![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার মনে হয় মানুষ হিসেবে আমি খুব সাধারণ। সাধারণ একটি মেয়ের যে সকল গুণাবলী থাকে আমি মনে করি আমার সেগুলো আছে। অতিরিক্ত চাকচিক্য আমার পছন্দ নয়।এককালে নিয়ম ভেঙে কোন কিছু করার অদম্য ইচ্ছে ছিলো। সময়ের সাথে সাথে তা মাটি চাপা দিয়েছি।অদ্ভুত সব কিছুই আমাকে টানে।
কে যেন বলে গ্যাছে বোকারা আসলে হিজল গাছের মতো,
মৃত মাছের মতো,পাতা বিহীন গাছের মতো,
তাই হিজল গাছ ছিলো এক কোণে,
ধরা যায় ছোঁয়া যায় যারে অনুভব করা দায়,
নানা রঙের নীল স্বপ্ন কথন,
সে চোখ,অভিপ্রায় আর হ্যাজাক জ্বালানো মায়ার এক অংশ যদি দেখতে পেতো মর্ত্যবাসী,
পুড়ে হতো অঙ্গার,
ঠিক যতোটা একটা শিশু মহাবিশ্ব।
তবু আমাদের ভুল হয়,
শহরের পেন্টাকল গুলো একদিন সত্যি মিথ্যে হয়ে যায়,
দূর আকাশের চাঁদ একদিন মেকি লাগে,
একদিন মিথ্যে হয় সোডিয়াম বাতিতে গড়া সব ছায়া অবয়ব গুলো,
দূর আকাশের আর্দ্রা ও সেইদিন বিশ্বাস ঘাতকতা করে,
সমীকরণ গুলো উল্টে যায়,
ধরণী স্থাণু হয়ে গেলেও,
তবু হিজল গাছ ঠায় দাঁড়িয়ে রয়।
বিমুঢ় রাত্রিগুলো আর্তনাদে হাহাকারে ভরে উঠতো,
যতো কালচে নীল লাল সবুজ আর একান্ত বেগুনী,
ওদের আশ্রয় দিতে সে ছিলো বদ্ধপরিকর,
তার সুতোয় বাধা স্পষ্ট আবেগের কাছে সব ছিলো ভীষণ ক্ষুদ্র,
মাতাল জুয়ারির মাতলামির কাছে স্বয়ং ঈশ্বর অসহায়,
তবু আমাদের ভুল হয়,
চোখে মোটা ঠুলি পড়ে আমরা খুঁজি মিথ্যে কথার ঝুড়ি,আমরা খুঁজি পুরুষ!
তারপর হৃদয় কপর্দক শূন্য হলে,
অশ্রুর ভাণ্ডার রিক্ত হলে পথের শেষ কিণারে তবু হিজল গাছকে দ্যাখা যায়,
পৃথিবী মন্থর হয়ে গেলে ছুঁয়ে গেলো যখন সব মিথ্যে কথার শুকতলা,
চোখ মুদে দ্যাখা যায় -যে গাছটি হিজল ছিলো,
সে একটি গোটা সমুদ্র, তার প্রতি ঢেউয়ের ছটায় আমার গল্প লেখা,একটা রূপকথা লেখা।
তাই সব মিথ্যে হয়ে গেলে,
আর্দ্রার লালচে আভা মিথ্যে হয়ে গেলে,
ক্যানারীর হৃদয়ে শূল ফুটলেও আকাশ বাতাস জলকে আজ সামনে রেখে আবার ভুল করবার সাধ হয়,
যে সমুদ্রে আমার গল্প লেখা,
তাকে আমার ক্ষত গুলো তুলে দিলাম,
বিনিময়ে তার সুখ গুলো বন্দক রইলো আমার।
আমি এক শেষ না হওয়া সমুদ্রের মালিক,
এক মাতাল জুয়ারি আমার গল্প লিখেছে ,
দীর্ঘ এক হাজার বছর ধরে সে খুঁজেছে আমায়,
এই শহরের প্রতিটা আকাশী গাছ আর তপ্ত দিবাকর সাক্ষী,
এক হাজার বছর পরে আজ আমরা এখানে।
১৬ এপ্রিল,শনিবার।
রাত ১০:৩৩ ।
©somewhere in net ltd.