![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার মনে হয় মানুষ হিসেবে আমি খুব সাধারণ। সাধারণ একটি মেয়ের যে সকল গুণাবলী থাকে আমি মনে করি আমার সেগুলো আছে। অতিরিক্ত চাকচিক্য আমার পছন্দ নয়।এককালে নিয়ম ভেঙে কোন কিছু করার অদম্য ইচ্ছে ছিলো। সময়ের সাথে সাথে তা মাটি চাপা দিয়েছি।অদ্ভুত সব কিছুই আমাকে টানে।
উভয়ত্রের মাঝে কখনো মন্দের ভালো,
ভাসানের ঢেউয়ে ভাসিয়ে নিয়েছে নিয়নের যতো আলো,
ভাষা ভাষা ঐ উপমা ছড়ায়,
একদল নগ্ন পথিক,
ঘুরে এসে কর্ণে
আঘাতে হানে,
ছুড়ে ফেলে বালিকার শত উপাধ্যায়,
নিভৃত সন্তর্পণে।
একদল শুধু থুথু দিয়েছে,
আরেকদল ছুড়েছে কালো আধার,
আঁধারে আঁধারে ডুবেছে সূর্যের,
নিষ্প্রাণ নিষ্প্রভ নিরাকার।
পথের ধারে,
গাছের ছায়ায়,
মায়ায় জড়ানো সুতো,
৬ টাকাতে এক আধুলি,
নারকেলি এক কি দুটো।
যার নেই সমীপ,
অন্ধের মতো যার সকল দিক ভ্রান্ত,
ভালোবাসা তবু পৌছেঁছে বিশ্বের,
আদি হতে শেষ প্রান্ত।
পথিক করে অট্টহাসিতে,
হা হা হা ধ্বনি,
বালিকার কেবল নয় ফোঁটা অশ্রু,
যাদুকরের তরে দক্ষিণা সম্মানী।
সন্ধ্যা ০৭:১১ ।
শনিবার,২৭ ডিসেম্বর।
২| ২৭ শে ডিসেম্বর, ২০১৪ রাত ৮:০৪
নিলু বলেছেন: লিখে যান
৩| ২৭ শে ডিসেম্বর, ২০১৪ রাত ৮:০৮
খেলাঘর বলেছেন:
লিখুন, মানুষের কথা লিখুন।
©somewhere in net ltd.
১|
২৭ শে ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৫৮
খেলাঘর বলেছেন:
দুর্বোধ্য