![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার মনে হয় মানুষ হিসেবে আমি খুব সাধারণ। সাধারণ একটি মেয়ের যে সকল গুণাবলী থাকে আমি মনে করি আমার সেগুলো আছে। অতিরিক্ত চাকচিক্য আমার পছন্দ নয়।এককালে নিয়ম ভেঙে কোন কিছু করার অদম্য ইচ্ছে ছিলো। সময়ের সাথে সাথে তা মাটি চাপা দিয়েছি।অদ্ভুত সব কিছুই আমাকে টানে।
সেই কবে তোমায় জিজ্ঞেস করেছি,
কবে আসছো?
আসছো কবে তুমি?
আসছি আসছি আসছি
কবে বলো? কবে?
অচিরেই,
কতো বেলা কেটে গেলো,
কতদিন গেলো পেরিয়ে,
কতো হলো রঙ,
সাজা হলো সঙ,
কতো জন কিছু দিলো উড়িয়ে,
তবু তুমি এলে?
এলেনা,
অপেক্ষা হলোনা শেষ,
অনিমেষ।
আমি তবু অপেক্ষায় থেকেছি,
বিষদগারের রাতে,
মাতাল জ্যোৎস্নার আলোতে,
নক্ষত্রের আগুন ঝড়া সন্ধ্যায়,
নগ্ন পদে,
কৈ তুমি এলে?
নাহ আসোনি,
অপেক্ষা হয়না শেষ,
কেনো অনিমেষ?
এই বেলায় সময়ের নেই কোনো লেশ।
কতো জনের কতো প্রহরের করেছি অপেক্ষা,
ব্যস্ত রাস্তা,
জনমানবহীন শহরতলি কিংবা,
হয়তো উদ্দাম মনে,
কিংবা অচেতন বিরহে,
অফুরন্ত অসংকোচে,
হাজার গঞ্জনা সয়ে,
কিন্তু এবার চেয়ে কোন এক স্বপ্নের পানে ,
তুমি আসবে,
আসবেনা?
অপেক্ষা যে হয়না শেষ,
অপেক্ষা হয় দীর্ঘ থেকে দীর্ঘতর।
কতো হাসনাহেনা খেলেছে লুকোচুরি,
কতো নিয়ন লুকিয়েছে শোভা,
কতো গলি করেছে হাহাকার,
নাম না জানা গাছের অবতার,
বালিকা কতো ঝড়ালো অশ্রু,
কতো পথ, পথিক ছেড়েছে হুংকার,
হিসেব পেলে?
এবার কী তুমি এলে?
অপেক্ষা তবু যে হয়না শেষ,
কোথায় আছো তুমি অনিমেষ?
নীল তারাটা চলে গেছে আলোকবর্ষ পেড়িয়ে,
কতো অভিমানের বৃষ্টি হলো আদান প্রদান,
কতো ঘাস একলা গিয়েছে মাড়িয়ে,
আমার সাথে অপেক্ষায় তবু
কতোগুলো দক্ষিণা বারান্দা,
কিছু সুখের শ্লোক,
দুঃখের বুলি,
একত্রে বসবাসের আশা,
তুমি এলেনা,
এলে?
আসোনি,
তবু আমি অপেক্ষায় আছি,
নিভৃতে,
নিঃশব্দে।
কতো কথা বলে গেলো পথের দাবিদার,
কতো বাণী দিয়ে গেলো অশথের অহংকার,
কতো বট নুয়ে আছে অপেক্ষায়,
পৌষ পেড়িয়ে এলো মাঘ,
চিতা পেড়িয়ে সিংহ বাঘ,
তবু বিড়ালের জন্যেই আমি তপস্যী,
তবু একজন অপেক্ষায়,
দাঁড়িয়ে ঠায়।
আমি তবু প্রতীক্ষায় থাকবো তোমার,
বাধা আসুক,
কিংবা আধার,
তবু থাকবো আমি অপেক্ষায়,
নিভৃতে একলা দাঁড়িয়ে গাছের ছায়ায়,
চুল গুলো তবু হয়ে যাক সাদা ,
একদম ধবধবে,
শরীর হোক জীর্ণ লিকলিকে,
বালুর শহরের সমুদ্র চিকচিকে,
তবু কেউ একজন থাকবে চেয়ে,
থাকবে দাঁড়িয়ে,
তোমার প্রতীক্ষায়।
পৃথিবী ধ্বংসের শেষ মুহূর্ত পর্যন্ত,
হয়তো দাঁড়িয়ে থাকতে হবে আমার,
গোটা শরীরে ছেয়ে যাবে মরিচা,
হয়ে যাবে ভঙ্গুর,
আন্দোলিত সকল অসুর,
তবু তোমার জন্য প্রতীক্ষা হবেনা শেষ,
ফিরে এসো অনিমেষ,
দক্ষিণা বারান্দায়,
আমাদের একান্ত বসত বাড়ির ভিটায়।
রাত ১০:০০
রবিবার, ০৪ জানুয়ারি,২০১৫
©somewhere in net ltd.