![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার মনে হয় মানুষ হিসেবে আমি খুব সাধারণ। সাধারণ একটি মেয়ের যে সকল গুণাবলী থাকে আমি মনে করি আমার সেগুলো আছে। অতিরিক্ত চাকচিক্য আমার পছন্দ নয়।এককালে নিয়ম ভেঙে কোন কিছু করার অদম্য ইচ্ছে ছিলো। সময়ের সাথে সাথে তা মাটি চাপা দিয়েছি।অদ্ভুত সব কিছুই আমাকে টানে।
স্বর্ণালী পত্রকে নেই লেখা নাম,
ঝড়ো বৃক্ষের অধ্যুষিত ইতিহাসে নেই লেখা পরিণাম।
অলংকার এর ভাজে গলিত আদ্রা কেবল তিতা বিষ,
ফাঁকা মস্তক, উন্নত নেত্র,
কালোমেঘ,
মাতাল অভিলাষ,
বালিকা নিকোটিন নাও,
বাঁচো উন্মত্ততায়,
একান্ত উন্মাদনায়।
১১:৪৩
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি।
২| ১৯ শে জানুয়ারি, ২০১৫ রাত ১১:৩৮
দিশেহারা রাজপুত্র বলেছেন: কোন বিশেষ লাইন কোট করতে পারছি না।
পুরো কবিতা জুড়েই ভালো লাগা।
বালিকার নিকোটিন নেওয়া কি আবশ্যিক?
আদ্রা শব্দটির অর্থ কি?
©somewhere in net ltd.
১|
১৯ শে জানুয়ারি, ২০১৫ রাত ১১:০০
সেলিম আনোয়ার বলেছেন: বালিকা নিকোটিন নাও,
বাঁচো উন্মত্ততায়,
একান্ত উন্মাদনায়। সুন্দর +