![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তার সকল কষ্ট দেয়া
বুকের রক্তক্ষরণ থেকে জন্ম নেয়া,
এক এক ফোটা চোখের জল
কলমের কালি হয়ে বর্গাকৃতির কাগজে
জন্ম হয় এক একটা কবিতার,
এ অবদান সবি তার।
বুকের হাজার ফোটা রক্তক্ষরণে
এক ফোটা চোখের জলের সৃষ্টি,
সে ছুরে ফেলেছ ভেবে বৃষ্টি,
কোন একদিন ফিরবে তার দৃষ্টি।
২| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:২৯
মোঃ ফখরুল ইসলাম ফখরুল বলেছেন: কষ্টের সাতকাহন
©somewhere in net ltd.
১|
১৮ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:৫০
রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর কবিতা।