নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এই নশ্বর পৃথিবীতে একটি ফিনিক্স পাখি!

জীর্ণ বাস্তবতা

আমার মনে হয় মানুষ হিসেবে আমি খুব সাধারণ। সাধারণ একটি মেয়ের যে সকল গুণাবলী থাকে আমি মনে করি আমার সেগুলো আছে। অতিরিক্ত চাকচিক্য আমার পছন্দ নয়।এককালে নিয়ম ভেঙে কোন কিছু করার অদম্য ইচ্ছে ছিলো। সময়ের সাথে সাথে তা মাটি চাপা দিয়েছি।অদ্ভুত সব কিছুই আমাকে টানে।

জীর্ণ বাস্তবতা › বিস্তারিত পোস্টঃ

অতঃপর ভালোবাসা

২৫ শে ডিসেম্বর, ২০১৪ বিকাল ৫:১৫

আকাশ, বাতাস ,
আমি তুমি দুঃখ হুতাস,
আর সিলিং,
ড্যাবড্যাবে চাহনি।

তবু কোথাও বাজে বীষদগার,
বাতিঘরের আলোর ঝলকানি।

তবু আকাশ, বাতাস,
আমি তুমি সুখ বিলাস,
স্বপ্ন আশা, স্থির নিষ্পলক উষ্ণতা,
দৃষ্টিতে ভালোবাসা।

গুণগুণে বেসুরা সুর,
হঠাৎ বুকের বামপাশটাতে কীসের যেন মায়া,
একটা পুতুল মায়ার পুতুল,
ফেললো সেখানে ছায়া।

তার একবুক অট্টহাসি,
অদূরে চাঁদের পাহাড় দিচ্ছে উঁকি,
অতঃপর ভুল সব ভুল,
সিলিংয়ের পাশে আকণ্ঠ বকুল।

মাঝেমাঝে তব পড়ে যায় ছায়া,
আলোর সাথে অন্ধকারের মায়া,
মৌমাছি ফুঁটায় হুল,
ভালোবাসি বলে বালক বারংবার করে মস্ত ভুল।

তবু একরাশ আলোর ঝলকানি,
বিজলীর তার স্বরে চিৎকার,
আয়োজনে বীষদগার,
লৌহ কপাটের কারাগার,
ঝলকানি তবু দেয় প্রদেহ,
মুক্ত, মুক্ত , মুক্ত,
আজ মুক্তি।

বেদনা বিধুরকে তব প্রদেহ ঠেলে দেয়,
প্রলয় ঠেকায় না ভালোবাসা,
নিরন্তর প্রার্থনায় তবু একফালি আশা,
কারণ, অকারণ,
তীর্থ শহর বিচরণ,
পূর্বের আকাশে একটা মিটমিটে তারা ভীষণ আপন,
মিষ্টি চোখের সাথে দুরন্তের আলাপন।

অতর্কিত তবু অপাঙ্কেও হবে আমাদের প্রেম,
তবু অস্তিত্বে প্রকৃতি আ্মরা যার অংশ ছিলেম,
সেই ভারী বস্তা,
ছাতিয়ানের গন্ধ,
বিশাল বট,
ঘড়ঘড়ে চরকি,
উড়ন্ত দোলনা,
ছোট্ট নৌযান,
ছোট্ট পথ শিশু,
একদল দস্যু,
পিঠে বিক্রেতা,
রাস্তার পাশের লুচি,
সুদর্শন আতা,
একগাদা আতশবাজি,
কয়েক ডজন প্রাণ,
পবিত্র সন্তান,
তীর্থের অবদান,
আবেগঘন ব্রীজ,
ভাড়ায় থাকা লীজ,
অবজ্ঞেয় অবতংস,
তারা একে অপরের বিবর্তিত অংশ।

নিঃসঙ্গ বিল,
গোল হয়ে ঘুরে ফেরা এক জোড়া চিল,
নন্দিত বাক,
একঝাক কাক,
অপদার্থ অবতার,
তবু নেই নিস্তার , নেই নিস্তার।

তবুও বালকের ভুল,
বেড়ে ওঠা মূল,
কুমড়ো ফুল আর চারুলতা ,
হঠাৎ ভালোলাগা,
ভালোবাসা।

তারপর সিলিং থেকে নামলো একপ্রস্থ শান্তির ঢেউ,
উষ্ণতা,
আদর,
আর মমতা।

এরপর আবোল তাবোলের সাথে সংসার,
স্বপ্নের পাহারাদারের কাছে,
মিথ্যে বাচ্চামী আবদার,
তবু সুখী সেই নৌকা ডুবি পাগল,
অসাধারণ চোখের কুঁকড়া চুলো মানুষ,
কালো ঠোটের পবিত্র সেই অবতার,
সৌভাগ্যবান সেই যাদুকর,
পবিত্রতম নারী,
আপাদমস্তক ভঙ্গুরতায় সংকীর্ণ,
তব বাধা হোক বিদীর্ণ,
অতঃপর কাছে আসি,উদ্ধত ভালোবাসা।

রাত ৪:২৯ ,
২৫ ডিসেম্বর , মঙ্গলবার।

মন্তব্য ১ টি রেটিং +২/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২৬ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১০:১১

অপূর্ণ রায়হান বলেছেন: চমৎকার লিখেছেন +++++++++


অনেক শুভকামনা :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.