নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রোজ স্বপ্ন দেখি, রাতের আঁধারে , ঘুম যখন ভাঙয়ে, স্বপ্ন গুল আলোর মাঝে মিশে যায়।

জে এম নাদিম হোসেন

জে এম নাদিম হোসেন › বিস্তারিত পোস্টঃ

রঙ্গিন প্রেম

০২ রা ডিসেম্বর, ২০১৪ রাত ৯:২৫

কত না প্রেমে পরেছি আমি

কত জনকে নিয়ে বেধেছি স্বপ্নের ঘড়।

আজ ও সাঁজতে পারিনি আমি সত্যি কারের বর।



কত বার প্রেম এসেছে,

কত বার গেছে চলে।

কত বার পেয়েছি এই হৃদয়ে ব্যাথা।

ভুলিনি আমি ভুলিনি,

সেই দিন গুলির কথা।

কতজনের ছবি এঁকেছি আমি হৃদয়,

একে একে সকলে নিয়েছে বিদায়।

বলছি আমি প্রথম প্রেমের কথা,

তার কাছ থেকেই প্রথম পেয়েছি ব্যাথা।

তখন আমি পড়ি ক্লাস সিক্সে,

প্রেম করতাম তার সাথে ঠিকছে।

মেয়েটা ছিল খুব সুন্দরি,

স্বভাবটা ছিল তার বান্দরী।

হঠাৎ এক দিন সে গেল হারিয়ে,

রয়েছি কত দিন স্কুল গেঁটে দাঁড়িয়ে।

প্রেমটা আমার সেখানেই হল শেষ ।

সময় যাচ্ছে না আমার বেশ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.