| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি তুমি আমরা
লেখার সর্বস্বত্ব সংরক্ষিত।আমার অনুমতি ছাড়া এই ব্লগের লেখা কোথাও প্রকাশ করা যাবে না।
আজ ঐতিহাসিক ৭ই মার্চ। বাংলাদেশের ইতিহাসে অন্যতম স্মরণীয় দিন। বাংলাদেশে মনে হয় না এমন কোন মানুষ আছে যে বংগবন্ধুর ৭ই মার্চের ভাষণ শোনে নাই বা সেই ঐতিহাসিক ভাষণটা একবারের জন্য হলেও দেখে নাই।
বাংলাদেশের ইতিহাসের অন্যতম স্মরণীয় দিন।তাই এই দিনকে ঘিরে কিছু রাজনৈতিক কর্মসূচী থাক্তেই পারে। কিন্তু তাই বলে জনগণের অসুবিধা করে, রাস্তা দখল করে, জ্যাম তৈরী করে, উচ্চস্বরে বঙ্গবন্ধুর ভাষণ বাজিয়ে আওয়ামীলীগ ঠিক কি অর্জন করতে চাইছে তা আমার ছোট্ট ব্রেইনে ঠিক আসে না।
গতকাল রাতে গুলিস্তান দিয়ে যাওয়ার সময় দেখি মাইকে বঙ্গবন্ধুর ভাষণ বাজিয়ে পুরা ঢাকা শহর কাপাই ফেলতেছে।আজ সকালে রুমমেটটার গাজীপুর যাওয়ার কথা ছিল। সকালে উঠে রওয়ানা দিল ঠিকই, কিন্তু জ্যামে পড়ে সেও মাঝ পথ থেকে ফিরে আসছে আর মনের দুঃখে এখন রুমে বসে আওয়ামীলীগের গুষ্টি উদ্ধার করতেছে।
বঙ্গবন্ধুকে নিয়ে যে বাড়াবাড়ি আওয়ামীলীগ শুরু করেছে তা সত্যিই দুঃখজনক। শেখ মুজিব নিজে বেচে থাকলেও এসব নোংরামো দেখে দুঃখে অপমানে মারা যেতেন বলেই আমার মনে হয়।
০৭ ই মার্চ, ২০১২ সকাল ১০:২৪
আমি তুমি আমরা বলেছেন: আপনার এই অনুরোধের কারণ কি জানতে পারি?
২|
০৭ ই মার্চ, ২০১২ সকাল ১০:২৪
পারভেজ আলম বলেছেন: কথা সত্য।
০৭ ই মার্চ, ২০১২ সকাল ১০:২৬
আমি তুমি আমরা বলেছেন: ধন্যবাদ পারভেজ আলম।
৩|
০৭ ই মার্চ, ২০১২ সকাল ১০:২৯
লেখোয়াড় বলেছেন:
বাস্তব কথা।
মোহাম্মদহারুনরে কিসের মত যেন লাগতাসে..............
০৭ ই মার্চ, ২০১২ সকাল ১০:৩১
আমি তুমি আমরা বলেছেন: কমেন্টের জন্য ধন্যবাদ লেখোয়াড়।
৪|
০৭ ই মার্চ, ২০১২ সকাল ১০:৩৬
নাহিয়ান বিন হোসেন বলেছেন: শেখ মুজিবকে ধ্বংস করেছিল আওয়ামীলীগের থার্ড ক্লাশ চমাচা গুলোই , তাদের কুকর্মের মূল্য দিতে হয়েছে শেখ মুজিবকে। আওয়ামীলিগারদের সেই অভ্যাস এখনো যায় নাই। ১৯৭৫ এ যারা শেখ মুজিবের নিহত হওয়ার খবরে চুপচাপ পালিয়ে গিয়েছিলো, কিংবা খন্দকার মোশতাকের পা চাটা হয়ে গিয়েছিলো, তারাই কিন্তু আজকের আওয়ামীলিগ চালচ্ছে! কাজেই শেখ মুজিবকে নিয়ে নোংরামো করবে আওয়ামীলিগ এটাই এখন স্বাভাবিক!
০৭ ই মার্চ, ২০১২ সকাল ১০:৪১
আমি তুমি আমরা বলেছেন: চমৎকার কমেন্টের জন্য ধন্যবাদ নাহিয়ান। বিষয়গুলা তুমি খুব সুন্দর করে ব্যাখ্যা করতে পার। শেখ মুজিবের সমস্যা ছিল তিনি সুযোগসন্ধানী আর তার আসল শুভাকাঙ্খীদের মধ্যে পার্থক্য করতে পারেন নাই।যার ফলে তার এই দুর্ভাগ্যজনক পরিণতি হয়েছিল।
৫|
০৭ ই মার্চ, ২০১২ সকাল ১০:৩৯
শিপু ভাই বলেছেন:
অতি ভক্তি চোরের লক্ষন। লোকাল নেতারা দলের প্রতি তাদের ভালোবাসা প্রকাশ করার জন্য জনগনকে এই অত্যাচারটা করে।
শব্দ দূষনের দায়ে মামলা করা উচিত।
কিছু দিন আগে গেল ওয়াজের মৌসুম। এক্কেরে জ্বালাইয়া ফালাইছে!!!
৭ই মার্চ, ২৬ শে মার্চ, ২১ শে ফেব্রুয়ারি, ৭ ই নভেম্বর, ১৫ ই আগস্ট, ১৬ ই ডিসেম্বর এরা দেশপ্রেমের নামে মাইক দিয়া সাধারন জনগনের উপ্রে নিপিড়ন চালায়।
আমি এই মন্তব্যটা লেখার সময় মাইকের আওয়াজ বেশ ভাল ভাবেই শুনতে পাচ্ছি।
০৭ ই মার্চ, ২০১২ সকাল ১০:৪৩
আমি তুমি আমরা বলেছেন: ৭ই মার্চ, ২৬ শে মার্চ, ২১ শে ফেব্রুয়ারি, ৭ ই নভেম্বর, ১৫ ই আগস্ট, ১৬ ই ডিসেম্বর এরা দেশপ্রেমের নামে মাইক দিয়া সাধারন জনগনের উপ্রে নিপিড়ন চালায়।
এক্কেবারে খাটি কথা। দেশপ্রেম না, এটা হইল নিপীড়ন।
শব্দ দূষনের দায়ে মামলা করা উচিত।
সহমত।
আমি এই মন্তব্যটা লেখার সময় মাইকের আওয়াজ বেশ ভাল ভাবেই শুনতে পাচ্ছি।
৬|
০৭ ই মার্চ, ২০১২ সকাল ১০:৪৩
মাইনাস এইটিন_পন্ডিত বলেছেন: কথা সত্য।
০৭ ই মার্চ, ২০১২ সকাল ১০:৪৩
আমি তুমি আমরা বলেছেন: কমেন্টের জন্য ধন্যবাদ পন্ডিত মশাই।
৭|
০৭ ই মার্চ, ২০১২ সকাল ১০:৪৩
কালো পতাকার খোঁজে বলেছেন: বাঙ্গালী এবার লাউ ঠেলা
।
০৭ ই মার্চ, ২০১২ সকাল ১০:৪৪
আমি তুমি আমরা বলেছেন: বুঝি নাই।
৮|
০৭ ই মার্চ, ২০১২ সকাল ১০:৪৫
নিজাম বলেছেন: সত্য কথা।
০৭ ই মার্চ, ২০১২ সকাল ১০:৪৬
আমি তুমি আমরা বলেছেন: ধন্যবাদ নিজাম।
৯|
০৭ ই মার্চ, ২০১২ সকাল ১০:৪৬
শিপু ভাই বলেছেন:
ঐতিহাসিক ৭ ই মার্চ আমাদের জাতীয় ইতিহাসে এক মহান তাতপর্যময় দিন।
এই দিনে বঙ্গবন্ধুর বজ্রকন্ঠে ঘোষিত "এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম- এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম।- জয় বাংলা"- মূলত আমাদের মহান মুক্তিযুদ্ধের পূর্বাভাষ। এই ভাসনের ফলেই বাঙ্গালিরা প্রতিরোধের দিকনির্দেশনা পেয়েছে। বাঙ্গালি উজ্জিবীত হয়েছে।
আমার অফিসের সামনে যারা বঙ্গবন্ধুর ভাষন প্রচার করছে সেখানে মনে হচ্ছে মহিলা কন্ঠে কেউ ভাষন দিচ্ছে ( মাইকে সমস্যা)। থাব্রাইতে মঞ্চাইতাছে।
০৭ ই মার্চ, ২০১২ সকাল ১১:০৫
আমি তুমি আমরা বলেছেন: এই দিনে বঙ্গবন্ধুর বজ্রকন্ঠে ঘোষিত "এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম- এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম।- জয় বাংলা"- মূলত আমাদের মহান মুক্তিযুদ্ধের পূর্বাভাষ। এই ভাসনের ফলেই বাঙ্গালিরা প্রতিরোধের দিকনির্দেশনা পেয়েছে। বাঙ্গালি উজ্জিবীত হয়েছে।
সহমত।আমি ৭ই মার্চ সেলিব্রেশনের বিপক্ষে নই।কেননা নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের ইতিহাস জানতে হবে আর মুক্তিযুদ্ধের ইতিহাস বললে ৭ই মার্চের কথাও এসে পড়ে।কিন্তু তাই বলে এভাবে উচ্চস্বরে মাইকে বাজিয়ে বা রাস্তা দখল করে নয়। কন্সট্রাক্টিভ ওয়েতে।
০৭ ই মার্চ, ২০১২ সকাল ১১:০৬
আমি তুমি আমরা বলেছেন: আমার অফিসের সামনে যারা বঙ্গবন্ধুর ভাষন প্রচার করছে সেখানে মনে হচ্ছে মহিলা কন্ঠে কেউ ভাষন দিচ্ছে ( মাইকে সমস্যা)। থাব্রাইতে মঞ্চাইতাছে।
আপনের কমেন্টগুলা মিয়া এক্কেরে সেরাম।আপনের কমেন্টে প্লাস।
১০|
০৭ ই মার্চ, ২০১২ সকাল ১০:৫৪
সাকিন উল আলম ইভান বলেছেন: মাত্রা অতিরিক্ত , তবে দেইখেন আবার কোন সময় চিকনি চামেলী না বাজায় ............
০৭ ই মার্চ, ২০১২ সকাল ১১:০৮
আমি তুমি আমরা বলেছেন: চিকনি চামেলী বাজানোর সাহস পাবে না।আজকের দিনে মাইকে চিকনি চামেলী বাজাইলে কঠিন গদাম খাবে।
১১|
০৭ ই মার্চ, ২০১২ সকাল ১০:৫৮
ফয়সল মাহমুদ বলেছেন: দেশ এখন শেখ মুজিবময়। তার নামে মাদলি বানাইয়া গলায় ঝুলাইতে মুন্চায়
০৭ ই মার্চ, ২০১২ সকাল ১১:১২
আমি তুমি আমরা বলেছেন: দোষটা তো আর শেখ মুজিবের না।তিনি তো নিশ্চয়ই প্রতিবছর তার ভাষণ মাইকে বাজাতে বলেন নাই। সমস্যা হইল আওয়ামীলীগের এইসব অতি ভক্ত চোরেরা, আওয়ামীলীগের দুর্দিনে যাদের খুজেও পাওয়া যাবে না অথচ সময় সুযোগমত নিজের আখের এরা ঠিকই গুছিয়ে নেবে। এদের থামানোর সময় এখনই।
১২|
০৭ ই মার্চ, ২০১২ সকাল ১১:১৮
আবুল হাসান নূরী বলেছেন: স্বাধীনতার পর থেকে '৭৫ সাল পর্যন্ত বঙ্গবন্ধু জীবিত থাকা অবস্থায় ৭ই মার্চ তার এই ভাষণটি কি এখনকার মত মাইকে বাজানো হোত?
০৭ ই মার্চ, ২০১২ সকাল ১১:২৬
আমি তুমি আমরা বলেছেন: ভাল পয়েন্ট বের করছেন। জানিনা। তখন বঙ্গবন্ধুকে নিয়ে এত বাড়াবাড়ি হোত বলে তো শুনি নাই।
১৩|
০৭ ই মার্চ, ২০১২ সকাল ১১:৫৫
লিঙ্কনহুসাইন বলেছেন: বাড়াবাড়ি কোন কিছুই ভালা না
০৭ ই মার্চ, ২০১২ সকাল ১১:৫৭
আমি তুমি আমরা বলেছেন: সহমত।
১৪|
০৭ ই মার্চ, ২০১২ দুপুর ১২:৩৯
গুপ্তঘাতক007 বলেছেন: বাঙ্গালীর দেশপ্রেম,ইমান এইসব বিশেষ বিশেষ দিনেই শুধু চাগায়া উঠে,সেইটাও আবার যতসব চোর,বাটপার,জোচ্চর আছে শুধু ওই গুলারই!
০৭ ই মার্চ, ২০১২ দুপুর ১২:৪৮
আমি তুমি আমরা বলেছেন: সহমত।
১৫|
০৭ ই মার্চ, ২০১২ দুপুর ১:০০
নরসিংদীর পোলা। বলেছেন: স্বাধীনতার পর থেকে '৭৫ সাল পর্যন্ত বঙ্গবন্ধু জীবিত থাকা অবস্থায় ৭ই মার্চ তার এই ভাষণটি কি এখনকার মত মাইকে বাজানো হোত?
জানতে মঞ্চায়।
০৭ ই মার্চ, ২০১২ দুপুর ১:২০
আমি তুমি আমরা বলেছেন: লেখক বলেছেন: ভাল পয়েন্ট বের করছেন। জানিনা। তখন বঙ্গবন্ধুকে নিয়ে এত বাড়াবাড়ি হোত বলে তো শুনি নাই।
১৬|
০৭ ই মার্চ, ২০১২ দুপুর ১:৪৬
শিবলী১২৩ বলেছেন: দেশ স্বাধীন হবার পর বঙ্গবন্ধু বলেছেন " দেশ স্বাধীন হলে মানুষ পায় সোনার খনি-হীরার খনি, আর আমি পেয়েছি একদল চোর আর চাটার খনি"
সেই চোর আর চাটার দল তো এখনো মরে নাই, বাচ্চা কাচ্চা পয়দা করে সংখ্যায় বেড়েই চলেছে। বঙ্গবন্ধু আর জিয়া দুজন প্রয়াত মহান নেতাকে নির্লজ্জভাবে ব্যবহার করে তাদের উত্তরসূরীরা আজ দেশকে চুষে চুষে খাচ্ছে।
০৭ ই মার্চ, ২০১২ দুপুর ২:০৪
আমি তুমি আমরা বলেছেন: সেই চোর আর চাটার দল তো এখনো মরে নাই, বাচ্চা কাচ্চা পয়দা করে সংখ্যায় বেড়েই চলেছে। বঙ্গবন্ধু আর জিয়া দুজন প্রয়াত মহান নেতাকে নির্লজ্জভাবে ব্যবহার করে তাদের উত্তরসূরীরা আজ দেশকে চুষে চুষে খাচ্ছে।
পুরাই সহমত।
১৭|
০৮ ই মার্চ, ২০১২ রাত ২:৩৪
স্বাধীকার বলেছেন:
বঙ্গবন্ধুর ভাষণ আমাদের ইতিহাসের অংশ। কিন্তু এই ইতিহাস যদি কাউকে জোর করে পড়ানোর দায় পড়ে, তখন পাঠক আর উৎসাহ পায়না। বঙ্গবন্ধুকে যতভাবে ব্যবহার করা যায়-তার সর্বশেষটা করছে বর্তমানের দলবাজরা। আগামীতে সিটি কর্পোরেশন নির্বাচন-ধারণা করছি সেটাকে মাথায় রেখেই এই আদিখ্যাতা।
অথচ বঙ্গবন্ধুর নির্মম হত্যাকান্ডের পর, গত আর্মিটেকার সরকার কর্তৃক শেখ হাসিনা গ্রেফতারের পর কোনো চ্যালাকে দেখিনি রাস্তায় নেমে প্রতিবাদ করতে, কিংবা একবেলা রোদে দাড়িয়ে থেকে দুঃখ প্রকাশ করতে। এখন দল ক্ষমতায় সব চাটার দল এক মিছিলে, এক কাতারে-সবার টার্গেট এই ভাষণ, নিজেদের ভূষণ আর নেতাদের তোষণের মধ্য দিয়ে এমন কিছু উপার্জন করা, যাতে আগামীতে সরকারে না থাকলেও বিদেশে বসে কিংবা দেশেই হাইবারনেশনে থাকা যায় ভালোভাবে। তাই আখের গোছানী এসব মহড়ায় তিষ্ঠ জনতা এসব যজ্ঞকে নিপীড়নই ভাবছে।
দোষে গুণে মানুষ বঙ্গবন্ধু এত মানুষের ভালোবাসা পান, নিশ্চয় তিনি সৃষ্টিকর্তারও অনুগ্রহ লাভ করবেন।
ভালো থাকবেন।
০৮ ই মার্চ, ২০১২ দুপুর ২:২৫
আমি তুমি আমরা বলেছেন: দোষে গুণে মানুষ বঙ্গবন্ধু এত মানুষের ভালোবাসা পান, নিশ্চয় তিনি সৃষ্টিকর্তারও অনুগ্রহ লাভ করবেন।
দারুণ লাগল আপনার এই কথাটা।
ভাল থাকবেন
১৮|
০৮ ই মার্চ, ২০১২ দুপুর ২:৫৮
ব্লুম্যাজিক বলেছেন: কথা খাঁটি। যারা আমাগো মত আম জনতারে কস্ট দেয়... তাগও উপর কইলাম ঠাডা পরবো।
০৮ ই মার্চ, ২০১২ বিকাল ৫:৩৫
আমি তুমি আমরা বলেছেন: যারা আমাগো মত আম জনতারে কস্ট দেয়... তাগও উপর কইলাম ঠাডা পরবো।
আপনার দোয়া কবুল হোক।
১৯|
০৮ ই মার্চ, ২০১২ বিকাল ৩:১২
আহমাদ জাদীদ বলেছেন: আসলে শেখ মুজিব আর জিয়াউর রহমানকে তাঁদের নিজ নিজ দল মোটেও মানেনা......টিস্যু পেপারের মত তাঁদের নামটা ব্যবহার করে মাত্র......
০৮ ই মার্চ, ২০১২ বিকাল ৫:৩৬
আমি তুমি আমরা বলেছেন: একদম ঠিক বলেছেন।
অঃ টঃ আপনার প্রোপিকের মানে কি? কিসের ছুটি শেষ?
২০|
০৮ ই মার্চ, ২০১২ বিকাল ৪:১৪
দূর্যোধন বলেছেন: লেখকের ক্ষোভের কারনটা বুঝতে পারছি।
মন্তব্যকারী কারো কারোরটাও ।
০৮ ই মার্চ, ২০১২ বিকাল ৫:৩৭
আমি তুমি আমরা বলেছেন: ধন্যবাদ আমাদের কষ্টটা বুঝতে পারার জন্য।
২১|
০৮ ই মার্চ, ২০১২ বিকাল ৪:৩২
প্রিন্স অফ ব-দ্বীপ বলেছেন: ভাই সাধারন মানুষ যে গালি কালকে আওয়ামিলীগকে দিয়েছে তা যদি ভোটে নেওয়া যায় তাহলে আওয়ামিলীগ গো হারা হারবে এটা নিশ্চিত। আমার একটা পোস্ট ছিল। একটু পরবেন। ধন্যবাদ। ক্লিক লিঙ্ক
০৮ ই মার্চ, ২০১২ বিকাল ৫:৩৭
আমি তুমি আমরা বলেছেন: কমেন্টের জন্য ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
০৭ ই মার্চ, ২০১২ সকাল ১০:২২
মোহাম্মদহারুন বলেছেন: পোষ্টটি সরিয়ে নিতে ব্লগার কে অবেদন রইল।