![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার মনে হয় মানুষ হিসেবে আমি খুব সাধারণ। সাধারণ একটি মেয়ের যে সকল গুণাবলী থাকে আমি মনে করি আমার সেগুলো আছে। অতিরিক্ত চাকচিক্য আমার পছন্দ নয়।এককালে নিয়ম ভেঙে কোন কিছু করার অদম্য ইচ্ছে ছিলো। সময়ের সাথে সাথে তা মাটি চাপা দিয়েছি।অদ্ভুত সব কিছুই আমাকে টানে।
সবুজ রঙয়ের সিলিং দেখি,
দেখি সস্তা মৃত্যু,
মৃত্যু তব দুয়ারে নেড়েছে কড়া,
এ যাত্রায় বিদায় দাও হে,
বিদায় লাবণ্য ,মাধবীলতা।
দুয়ারে ঝুলেছে কাটা স্কন্ধ,
অতিকায় এক শব,
শ্বশানে জ্বলছে মৃত্যুর ভেরী,
শকুন যত্রতত্র।
কাঁটাতারে তবু আটকে যার নিশান,
শবের প্রিয় মানুষ,
দূর আকাশে উড়ছে দেখো,
নীলচে রঙের ফানুস।
ফানুস উড়িতে উড়িতে তবে,
নদী পেড়িয়ে যায়,
ভালোবাসা আর মৃত্যু আভাস,
রচে কলমের ভাষায়।
পাকা আমলকী ঝড়ে গিয়েছে,
সেই অনেকদিন আগে,
গোলাপ গুলো নেতিয়ে পড়েছে,
মায়াবতীর টানে।
মায়াবতী তবু রূপা হয় নাকো,
অদূরে দাঁড়ায়ে হিমু,
ঝাপসা আকাশ,
আকাশ পটে,
ছায়া সঙ্গী হয়েছে মিষ্টি তারা কভু।
নীলচে মিষ্টি তারাটা তবু,
হারিয়ে গিয়েছে কবেই,
জগৎসংসার ডুবিয়ে মেরেছে,
উড়ো জাহাজ নামবার আগেই।
উড়ো জাহাজের পানে তবু বালক চাহিয়া রয়,
ডুবে, ডুবে, জল খেয়ে তবু
অচিন বালিকা জিতে যায়।
দাবার গুটিতে জিতে গেছে তারা,
জিতেছে তাদের সত্তা,
হেরে গিয়ে সুখ পেয়েছে কভু,
তাদের নষ্ট আত্মা।
পবিত্রতা মরে যাক,
ভেসে যাক,
নিপাত যাক,
জয় হোক নষ্টের,
জয় হোক গেলানসদের ,
প্রকৃতি তবু বেঁচে থাক,
পবিত্রতার হয়ে।
সময়ে সময়ে ভেসে যাক,
এপারের বাঊন্ডুলে বালিকা,
ভুলে যাও তবু প্রতারকী বাণী,
লিখেছে অমলিকা।
অনিমেষ এখন বোকা বাক্সের ,
বলয়ে রইবে বন্দী,
বালিকা তুমি নিকৃষ্ট তম,
তবু পেতনা কোনো ফন্দী,
তুমি মুক্তি দাও,
মুক্তি দিতে শেখো।
সময় নাও,
নিতে শেখো,
বেঁচে থেকো,
যখন ছোট্ট শিশু ঘুমিয়ে তোমার কোলে,
তখন তোমার বেঁচে থাকতে হবে,
তুমি বেঁচে থাকতে তৈরি বালিকা,
ভুলে যাও যা লিখেছে অমলিকা,
তুমি হাসো,
তুমি কাঁদো,
তুমি তাকিয়ে থাকো,
ড্যাব ড্যাবে চোখে,
তুমি মস্তক উন্নত রেখো বালিকা,
কারণ তুমি পারবে,
তোমার জন্ম পারার জন্যে।
রাত ১১:৪২
২৯/১২/১৪
২| ০৩ রা জানুয়ারি, ২০১৫ রাত ৮:১৯
কলমের কালি শেষ বলেছেন: সুন্দর কবিতা ।
©somewhere in net ltd.
১|
০২ রা জানুয়ারি, ২০১৫ দুপুর ২:৩৩
নিলু বলেছেন: কি জানি কি হয় ?