|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 আর.এইচ.সুমন
আর.এইচ.সুমন
	"সৌন্দর্য্য দেখতে কাউকে নিমন্ত্রণ করতে হয় না...." ওয়েব সাইট : (http://www.facebook.com/Sumontography ) ইমেল আইডি :-( [email protected] )
এটি একটি (১৫+) পোস্ট...... ছবি সমৃদ্ধ পোস্ট 
সবারই উপকারে আসবে বলে মনে করি.......
দেখতে ভুলবেন না যেন....... 
আগেরকার মানুষ তার প্রিয় জনকে বা মনের মানুষকে খুশি করতো ও মনের কথা প্রকাশ করতো বিভিন্ন উপায়ে শারীরিক কসরত করে অথবা পেশি শক্তি প্রয়োগ করে কোন বিশেষ কিছু করে দেখিয়ে.......।
 
  
মনের মানুষ বা প্রিয় মানুষকে আমরা এই যুগের মানুষেরা খুশি করতে বেছে নিই বিভিন্ন ধরনের ফুল বা অন্যান্য দ্রব্য বা পন্য সামগ্রী .। তবে ফুল জিনিসটাই বেশি প্রচলিত ও গ্রহনযোগ্য এবং মিতব্যয়ী ও বটে.....।
আর মনের না বলা অনেক কথাই আমরা এই ফুল বিনিময় করে বলে দিতে পারি....
তাই বলে যখন তখন যে সে ফুল দিলে তো আর হবে না .... ফুল দেবার জন্য সময় কারণ এবং সেই ফুলের রং কিন্তু খুব গুরুত্বপুর্ণ একটা বিষয় ....
আসুন দেখি কোন রং এর ফুল কখন প্রযোজ্য দেখে নিই......
 
  
সাদা ফুল : তোমার আমার সম্পর্ক পবিত্র এই কথা বোঝাতে সাদা ফুল ব্যবহার করা হয় । যা বিশুদ্ধতার প্রতিক বলে ধরা হয়.।
 
  
লাল ফুল : তোমাকে অভিবাদন প্রিয়তম , সত্যিই তুমি অতুলনীয় , আর আমি তোমাকেই ভালবাসি । এটি ভালবাসা প্রকাশে অদ্বিতীয় ।
 
  
গোলাপী ফুল : তুমিই আমার প্রথম প্রেম এই বার্তা বহন করতে এটি অন্যতম  এবং প্রিয়জনের সুখ সমৃদ্ধি কামনায় এটি ব্যবহৃত হয়..
 
  
হলুদ ফুল :  বন্ধুত্বের দাবি জানাতে এবং আমি সত্যিই দুঃখিত এইটা বোঝাতে ব্যবহার করা যাবে এই ফুল....
 
  
বেগুনী ফুল : বিশ্বস্ততা এবং তুমিই আমার কামনা এই জাতীয় কথা বা ভাব প্রকাশে ব্যবহৃত হয়.।
[img|http://www.goodnperfectgift.com/12 blue roses Hand bouquet[1] GPA25$68..jpg]  
নীল ফুল : প্রথম দেখায় আমি তোমাকে ভালবেসে ফেলেছি । এই কথা বোঝাতে ব্যবহৃত হয়.।
 
  
গাড় গোলাপী ফুল : : আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ ও তোমাকে অসংখ্য ধন্যবাদ বোঝায়. ।
আজ এই পর্যন্তই জেনে রাখুন এবং উত্তম জায়গাতে ট্রায় মারুন...।
সংবিধিবদ্ধ সতর্কীকরণ : এই ফুলের ভাষা হয় তো অনেকেই জানে না । তাই শুধু মুখ বুজে ফুল হাতে ধরিয়ে দিয়ে চলে এসে আতেলের পরিচয় দিবেন না .। আর আমি কোন মতেই পরবর্তী ঘটনার জন্য দায়ী থাকবো না.।
 ৭১ টি
    	৭১ টি    	 +২০/-০
    	+২০/-০  ২৬ শে জুন, ২০১০  রাত ১:২৮
২৬ শে জুন, ২০১০  রাত ১:২৮
আর.এইচ.সুমন বলেছেন: আপনার পিলাচ পাইলে মনটা ভইরা যায়.......
২|  ২৬ শে জুন, ২০১০  রাত ১:১৮
২৬ শে জুন, ২০১০  রাত ১:১৮
আবদুল্লাহ আল মনসুর বলেছেন: 
এটি একটি (১৫+) পোস্ট......
........ আমিতো ১৫- , আমার কি হপে ?? 













  ২৬ শে জুন, ২০১০  রাত ১:২৫
২৬ শে জুন, ২০১০  রাত ১:২৫
আর.এইচ.সুমন বলেছেন: এ কি কলেন মনসুর ভাই ,,,,,,,,,,,,  
   
   
   
   
 
আপনে (১৫ -) হলে আমি তো ফিডার মুখে নিয়া ঘুইরা বেড়াই.....  
   
   
   
   
 
৩|  ২৬ শে জুন, ২০১০  রাত ১:১৮
২৬ শে জুন, ২০১০  রাত ১:১৮
সায়েম মুন বলেছেন: ব্যাপক গবেষণামূলক পোষ্ট  
   
 
  ২৬ শে জুন, ২০১০  রাত ১:২৪
২৬ শে জুন, ২০১০  রাত ১:২৪
আর.এইচ.সুমন বলেছেন: বাবু তুমি এখনও জেগে আছো....??? 
ঘুমাওনি কেন....???
অনেক রাত হয়েছে যাও ঘুমিয়ে পড়........  
   
   
   
   
 
৪|  ২৬ শে জুন, ২০১০  রাত ১:২৬
২৬ শে জুন, ২০১০  রাত ১:২৬
সমুদ্র কন্যা বলেছেন: সাদা, লাল আর হলুদ ফুলেরটা আগেই জানতাম। বাকিগুলোও জানলাম।
ভাল লাগল অনেক। ফুলের ছবিগুলোও সুন্দর।
  ২৬ শে জুন, ২০১০  রাত ১:৩৫
২৬ শে জুন, ২০১০  রাত ১:৩৫
আর.এইচ.সুমন বলেছেন: সমুদ্র কন্যা আপু আপনাকে অনেক ধন্যবাদ....
আমারও ভাল লাগলো আপনাকে জানাতে পেরে...।
৫|  ২৬ শে জুন, ২০১০  রাত ১:২৮
২৬ শে জুন, ২০১০  রাত ১:২৮
টানজিমা বলেছেন: আপনি মেয়ে হলে....... 
  
  ২৬ শে জুন, ২০১০  রাত ১:৩৪
২৬ শে জুন, ২০১০  রাত ১:৩৪
আর.এইচ.সুমন বলেছেন: থ্যাংকু.........  
   
   
   
   
   
   
 
৬|  ২৬ শে জুন, ২০১০  রাত ১:৩১
২৬ শে জুন, ২০১০  রাত ১:৩১
বখাটে পুলা বলেছেন: আপনি ছেলে হলে......... 
 
  ২৬ শে জুন, ২০১০  রাত ১:৩৬
২৬ শে জুন, ২০১০  রাত ১:৩৬
আর.এইচ.সুমন বলেছেন: অতি উত্তম ............
ধন্যবাদ....... ভাই 
বখাটে পুলা.....
৭|  ২৬ শে জুন, ২০১০  রাত ১:৩৪
২৬ শে জুন, ২০১০  রাত ১:৩৪
রাত্রি২০১০ বলেছেন: আবার ফুলেরও প্রকার ভেদে অর্থ বদলায়, তাই না? 
ডেইসি--বন্ধুত্ব, গোলাপ--প্রেম, জিনিয়া/অর্কিড--ধন্যবাদ জ্ঞাপন ইত্যাদি
ছবিগুলো খুব সুন্দর।
  ২৬ শে জুন, ২০১০  রাত ১:৩৯
২৬ শে জুন, ২০১০  রাত ১:৩৯
আর.এইচ.সুমন বলেছেন: জি ঠিকই বলেছেন.......
ধন্যবাদ আপু.....
৮|  ২৬ শে জুন, ২০১০  রাত ১:৩৫
২৬ শে জুন, ২০১০  রাত ১:৩৫
আবু বকর ইবনে ইসমাইল সম্পদ বলেছেন: ভাল লাগল....
+
  ২৬ শে জুন, ২০১০  রাত ১:৪০
২৬ শে জুন, ২০১০  রাত ১:৪০
আর.এইচ.সুমন বলেছেন: আপনার নাম ও আমার ভাল লেগেছে..... সম্পদ  
আশা করি এদেশের সম্পদ করে গড়ে তুলবেন নিজেকে.....
ভাল থাকবেন সব সময়......।
৯|  ২৬ শে জুন, ২০১০  রাত ১:৩৮
২৬ শে জুন, ২০১০  রাত ১:৩৮
নিমা বলেছেন: সাদা ফুল কিন্ত বিচ্ছেদের সময় ও দেয়া হয়
ফুল ফুল ফুল হোক সে বন ফুল কিবা ঘাস ফুল তবু ফুল অতুলনিয়
অনেক ভালোলাগা
  ২৬ শে জুন, ২০১০  রাত ১:৪৩
২৬ শে জুন, ২০১০  রাত ১:৪৩
আর.এইচ.সুমন বলেছেন: এইটা কি বললেন .......   
 
সাদা আমার প্রিয় কালার ........ আর আমি সাদা মনের মানুষ তো তাই ......  
   
   
   
   
   
 
ফুল ফুল ফুল হোক সে বন ফুল কিবা ঘাস ফুল তবু ফুল অতুলনিয় 
আমার এইটুকু খুব ভাল লেগেছে......
১০|  ২৬ শে জুন, ২০১০  রাত ১:৫৬
২৬ শে জুন, ২০১০  রাত ১:৫৬
লেবফিউম বলেছেন: কালা ফুলের কতা কইলেন না মিয়া ?
  ২৬ শে জুন, ২০১০  রাত ২:১৭
২৬ শে জুন, ২০১০  রাত ২:১৭
আর.এইচ.সুমন বলেছেন: আমি কারও শত্রু হইতে চাই না ...... তাই কইনি.......  
   
   
   
   
   
 
  ২৬ শে জুন, ২০১০  রাত ২:২০
২৬ শে জুন, ২০১০  রাত ২:২০
আর.এইচ.সুমন বলেছেন: কালা ফুল শুধু মাত্র ব্রাজিল আর আর্জেন্টিনা সাপোর্টার এখন বিনিময় করতে পারবে ,,,,,,, বাকি সবার জন্য নিষিদ্ধ ..।
কারণ যতদুর জনি এই টা শত্রুতার প্রতিক হিসেবে কাজে লাগে....
১১|  ২৬ শে জুন, ২০১০  রাত ১:৫৭
২৬ শে জুন, ২০১০  রাত ১:৫৭
স্বল্পজ্ঞানী বলেছেন: ভাষা জানতাম না, তাই ফুল দেয়া হয় নাই।
  ২৬ শে জুন, ২০১০  রাত ২:১৮
২৬ শে জুন, ২০১০  রাত ২:১৮
আর.এইচ.সুমন বলেছেন: এখন দিতে পারেন কুনু বাধা নাই......  
   
   
   
   
 
১২|  ২৬ শে জুন, ২০১০  রাত ১:৫৮
২৬ শে জুন, ২০১০  রাত ১:৫৮
শ।মসীর বলেছেন: নীল ফুল কই পাই 

  ২৬ শে জুন, ২০১০  রাত ২:১৬
২৬ শে জুন, ২০১০  রাত ২:১৬
আর.এইচ.সুমন বলেছেন: হাই হাই আপনে এখনও নীল ফুলেই আছেন........
অন্য গুলা তো শুকাইয়া যাইবো.....  
   
   
   
   
   
 
১৩|  ২৬ শে জুন, ২০১০  রাত ২:০২
২৬ শে জুন, ২০১০  রাত ২:০২
মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: ভাতিজা দেহি সেইরকম গবেষণা শুরু করছ, পালাইতে তাইলে বেশী দেরী নাই, কি কও??   
   
   
   
   
   
 
  ২৬ শে জুন, ২০১০  রাত ২:১৫
২৬ শে জুন, ২০১০  রাত ২:১৫
আর.এইচ.সুমন বলেছেন: চাচা ঠিকই কইছেন তই আপনের বৌ মা খুইজা পাইতাছি না মনের মত.... অত্যন্ত মারাত্মক সমস্যা......  
   
   
   
   
  
১৪|  ২৬ শে জুন, ২০১০  রাত ২:৩৮
২৬ শে জুন, ২০১০  রাত ২:৩৮
সোহরাব সুমন বলেছেন: +++++++++++++++++++
  ২৬ শে জুন, ২০১০  সকাল ১০:০৮
২৬ শে জুন, ২০১০  সকাল ১০:০৮
আর.এইচ.সুমন বলেছেন: ভাই ভাল আছেন ......???
এত গুলা + এর জন্য ধন্যবাদ.....।
১৫|  ২৬ শে জুন, ২০১০  রাত ২:৪৪
২৬ শে জুন, ২০১০  রাত ২:৪৪
একলা পাখি বলেছেন: সবারই উপকারে আসবে বলে মনে করি......
  
   
   
   
   
   
   
 
  ২৬ শে জুন, ২০১০  সকাল ১১:২৪
২৬ শে জুন, ২০১০  সকাল ১১:২৪
আর.এইচ.সুমন বলেছেন: তোমার বেশি উপকারে আসবে ,,,,,,,,,, ঐ ডালে আর একটা পাখি বসাইতে ,,,,,,,,,,,
১৬|  ২৬ শে জুন, ২০১০  রাত ৩:৫১
২৬ শে জুন, ২০১০  রাত ৩:৫১
হিবিজিবি বলেছেন: কয়েকটা নতুন জিনিস জানলাম। ধন্যবাদ আপনাকে। কিন্তু জাতি জানবার চায় আপনি কোন কোন গুলো ট্রাই করেছেন????
ভালো লাগলো ++++
  ২৬ শে জুন, ২০১০  সকাল ১১:২১
২৬ শে জুন, ২০১০  সকাল ১১:২১
আর.এইচ.সুমন বলেছেন: ভাই আমি অত্যন্ত দুঃখের সাথে জানাইতেছি যে ,,,,,,,,,,, এগুলান ট্রাই মারার উপযুক্ত প্লেস এখনও পাইনি......।
ধন্যবাদ ,,,,,,,,,,,,,
ভাল থাকবেন........
১৭|  ২৬ শে জুন, ২০১০  ভোর ৫:৫৫
২৬ শে জুন, ২০১০  ভোর ৫:৫৫
ইসরা০০৭ বলেছেন: আপনার সকল ফুল গুলো প্রিয়তে রেখে দিলাম ।এটা একটা ভালো জিনিস পোষ্ট করেছ।সময় মতো ব্যবহার করবো।
নিমা বলেছেন ,ফুল ফুল ফুল হোক সে বন ফুল কিবা ঘাস ফুল তবু ফুল অতুলনিয়
সত্যি,ধন্যবাদ আপনাকে।
  ২৬ শে জুন, ২০১০  সকাল ১১:১৮
২৬ শে জুন, ২০১০  সকাল ১১:১৮
আর.এইচ.সুমন বলেছেন: আচ্ছা ঠিক টাইমেই ব্যবহার করবেন ,,,,,,,, কোন সমস্যা নেই......
প্রিয়তে রাখার জন্য ধন্যবাদ আপু......
আর নিমা আপুও কিন্তু অতুলনীয়.....।
১৮|  ২৬ শে জুন, ২০১০  সকাল ৭:৫৩
২৬ শে জুন, ২০১০  সকাল ৭:৫৩
রাজসোহান বলেছেন: হাহাহাহা 
গুডি পোস্ট 
  ২৬ শে জুন, ২০১০  সকাল ১১:০৭
২৬ শে জুন, ২০১০  সকাল ১১:০৭
আর.এইচ.সুমন বলেছেন:   
   
   
   
  
থ্যংকু সোহান ভাই.....।
১৯|  ২৬ শে জুন, ২০১০  সকাল ৮:৩১
২৬ শে জুন, ২০১০  সকাল ৮:৩১
নুরুন নেসা বেগম বলেছেন: নতুন জ্ঞান পাওয়া গেল। হায় হায় সময় স ব শেষ। আচ্ছা, রোগশয্যায়, মৃত্যুর সময়.., পরে?
  ২৬ শে জুন, ২০১০  সকাল ১১:১৫
২৬ শে জুন, ২০১০  সকাল ১১:১৫
আর.এইচ.সুমন বলেছেন: ধন্যবাদ .......... রোগ শয্যায় মানুষের মঙ্গল কামনা করা হয় তার জন্য তো গোলাপী ফুল নিতে পারেন....... আর রোগ মুক্তির পর শুভেচ্ছা জানাতে হরেক করম ফুলের মিশ্রণ ঘটিয়ে একটি তোড়া নিয়ে যেতে পারেন.....
আর মৃত্যুর সময় বা পরে তার জন্য দোয়া দরুদ ও কুরআন পাঠ করতে পারেন বেশি বেশি ........।
২০|  ২৬ শে জুন, ২০১০  সকাল ৯:৪৬
২৬ শে জুন, ২০১০  সকাল ৯:৪৬
ঘাসফুল বলেছেন: ঘাসফুল কি কেউরে দেয়ন যায়...?   
 
  ২৬ শে জুন, ২০১০  সকাল ১১:০৮
২৬ শে জুন, ২০১০  সকাল ১১:০৮
আর.এইচ.সুমন বলেছেন: কেন যাবে না...... ঘাস ফুল নাক ফুল বা কান ফুল হিসেবে অনেক জোস লাগবে মনে হয়.......... ট্রাই মাইরা দেখেন..........
  
   
   
   
 
২১|  ২৬ শে জুন, ২০১০  সকাল ১০:২৩
২৬ শে জুন, ২০১০  সকাল ১০:২৩
ভাবসাধক বলেছেন: ধন্যবাদ আপনাকে।
  ২৬ শে জুন, ২০১০  সকাল ১১:১১
২৬ শে জুন, ২০১০  সকাল ১১:১১
আর.এইচ.সুমন বলেছেন: আপনাকেও ধন্যবাদ.......
ভাল থাকবেন........
২২|  ২৬ শে জুন, ২০১০  দুপুর ১২:০২
২৬ শে জুন, ২০১০  দুপুর ১২:০২
জেরী বলেছেন: আমি কাউরে ধুতরা ফুল দিবার চাই। ধূতরা ফুল কই পাওয়া যায় 
  ২৬ শে জুন, ২০১০  দুপুর ১২:১৩
২৬ শে জুন, ২০১০  দুপুর ১২:১৩
আর.এইচ.সুমন বলেছেন: লেবফিউম বলেছেন: বাথিজা, ধুত্রা ফুল দিয়া কি করবা ??
ধুত্রা গাছে দেইখো থাকতে পারে........
  
   
   
   
   
   
 
২৩|  ২৬ শে জুন, ২০১০  দুপুর ১২:১০
২৬ শে জুন, ২০১০  দুপুর ১২:১০
লেবফিউম বলেছেন: বাথিজা, ধুত্রা ফুল দিয়া কি করবা ??
ধুত্রা গাছে দেইখো থাকতে পারে 
  ২৬ শে জুন, ২০১০  দুপুর ১২:২৫
২৬ শে জুন, ২০১০  দুপুর ১২:২৫
আর.এইচ.সুমন বলেছেন:   
   
   
   
   
  
হ ভাই ঠিক কতা কইছেন ,,,,,,,,, 
২৪|  ২৬ শে জুন, ২০১০  দুপুর ১২:১৩
২৬ শে জুন, ২০১০  দুপুর ১২:১৩
মুহাম্মদ মামুনুর রশিদ বলেছেন: আপনার কি ফুলের দোকান আছে?
  ২৬ শে জুন, ২০১০  দুপুর ১২:১৬
২৬ শে জুন, ২০১০  দুপুর ১২:১৬
আর.এইচ.সুমন বলেছেন: থাইকলে তো তার কথা উল্লেখ করতাম.......... আর তার পর বুঝতেই পারছেন ...... বিল গেটস এর অনুসরণে একটা ফ্লাওয়ার করপোরেশন খুলতাম..........
আমারে আবার পাইতো কে,,,,,,,,,,,,,,,,,,  
   
   
   
   
   
  
কিন্তু দুঃখের বিষয় আমার কুনু ফুলের দুকান নেই ........  
   
   
   
 
২৫|  ২৬ শে জুন, ২০১০  দুপুর ১২:১৩
২৬ শে জুন, ২০১০  দুপুর ১২:১৩
জেরী বলেছেন: কারো উপর ত্যক্ত হলে তারে ধুতরা ফুল দিবার চাই
  ২৬ শে জুন, ২০১০  দুপুর ১২:২৪
২৬ শে জুন, ২০১০  দুপুর ১২:২৪
আর.এইচ.সুমন বলেছেন: জেরি কি টমের উপর চরম ভাবে খ্যাইপা আছো........  
   
   
   
 
২৬|  ২৬ শে জুন, ২০১০  দুপুর ২:৩৮
২৬ শে জুন, ২০১০  দুপুর ২:৩৮
ওমর হাসান আল জাহিদ বলেছেন: সুন্দর পোস্ট। ভালো লাগলো।
  ২৬ শে জুন, ২০১০  বিকাল ৩:০০
২৬ শে জুন, ২০১০  বিকাল ৩:০০
আর.এইচ.সুমন বলেছেন: ধন্যবাদ ভাই জাহিদ.....।
২৭|  ২৮ শে জুন, ২০১০  সন্ধ্যা  ৬:১৭
২৮ শে জুন, ২০১০  সন্ধ্যা  ৬:১৭
নুরুন নেসা বেগম বলেছেন: ধন্যবাদ, ভাই
  ২৮ শে জুন, ২০১০  সন্ধ্যা  ৬:২৪
২৮ শে জুন, ২০১০  সন্ধ্যা  ৬:২৪
আর.এইচ.সুমন বলেছেন: আপনাকেও ধন্যবাদ........
২৮|  ২৯ শে জুন, ২০১০  সকাল ৭:৪০
২৯ শে জুন, ২০১০  সকাল ৭:৪০
মিলন,ঢা বি বলেছেন: ভাল লাগল
  ২৯ শে জুন, ২০১০  সকাল ১০:০৮
২৯ শে জুন, ২০১০  সকাল ১০:০৮
আর.এইচ.সুমন বলেছেন: ধন্যবাদ ভাই......।
২৯|  ২৪ শে জুলাই, ২০১০  রাত ১১:১৭
২৪ শে জুলাই, ২০১০  রাত ১১:১৭
জনৈক আরাফাত বলেছেন: বেল ফুল এনে দাও চাইনা বকুল
চাইনা হেনা আনো আমের মুকুল 
  ২৫ শে জুলাই, ২০১০  রাত ১২:০৯
২৫ শে জুলাই, ২০১০  রাত ১২:০৯
আর.এইচ.সুমন বলেছেন: আরাফাত ভাই অতি চমৎকার ......  
 
৩০|  ১৩ ই ফেব্রুয়ারি, ২০১১  রাত ১১:১৬
১৩ ই ফেব্রুয়ারি, ২০১১  রাত ১১:১৬
বাংলার আগন্তুক বলেছেন: বউরে কইসি পেলাসটিকের ফুল কিইন্যা দিমু। নেক্সট ভ্যালেন্টাইন পরযনত থাইকবো। মাঝে মাঝে এট্টু সেন্টু মাইরা দিলে খুশবুও পাইবো।
  ১৪ ই ফেব্রুয়ারি, ২০১১  দুপুর ১:৪৪
১৪ ই ফেব্রুয়ারি, ২০১১  দুপুর ১:৪৪
আর.এইচ.সুমন বলেছেন:  ফুল দেখে ফুল শুকে হবিনে ব্যকুল ...ফুল ভালবেসে আমি করেছি যে ভুল....... ; 
ভাবী'রে সালাম ,ভালবাসা দিয়েন  
 
৩১|  ১২ ই এপ্রিল, ২০১১  সকাল ৯:৪৮
১২ ই এপ্রিল, ২০১১  সকাল ৯:৪৮
আন্না০০৭ বলেছেন: আগের কার মানুষদের ব্যাপারটা জানতাম নাহ আপনার উপস্থাপন আর তথ্য খুব ভাল লাগলো
  ১২ ই এপ্রিল, ২০১১  সকাল ১০:২৬
১২ ই এপ্রিল, ২০১১  সকাল ১০:২৬
আর.এইচ.সুমন বলেছেন: ধন্যবাদ আপু ,,, খুশি হলাম ,,, আপনি কষ্ট করে পড়তে এসেছেন বলে
৩২|  ২৩ শে নভেম্বর, ২০১১  রাত ১:৩২
২৩ শে নভেম্বর, ২০১১  রাত ১:৩২
চুরি যাওয়া আগুন... বলেছেন: আবদুল্লাহ আল মনসুর বলেছেন: +++
  ২৩ শে নভেম্বর, ২০১১  সকাল ৯:২১
২৩ শে নভেম্বর, ২০১১  সকাল ৯:২১
আর.এইচ.সুমন বলেছেন:  আমার মনসুর ভাইডি এখন আর আসেন না ব্লগে
 আমার মনসুর ভাইডি এখন আর আসেন না ব্লগে  
  !!
 !!
৩৩|  ১৭ ই ডিসেম্বর, ২০১২  বিকাল ৫:৩০
১৭ ই ডিসেম্বর, ২০১২  বিকাল ৫:৩০
এ্যাপোলো৯০ বলেছেন: রং এর সাথে সংখ্যার ও সম্পর্ক আছে,
১৫ টা লাল গোলাপ দিয়ে অনেকে জায়গায় "সরি" বুঝায়
  ২৮ শে ডিসেম্বর, ২০১২  বিকাল ৩:৫১
২৮ শে ডিসেম্বর, ২০১২  বিকাল ৩:৫১
আর.এইচ.সুমন বলেছেন: হমম অনেক কিছুই আছে এমন 
৩৪|  ১৭ ই ডিসেম্বর, ২০১২  বিকাল ৫:৪১
১৭ ই ডিসেম্বর, ২০১২  বিকাল ৫:৪১
সবুজ মহান বলেছেন: কোনদিন তো কাউকে ফুল দেয়া হল না    
  
তয় ক্লাস ফোর এ পড়ার সময় ক্লাস ফাইভের এক আপু একটা ফুলের মালা  দিয়েছিল    
 
  ২৮ শে ডিসেম্বর, ২০১২  বিকাল ৩:৫৫
২৮ শে ডিসেম্বর, ২০১২  বিকাল ৩:৫৫
আর.এইচ.সুমন বলেছেন: লুল রে লুল 
৩৫|  ২৮ শে ডিসেম্বর, ২০১২  বিকাল ৪:০১
২৮ শে ডিসেম্বর, ২০১২  বিকাল ৪:০১
দায়িত্ববান নাগরিক বলেছেন: চরম! সবাই খালি হলুদ ফুল দিতে চায়!  তয় বউ লাল ফুল দেয়
  তয় বউ লাল ফুল দেয়  
 
  ২৮ শে ডিসেম্বর, ২০১২  বিকাল ৪:১৫
২৮ শে ডিসেম্বর, ২০১২  বিকাল ৪:১৫
আর.এইচ.সুমন বলেছেন: আপনেরে তো তাও দেয় :/ আমাগো ভাই পোড়া কপাল ,, ফুলের কাঁটাও কেউ দিতে চায় না  
 
©somewhere in net ltd.
১| ২৬ শে জুন, ২০১০  রাত ১:১৬
২৬ শে জুন, ২০১০  রাত ১:১৬
আবদুল্লাহ আল মনসুর বলেছেন: +++