![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার মনে হয় মানুষ হিসেবে আমি খুব সাধারণ। সাধারণ একটি মেয়ের যে সকল গুণাবলী থাকে আমি মনে করি আমার সেগুলো আছে। অতিরিক্ত চাকচিক্য আমার পছন্দ নয়।এককালে নিয়ম ভেঙে কোন কিছু করার অদম্য ইচ্ছে ছিলো। সময়ের সাথে সাথে তা মাটি চাপা দিয়েছি।অদ্ভুত সব কিছুই আমাকে টানে।
স্বপ্ন লাগবে স্বপ্ন?
স্বপ্ন ও ও ও
ও ভাই
স্বপ্ন লাগবে?
হরেক রকমের স্বপ্ন,
লাল নীল আসমানী,
সাদা কালো বেগুনী,
ও ভাই লাগবে একফালি স্বপ্ন?
একছড়া, দু ছড়া, এ গাট্টি স্বপ্ন।
লাগবে কারো?
দূর থেকে ভেসে আসে আওয়াজ,
স্বপ্নের ফেরিওয়ালার উচ্ছল ডাক,
এমন করে নির্লজ্জের মতো কে ছাড়ছে হাঁক?
শব্দ তবু গাঢ় থেকে গাঢ় হয়,
নিকট থেকে নিকটতম,
নিয়নের ওপারে ফেরিওয়ালাকে দেখতে,
দ্রুত হয় বালিকার ত্রস্ত পদ।
পথের নামনাজানা গাছটা বলে,
আকাশলীনা যেওনা,
ফিরে আসো,
ও তোমার মতি ভ্রম,
ও তোমার কল্পনা, রূপকথা,
তুমি যেওনা,
ফিরে আসো।
তবু বালিকা এগিয়ে যেতে থাকে,
একলা ঘাস মাড়িয়ে,
হঠাৎ করেই নেমে আসে অজানার বৃষ্টি,
একলা দাঁড়িয়ে বালিকা কীসের যেন পায় গন্ধ,
নিয়ন যখন আলতো করে চুলে হাত বোলাতে শুরু করে,
বালিকা ওপারে সে নেই।
তুমি ঠকবে,
মরবে,
পচবে,
যেওনা বালিকা,
ফোঁটা ফোঁটা অভিমান ঝড়ে চুল থেকে,
আবার বালিকা হাঁটতে থাকে,
ক্ষীণ স্বরে আসতে শুরু সেই ডাক,
স্বপ্ন লাগবে, স্বপ্ন?
দক্ষিণের রাস্তা থেকে ধীর পায়ে আসে একটা বোকা কচ্ছপ,
বালিকার পায়ে এসে বেধে যায় সে,
কচ্ছপ বলে ওঠে
বালিকা যেওনা,
নেই কেউ,
বালিকা “উহু” স্বরে নীরবে হেঁটে যায়,
অজানার উদ্দেশ্যে,
আজ সে আর পেছনে তাকাবে না।
হঠাৎ দূর আকাশ থেকে একটা তারা খসে,
বালিকা প্রশ্ন করে,
আমি কী ঠিক তারা?
তোমার হৃদয় জানে,
আমি জানি কী উপায়ে?
সময় যখন বলবে কথা,
নিয়ন যখন মেলবে শোভা,
হাতের বা পাশে নিয়ন,
আবছা ধূসর প্রিয় নয়ন,
কাঁপবে যখন থরথরিয়ে,
বুঝে নিও এই তোমার স্বপ্ন,
স্বপ্নকে আলিঙ্গনা বদ্ধ করে রেখো,
তার কপালে ছুঁয়ে বলে দিও ভালোবাসি,
আর প্রতিউত্তরে যদি হাঁসি দেয়,
পবিত্র হয় সে হাঁসি,
ভেবে নিও সেও ভালোবাসে,
না বাসুক তাতে কী?
শহরের পবিত্রতম নারীকে,
স্বপ্নের ফেরিওয়ালা হয়ে।
এরপর শোনা যায় দুটো দ্বিতস্বর,
স্বপ্ন লাগবে কারো?
আমাদের ভালোবাসার স্বপ্ন?
আমাদের পবিত্র স্বপ্ন?
লাগবে কারো?
০৬:১৮
বুধবার , ০৭ জানুয়ারি।
©somewhere in net ltd.