নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এই নশ্বর পৃথিবীতে একটি ফিনিক্স পাখি!

জীর্ণ বাস্তবতা

আমার মনে হয় মানুষ হিসেবে আমি খুব সাধারণ। সাধারণ একটি মেয়ের যে সকল গুণাবলী থাকে আমি মনে করি আমার সেগুলো আছে। অতিরিক্ত চাকচিক্য আমার পছন্দ নয়।এককালে নিয়ম ভেঙে কোন কিছু করার অদম্য ইচ্ছে ছিলো। সময়ের সাথে সাথে তা মাটি চাপা দিয়েছি।অদ্ভুত সব কিছুই আমাকে টানে।

জীর্ণ বাস্তবতা › বিস্তারিত পোস্টঃ

যাদুকরের প্রত্যাবর্তন

১২ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৪:১৩

অভিমানী শ্বেতশিমুল গুলো কখনো তবু জানান দেয়,
খুব নির্বিকার চিত্তে,
বালিকা কবেই হয়ে গিয়েছে বাক বাকুমের বৃদ্ধ বালিকা,
নেত্র বন্ধনী তবু বেখেয়ালি মেয়ের সঙ্গী হয়না,
দূরের বলাকা হয় অস্পষ্ট,
তবু কালপুরুষের ইংরেজি ডাবল ইউ যখন হয়ে যায় বিশাল প্রজাপতি,
বালিকা তখন সকল অভিমান ভুলে,
ব্যতিব্যস্ত ট্রেন থেকে দেবদূত হয়ে নেমে আসা জঙ্গলের দিকে তাকিয়ে,
ইউক্যালিপটাসের ডালের উপর প্রজাপতির ডান পা দেখে বাচ্চাদের মতো লাফিয়ে ওঠে,
তখনো যাদুকর থাকে নীলচে সেই তারাটার অপেক্ষায়।

মাঝেমাঝে তাই সব ভুলেই ছুটতে হয়,
ভালোবাসার টানে,
দায়বদ্ধতার জন্যে,
কারণ সেটাই যে আমার একমাত্র আশ্রয়,
তাই হঠাৎ পড়ন্ত বিকেলের উদ্ভ্রান্ত কাক যুগল কেড়ে নেয় আমাদের দৃষ্টি,
ওদের গতিপথ বাতলে দেয়,
বালিকা বৃদ্ধ হচ্ছো তুমি,
যার সাথে এই বসন্তের পথে,
কেটে যাবে তোমার জীবনান্তিকাল।

শত অভিমানের পরেও কখনো ভুলে যেওনা,
পৃথিবীর শ্রেষ্ঠ উপহার ফুটফুটে পবিত্র সন্তান,
যার অনাগত মুখের আদল ,
তোমার প্রিয় মানুষের মতো,
তাই ভুল করে হলেও অবেলায় ছুঁয়ে দিও গাল,
ভালোবাসায় মোড়ানো মায়ার পশম,
ষষ্ঠ দিনের তীব্র আকর্ষণ,
হঠাৎ গোধূলির আলিঙ্গন,
একদল বোকা ঘোড়াদের চোখ চেয়ে,
হেঁসে নিও একগাল।

শ্বেত শিমুলের ধূসর সাদা ফুল,
কিংবা পাগলা একদল ডালিয়া ফুল,
গ্রিল বেয়ে ওঠা ঝকঝকে সেই তারা,
যার মিটমিটে চাহনি এড়ায়নি তোমাদের দৃষ্টি,
পরিচয়হীন সন্তানের ঠাই,
ফ্লাড লাইটের চোখ দাধানো আলো ও যখন গ্রাস করতে পারেনা বিশাল বটকে,
বট তখন বিজয়ের হাসির ঝিলমিলে পাতা নিয়ে দাঁড়িয়ে থাকে,
কিংবা সেই হারিয়ে যাওয়া পুরনো বৃদ্ধ গাছটা,
আর খেজুর বাগানের মেলায় দুটো ভ্রান্ত ঘুঘু,
বটের সেই খুশি হয়ে যাওয়া পাতা ,
আদুরে সবুজ মাকড়সা,
আর একগাদা সমীকরণ,
অবেলার আলিঙ্গন,
অভিমানীর টিশার্ট পড়া মানুষ টা তবু ,
চুপিচুপি বলে যায়,
আমি সেই মিষ্টি ট্রেনে করে আসা শহরের সবচে পবিত্র মানুষ,
ভাগ্যবান ছেলেটা,
দূর আকাশের আশ্রয়হীন ফানুসের থেকেও পবিত্র আমি,
কারণ এই শহর থাকে আমার অপেক্ষায়,
অপেক্ষায় থাকে এই শহরের সবথেকে পবিত্র মেয়েটা,
অবশেষে যাদুকর রূপকথা না হয়ে ,
হয়ে যায় পবিত্র নারীর অংশ,
বিশাল আকাশেও যেমনি করে,
জ্বলজ্বলে নীলচে তারা তার আশ্রয় নিয়ে বাঁচে,
ভালোবাসায়,
আদরে,
মমতায়।

তাই কুয়াশা হলেও ভালোবাসা হয় রঙিন,
যেমনি করে রঙিন থাকে লাল ফল পুরনো বট বৃক্ষে,
কুম্ভ বৃক্ষের ঘুমন্ত পাতা গুলি, কিংবা ঘুমিয়ে যাওয়া শাপলা,
কঠিন রাত গুলো মনে করায়,
চটেশ্বরীর সেই ঘুমন্ত গাছের বেখাপ্পা ফুল গুলোর সাথে,
আমার প্রিয় মানুষটাকে দেখতে ইচ্ছে করে,
লুকোচুরি করা হাসনেহেনাদের খুঁজতে ইচ্ছে করে,
ওয়ার সিমেট্রির কথা গুলো সত্য করতে ইচ্ছে করে,
বলতে ইচ্ছে করে, We shall meet again someday!
দিনটা আজ ।
তারপর আজ হয় কাল,
কাল হয় পরশু,
পরশু হয় তরশু,
আমার বুকের ছাতি ফেটে যেতে থাকে নিশ্বাসের জন্যে,
বাঁচার আকুতির কাছে,
ভেতরের মানুষটা বলে ওঠে,
মরে যেও তবু কাছে রেখো মানুষটাকে,
আগলে রেখো আজীবন।

যেমনি করে মমতায় আগলে রাখে মা,
খোঁড়া ছেলেটার প্রিয় মানুষের হাত,
বিশাল তারাটা,
কুয়াশা মোড়া শহরকে তাই মনে মনে বলে দিও ধন্যবাদ,
বৃদ্ধ বটকে জানিও শুভকামনা,
আর ফিসফিস করে যাদুকর কে বলে দিও “ভালোবাসি”
ততটুকু বাসি,
যতটুকু বাসলে মেরে ফেলতেও ভীষণ কষ্ট হয়।

রাত ০৩:২০
১২ জানুয়ারি,২০১৫।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১২ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৪:৫৮

জাহিদ জুয়েল বলেছেন: ভাল লাগল

২| ১২ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৫:১১

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: হুমমম-------ভীষণ ভাল লেগেছে --- +++++++++++++

ফিসফিস করে যাদুকর কে বলে দিও “ভালোবাসি”
ততটুকু বাসি,
যতটুকু বাসলে মেরে ফেলতেও ভীষণ কষ্ট হয়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.