![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভাষার লইগা জান দিমু,
তয় পরাণের ভাষা ছাড়মু-না ।
৫২-তে এই আছেলে মোগ বাইডিগো সপোত,
রাষ্ট্রভাষা বাংলা না অইলে যাইবে না আপোত।
বাইডিরা মোর ভাষার লইগা বোহের রক্ত দেছে,
জীবনডারেও পাকিস্তানিরা লইয়া গেছে।
বাংলা যদি রাষ্ট্র ভাষাই নাই অয়
কি অইবে আর বাইচ্চা।
আর এহন মোরা বাংলিশ কই নাইচ্চা নাইচ্চা।
আর এই একটা দিন পালন করি,
মাইক্কা কতো রহম রং জরি ।
আরে ভাই এই ভাষা যে রক্ত দিয়া কেনা
মোরা শোধ করতে পারমুনা ভাইডি গো দেনা।
©somewhere in net ltd.
১|
২১ শে ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১২:১৭
রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা।