নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
লেখার সর্বস্বত্ব সংরক্ষিত।আমার অনুমতি ছাড়া এই ব্লগের লেখা কোথাও প্রকাশ করা যাবে না।
সময়টা সম্ভবত ২০০৯ এর শেষ কিংবা ২০১০ এর শুরুর দিককার ঘটনা।
এর আগে ইন্টারনেট সংযোগ আমার ছিল না।প্রয়োজন হলে সিনিয়র রুমমেটের পিসিতে বসতাম। যে সময়টার কথা বলছি তখন বারেক ভাই মাত্র পাস করে রুম ছেড়েছেন। সাথে চলে গেছে তার কম্পীউটার, তার ইন্টারনেট সংযোগ আর আমার ফ্রী ব্রাউজিং
ততদিনে অবস্থা এমন নেট ছাড়া আমার চলেই না। তাই নিজের পকেটের পয়সা খরচ করে অবশেষে ইন্টারনেট সংযোগ নিয়ে নিলাম।
তখনও ওয়াইম্যাক্স কিংবা ওয়াইফাইয়ের যুগ আসেনি।হাতে হাতে ল্যাপটপ কিংবা স্মার্টফোনও তখন দেখা যেত না। ইন্টারনেট ব্যবহারের জন্য একটি ডেস্কটপ আর ব্রডব্যান্ডই ছিল ভরসা।
বুয়েটের ব্রডব্যান্ড প্রোভাইডার ছিল ব্রেকনেট। তাদের মূল সুবিধা ছিল বিশাল LAN(Local Area Networking) কানেকশান। ব্রেকনেটের গ্রাহকদের কম্পিউটারগুলো ল্যানের মাধ্যমে পরস্পরের সাথে সংযুক্ত থাকত।কোন কম্পিউটার থেকে একটি ফাইল শেয়ার করা হলে তা ওই নেটওয়ার্কে যুক্ত অন্য যেকোন কম্পিউটার থেকে একসেস করা যেত।
বুয়েট লাইফে এক আশীর্বাদ ছিল এই ল্যান। একদা মানুষ পেন্ড্রাইভ দিয়ে ফাইল শেয়ার করত। ল্যান যুগের আগমনে পেন্ড্রাইভের প্রয়োজন ফুরিয়েছিল।কোন ফাইলের দরকার হলেই বন্ধুকে বলি ল্যানে শেয়ার দে, ল্যান থেকে নামায় নিব। হোক সেটা একাডেমিক কিছু অথবা মুভি কিংবা গান। এমনকি নিজের বিছানা থেকে উঠে রুমমেটের পিসি থেকেও কিছু নিতাম না। বলতাম ল্যানে শেয়ার দাও।
তাই বলা বাহুল্য, ল্যানে পোলাপান কেবল একাডেমিক জিনিসপাতি বা মুভি-গান নয়, আরো অনেক কিছুই শেয়ারে দিত
একদিন।
ক্লাস শেষে মাত্র রুমে এসছি।শরীরটা বিছানায় ছেড়ে দিয়েই অন করলাম কম্পিউটার, ঢুকে পড়লাম ল্যানে।
আইপি এড্রেস ধরে এক কম্পিউটার থেকে আরেক কম্পিউটারে ঘুরছি, আমার শকুনের চোখ ঘুরছে ফোল্ডার থেকে ফোল্ডারে।হঠাত একটা ফোল্ডারে চোখ আটকে গেল।
NAUGHTY AMERICA 2009!!! :#> :!>
তাড়াতাড়ি ডাবল ক্লিক করে ঢুকে পড়লাম ভিতরে।
কিন্তু এ কি।
এখানেতো কোন ভিডিও ফাইল নেই। আছে কেবল একটি নোটপ্যাড ফাইল।
অনেকেই তখন এ কাজ করত। মূল ফাইল না রেখে নোটপ্যাডে কেবল ডাউনলোড লিংকটা লিখে রাখত।
আচ্ছা, ডাউনলোড লিংক-ই সই।
ডাবল ক্লিক করলাম নোটপ্যাড ফাইলটায়।
পুরাই ধরা।
কোন ডাউনলোড লিংক দেয়া নাই। কোন মুরাদ টাকলা লিখে রাখছে, Vai, MURI to khailen
===============================================
বুয়েট নিয়ে আরো কিছু মজার ঘটনাঃ
বুয়েট: যখন মনে হয় কেউ আমারে মাইরালা
বুয়েটের এক স্মার্ট শিক্ষক ও তার পিছনে আমার ঘুরার গল্প
পৈশাচিক প্রতিশোধ
বুয়েটের Kung fu Panda
একটি আঠারো প্লাস মুড়ি খাওয়ার গল্প
২| ০৫ ই অক্টোবর, ২০১৪ রাত ৮:৪২
হামিদ আহসান বলেছেন: পুরাই ধরা।
০৬ ই অক্টোবর, ২০১৪ রাত ১০:০৫
আমি তুমি আমরা বলেছেন: কি যে বলেন। ফ্রী মুড়ি খাইছিলাম না
৩| ০৫ ই অক্টোবর, ২০১৪ রাত ৯:১৪
মামুন রশিদ বলেছেন: কট বিহাইন্ড
০৬ ই অক্টোবর, ২০১৪ রাত ১০:০৬
আমি তুমি আমরা বলেছেন:
৪| ০৬ ই অক্টোবর, ২০১৪ রাত ১:৩২
আবু শাকিল বলেছেন: মুড়ির সাথে মিঠাই ছিল ।
০৬ ই অক্টোবর, ২০১৪ রাত ১০:০৮
আমি তুমি আমরা বলেছেন: খালি আপনেই বুঝলেন
৫| ০৬ ই অক্টোবর, ২০১৪ রাত ১:৩৪
প্রবাসী পাঠক বলেছেন: ক্লিন বোল্ড।
ঈদ মোবারক।
০৬ ই অক্টোবর, ২০১৪ রাত ১০:০৯
আমি তুমি আমরা বলেছেন: আপনাকেও ঈদের শুভেচ্ছা প্রবাসী পাঠক
৬| ০৬ ই অক্টোবর, ২০১৪ বিকাল ৪:৪৩
অপূর্ণ রায়হান বলেছেন: লুল রে লুল !
ঈদ মুবারক ভ্রাতা
০৬ ই অক্টোবর, ২০১৪ রাত ১০:১২
আমি তুমি আমরা বলেছেন: লুল রে লুল !পুরাই লুল!
কস্কি মমিন, সবই ভুল!!!
আপনাকেও ঈদের শুভেচ্ছা ভ্রাতা !
৭| ০৬ ই অক্টোবর, ২০১৪ রাত ১১:২২
কলমের কালি শেষ বলেছেন: চমৎকার মজা পেলুম ।
০৭ ই অক্টোবর, ২০১৪ রাত ১২:২২
আমি তুমি আমরা বলেছেন:
৮| ০৭ ই অক্টোবর, ২০১৪ বিকাল ৪:৩৮
বোকা মানুষ বলতে চায় বলেছেন:
ভাই ব্যাপক মজা পাইছি। আচ্ছা একটা প্রশ্ন, "মুড়ি কি জিনিষ?"
০৯ ই অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৭:০৬
আমি তুমি আমরা বলেছেন: দেখে নিন। এখানে ব্যাপক মুড়ি খাওয়াখাওয়ি হচ্ছে।
৯| ০৭ ই অক্টোবর, ২০১৪ বিকাল ৪:৪১
বোকা মানুষ বলতে চায় বলেছেন:
ভাই ব্যাপক মজা পাইছি। আচ্ছা একটা প্রশ্ন, "মুড়ি কি জিনিষ?"
১০| ০৭ ই অক্টোবর, ২০১৪ বিকাল ৪:৪৩
বোকা মানুষ বলতে চায় বলেছেন:
ভাই ব্যাপক মজা পাইছি। আচ্ছা একটা প্রশ্ন, "মুড়ি কি জিনিষ?"
১১| ০৭ ই অক্টোবর, ২০১৪ বিকাল ৫:১৮
বোকা মানুষ বলতে চায় বলেছেন:
ভাই ব্যাপক মজা পাইছি। আচ্ছা একটা প্রশ্ন, "মুড়ি কি জিনিষ?"
১২| ০৭ ই অক্টোবর, ২০১৪ বিকাল ৫:২৩
বোকা মানুষ বলতে চায় বলেছেন:
ভাই ব্যাপক মজা পাইছি। আচ্ছা একটা প্রশ্ন, "মুড়ি কি জিনিষ?"
১৩| ০৭ ই অক্টোবর, ২০১৪ রাত ৮:৫৮
বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
০৯ ই অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৭:০৭
আমি তুমি আমরা বলেছেন:
১৪| ০৭ ই অক্টোবর, ২০১৪ রাত ৯:০৩
বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
১৫| ০৭ ই অক্টোবর, ২০১৪ রাত ৯:১০
বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
১৬| ০৮ ই অক্টোবর, ২০১৪ সকাল ৯:০৭
এহসান সাবির বলেছেন: ঈদের শুভেচ্ছা রইল।
০৯ ই অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৭:০৮
আমি তুমি আমরা বলেছেন: আপনাকেও ঈদ মুবারাক ভ্রাত
১৭| ১২ ই অক্টোবর, ২০১৪ বিকাল ৩:২৫
হাসান মাহবুব বলেছেন:
১২ ই অক্টোবর, ২০১৪ রাত ৮:১৭
আমি তুমি আমরা বলেছেন:
১৮| ১২ ই অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৬:৩৪
সুমন কর বলেছেন: খাইলেন তো ধরা
১২ ই অক্টোবর, ২০১৪ রাত ৮:২৩
আমি তুমি আমরা বলেছেন: তারপরও ভাই, মুড়ি খাওয়ার সেইসব দিন অসাধারন ছিল
১৯| ১২ ই অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৬:৪৩
বিদ্রোহী ভৃগু বলেছেন: ধূর ! এখন কি দিন আইলৌ হাতে সব গড়াগড়ি খায় তবু ক্লিক করতে ইচ্ছা করে না
লুকিয়ে চুরিয়ে ..মুড়ি খাওয়ার দিনই ভাল ছিল মচমচে, কুড়মুড়ে
১২ ই অক্টোবর, ২০১৪ রাত ৮:২৬
আমি তুমি আমরা বলেছেন: একদম মনের কথাটা বলেছেন। হাতের কাছেই এখন কত কি গড়াগড়ি খায়, অথচ সামান্য এক্টা ক্লিক করার ইচ্ছাও জাগে না। লুকিয়ে-চুড়িয়ে দেখার, মুড়ি খাওয়ার সেইসব দিনই অসাধারন ছিল
২০| ১২ ই অক্টোবর, ২০১৪ রাত ৯:১৭
নাসরিন চৌধুরী বলেছেন: হা হা হা বেশ ভাল একটা কৌতুক হয়ে গেল। হাসিই থামাতে পারছিনা।
১২ ই অক্টোবর, ২০১৪ রাত ৯:৩৭
আমি তুমি আমরা বলেছেন:
২১| ১৩ ই অক্টোবর, ২০১৪ রাত ২:২৭
রবিন মিলফোর্ড বলেছেন:
হে হে !
পুরাই তো বোল্ড হইয়া গেলেন । একটু বেশিই মজা পাইলাম ।
১৩ ই অক্টোবর, ২০১৪ সকাল ১০:২৮
আমি তুমি আমরা বলেছেন:
অনেকদিন পর। খবর কি আপনার?
২২| ১৭ ই অক্টোবর, ২০১৪ ভোর ৫:১৬
অপ্রতীয়মান বলেছেন:
যে কাজটা করছে সে পুলাপাইনের সাইকোলজি ঠিকই ধরতে পারছিল ঐ সময়েই
১৭ ই অক্টোবর, ২০১৪ দুপুর ১২:৩১
আমি তুমি আমরা বলেছেন: সেটাই।সে জানতো বলেই ইচ্ছা করেই ফাতরামীটা করেছিল
২৩| ১৭ ই অক্টোবর, ২০১৪ সকাল ৯:১০
তুষার কাব্য বলেছেন: পুরাই কট
১৭ ই অক্টোবর, ২০১৪ দুপুর ১২:৩২
আমি তুমি আমরা বলেছেন:
২৪| ১৭ ই অক্টোবর, ২০১৪ বিকাল ৪:৫৪
আমি সাজিদ বলেছেন: বদ্দা মুড়ি খাইয়ুন ।
এডিল্লে খালি ফোল্ডার লইয়েরে অ্যাঁর এক্সপেরিয়েন্সও কম ন।
১৭ ই অক্টোবর, ২০১৪ বিকাল ৫:১২
আমি তুমি আমরা বলেছেন: মুড়ি খাইতি বঅর ফোয়াদ। আইয়ু, বেয়াকগুনে মিলিয়েরে মুড়ি খাইয়ুম
ফোল্ডার লইয়েরে তোয়ার কি ঘটনা আছে? আরা বেয়াকগুনে ফুইন্তাম চাই
©somewhere in net ltd.
১| ০৫ ই অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৭:২৮
আমি তুমি আমরা বলেছেন: আহ, মুড়ি খাওয়ার সেইসব দিনগুলো