নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এই নশ্বর পৃথিবীতে একটি ফিনিক্স পাখি!

জীর্ণ বাস্তবতা

আমার মনে হয় মানুষ হিসেবে আমি খুব সাধারণ। সাধারণ একটি মেয়ের যে সকল গুণাবলী থাকে আমি মনে করি আমার সেগুলো আছে। অতিরিক্ত চাকচিক্য আমার পছন্দ নয়।এককালে নিয়ম ভেঙে কোন কিছু করার অদম্য ইচ্ছে ছিলো। সময়ের সাথে সাথে তা মাটি চাপা দিয়েছি।অদ্ভুত সব কিছুই আমাকে টানে।

জীর্ণ বাস্তবতা › বিস্তারিত পোস্টঃ

একদিন এই শহরে

২৮ শে ডিসেম্বর, ২০১৪ বিকাল ৩:৪৩

এরপর তবু প্রিয় শহর টা অসহায়,
যেমনি করে পথের শেষ হয়েছে মৃত্যু পথিকায়,
সূর্যাস্তের দেশেও ডাক পরে ল্যাম্পপোস্টের,
ল্যাম্পপোস্টের দায়হীনতায় অন্ধকার জেঁকে বসে।

মুখে বাঁকা হাঁসি নিয়ে তাকিয়ে থাকে একটা বাঁকা চাঁদ,
পথের যাত্রীর সাথে পাল্লা দিয়ে ছুঁয়ে ফেলে ছাদ,
একটা মরণচাঁদ ,
একটা কুম্ভকর্ণ বৃক্ষ,
একটা আমের ছোট চারা,
একটা বাচ্চা কুকুর ছানা,
আধেক খাওয়া কমলা,
নীলচে বনের ছায়া।

এরপর ও থাকে একটা অদ্ভুত মেয়ে,
তবু থাকে,
থাকে তার প্রিয় স্কেচবুক,
অনাদরে অবহেলার টেক্সটবুক,
সকলের নিরন্তি তবু জনমানবের তীর্থ যাত্রায়,
ফুটপাথের কোণে নিয়ন আলোর রাস্তায়।

ধার দিয়ে হেঁটে চলে একগাদা হাস্যজ্জল মোয়া বিক্রেতা,
আমার হৃদয় জানান দেয়,
ওরা সুখী,
স্বল্প নয় দীর্ঘ পথে,
বাতাসের সাথে ভেসে যায় টিশার্টের গন্ধ গুলো,
মুছে যায় যতো আবেগ ,
ছিড়ে যায় সুতো,
প্রাসের সাথে সাথে হারায় গড় মুক্তবেগ,
মৃত্যু কূপে আটকে যায় ,
ভালোবাসা,
আলিঙ্গন,
চুম্বন,
আশা।

অসহায় শীতার্তের মতো পথের ছোট্ট কুকুর,
তবু পয়সা যাদের তাদের হাতেই মুগুর,
সভ্যতা তবু আগায়,
কূপ তবু রয়ে যায়,
বদ্ধ,
ভাগশেষ জানান দেয় ধীর লয়ে,
তুমি ব্যর্থ পথিক বালিকা।

আলো তৎপর না হলেও,
কবিতার জন্যে থাকে প্রকৃতির নিয়ন প্রতিভূ,
বৃষ্টির ছোঁয়া হীন বৃক্ষেও অহহায়ত্ব স্পষ্ট তবু,
বোকা বলাকারা বোঝে কক্ষ পথ গুলো হারিয়ে গিয়েছে,
শোসক দের কাছে,
বিত্তের কাছে,
প্রিয় রাস্তা বোঝে আজ বালিকা একা,
শহর বোঝে.........
এই শহরে মিষ্টি তারা রা আকাশে আসেনা প্রতিদিন,
তারপর নীলচে আকাশ ,
এলোমেলো কিছু পঙক্তি,
দুঃখের বাগান বিলাস,
টবের ভেতর গাঁথুনি গুলো নির্মম,
তবু ভেসে যায় ভালোবাসার আরক্তিম আলো,
চাঁদের কাছে,
নিয়নের মাঝে,
সন্ধ্যামালতীর কাঁধে,
নিভৃতে,
ব্যর্থতার পূর্ণ রূপে,
একটা কবর হয়ে,
একটা সাড়ে তিন হাত মাটির ঘর হয়ে,
বালিকার জন্যে।

এই শহরে তাই প্রতিপত্তি গুলো কেবল নষ্টের,
কারণ চারিদিকে কেবল নষ্টের জয়জয়কার,
ব্যাথাতুর তবু সকল নিকশ আঁধার,
তবু শেষ হয়েও হয়না শেষ,
বেঁচে থেকো অনিমেষ,
উড়ো জাহাজের দিকে চেয়ে,
একান্ত অপেক্ষায়,
আমার পথ পানে।

তুমি জেগে থেকো প্রিয় মানুষ,
উড়বে একটা মৃত ফানুস,
তোমার আমলকী গাছের দ্বারে,
পাখির বাসার ভীরে,
বাতিঘরের মাঝে,
আমার কুন্তল গুচ্ছে,
তখন কী প্রলয় থাকবে অন্ধকারের?
তবু শুভ হোক প্রহর অপেক্ষার,
পবন, আমার কথা রেখো তাই,
তুমিতো চেয়েছোই.........
এ শহরে আমি নেমে আসি.........

বিকেল ০৫:১২,
শনিবার, ২৭ ডিসেম্বর

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২৮ শে ডিসেম্বর, ২০১৪ বিকাল ৩:৪৬

কালের সময় বলেছেন: সুন্দর কবিতা তবে অনেক বড়

২| ২৮ শে ডিসেম্বর, ২০১৪ বিকাল ৪:০৯

নেক্সাস বলেছেন: সুন্দর কবিতা।সুখ পাঠ্য। তবে আরো আকটু ছোট করে আসলে ভাল হবে।

৩| ২৮ শে ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:২২

তুষার কাব্য বলেছেন: এই শহরে তাই প্রতিপত্তি গুলো কেবল নষ্টের,
কারণ চারিদিকে কেবল নষ্টের জয়জয়কার ...

ভালো লিখেছেন...++

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.