![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার মনে হয় মানুষ হিসেবে আমি খুব সাধারণ। সাধারণ একটি মেয়ের যে সকল গুণাবলী থাকে আমি মনে করি আমার সেগুলো আছে। অতিরিক্ত চাকচিক্য আমার পছন্দ নয়।এককালে নিয়ম ভেঙে কোন কিছু করার অদম্য ইচ্ছে ছিলো। সময়ের সাথে সাথে তা মাটি চাপা দিয়েছি।অদ্ভুত সব কিছুই আমাকে টানে।
অসহায় সরণী গুলো তবু ধরে রাখে ,
আমার একজোড়া নগ্ন পা,
পাদুকা ছেড়ে গেলেও এই নগরী ছেড়ে যায়না,
উদ্বাস্তুর মতো আমি খুঁজি একটা
ক্লান্ত আকাশী গাছ,
একটা নীলচে মিটিমিটি তারা,
ট্রেন থেকে নেমে আসা
একটা মিষ্টি চোখের অবয়ব,
হঠাৎ দ্যাখা হবে একদিন আমাদের,
আমরা দুজনই হয়তো বলে উঠবো......
“দ্যাখা হয়নি অনেকদিন”
হয়তো তুমি বলবে আর দ্যাখা হবেনা,
কখনো কোনোদিন,
কিংবা আমি বলবো
দ্যাখা হবেনা কখনো আমাদের,
হয়তো তুমি অথবা আমি বলবো,
স্বপ্নেরা মরে গ্যাছে পানির দরে,
সস্তায়,
যখন কথা বলবার থাকেনা কেউ,
জোড়া বট থাকে ঠায় দাঁড়িয়ে ,
ওদের আমার বলতে ইচ্ছে হয়,
অনেক কথা,
অনেক স্মৃতি গাঁথা,
তবুও ভালোবাসি, বাসবো,
কারণে,
অকারণে,
নিভৃত,
যতনে,
কিন্তু আমি যে বাজে আছি,
ভীষণ বাজে আছি যে!
০১:১৫
২০ জানুয়ারি
©somewhere in net ltd.
১|
০৮ ই মে, ২০১৫ রাত ৯:৫৭
ফারজানা ইয়াসমিন তিথি বলেছেন: ভালো লাগলো।