা নত করে,
নিভৃতে,
এই শহরের,
সবচে পবিত্র নারীর কাছে,
অষ্টাদশ জন্ম বার্ষিকীর আশীর্বাদ হতে প্রাপ্ত যাদুকরের কাছে,
কারণ, স্বর্গ নরক যে আমাদেরই মাঝে,
আমাদের সম্ভাবনাময় সন্তানের মুখে,
তাই দিন শেষে ভালো থাকি,
প্রিয় মানুষটার ভালোতে,
কারণ,
ভালোবাসি,
ততটাই,
যতোটা না বাসলে ভালো থাকা দায়।
মঙ্গলবার,ডিসেম্বর ১১।
রাত ১:১১ ।
২| ২৩ শে ডিসেম্বর, ২০১৪ বিকাল ৩:২৪
নিলু বলেছেন: লিখে যান
৩| ২৩ শে ডিসেম্বর, ২০১৪ বিকাল ৪:০৭
নুর ইসলাম রফিক বলেছেন: ভালো থাকুক কবিতা, ভালো থাকুক কবি...............
৪| ২৩ শে ডিসেম্বর, ২০১৪ বিকাল ৪:৪৬
প্রামানিক বলেছেন: সুন্দর
৫| ২৪ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ১২:৫৪
কলমের কালি শেষ বলেছেন: কবিতায় ভালো লাগলো । ++++
©somewhere in net ltd.
১|
২৩ শে ডিসেম্বর, ২০১৪ বিকাল ৩:২৪
ভালোবাসার কাঙাল বলেছেন: ভালোলাগা রেখে গেলাম