নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
লেখার সর্বস্বত্ব সংরক্ষিত।আমার অনুমতি ছাড়া এই ব্লগের লেখা কোথাও প্রকাশ করা যাবে না।
♣♣♣♣THE EXCHANGE♣♣♣♣
একদিন পথে এক গরীব কবি ও এক ধনী অপদার্থের দেখা হল। তাদের মধ্যে কথা হল, কিন্তু তা ছিল মূলত নিজেদের না পাওয়া আর অপূর্নতা নিয়ে।
এক ফেরেশতা সেই রাস্তা দিয়ে যাচ্ছিলেন। দুজনের কথা শুনে তিনি তাদের কাধে হাত রাখলেন আর সাথে সাথে দুজনের অবস্থা নিজেদের মধ্যে পরিবর্তন হয়ে গেল।
এবার দুজন নিজ নিজ রাস্তায় চলে গেল।বিস্ময়ের ব্যাপার, কবি নিজের হাতের দিকে চেয়ে শুকনো ধুলো ছাড়া আর কিছুই পেল না।আর সেই অপদার্থ চোখ বন্ধ করে তার হৃদয়ে পেল শুধুই সাদা মেঘ।
♣♣♣♣LOVE AND HATE♣♣♣♣
একটি মেয়ে একটি ছেলেকে বলল, আমি তোমাকে ভালবাসি।
ছেলেটি জবাব দিল, তাহলে আমার হৃদয় তোমার ভালবাসার উপযুক্ত হোক।
এই কথা শুনে মেয়েটি জানতে চাইল, তুমি আমায় ভালবাস না?
ছেলেটি কিছু বলল না।কেবল মেয়েটির চেয়ে একটু হাসল।
তাই দেখে মেয়েটি কেদে উঠল, আমি তোমাকে ঘৃনা করি।
ছেলেটি জবাব দিল, তাহলে আমার হৃদয় তোমার ঘৃনার উপযুক্ত হোক।
♣♣♣♣DREAMS♣♣♣♣
এক লোক একটা স্বপ্ন দেখল। জেগে উঠেই সে এক জ্ঞানী ব্যক্তির কাছে গেল। স্বপ্নের বিস্তারিত বর্ননা দিয়ে সে এই স্বপ্নের ব্যাখ্যা জানতে চাইল।
জ্ঞানী জবাব দিলেন, তুমি জেগে থেকে যেসব স্বপ্ন দেখ সেগুলো নিয়ে আমার কাছে এসো, আমি বুঝিয়ে বলব। কিন্তু ঘুমিয়ে যেসব স্বপ্ন দেখ সেগুলো না তোমার কল্পনা, না সেগুলো ব্যাখ্যার মত জ্ঞান আমার আছে।
♣♣♣♣THE RED EARTH♣♣♣♣
একটা বৃক্ষ এক ব্যক্তিকে বলল, আমার শেকড় এই পৃথিবীর অভ্যন্তরে আর আমি তোমাকে আমার ফল দেব।
লোকটা বৃক্ষকে জবাব দিল, তোমার আর আমার মাঝে কি দারুন মিল।আমার শেকড়ও এই পৃথিবীর অভ্যন্তরে।পৃথিবী থেকে পুষ্টি নিয়ে তুমি আমার জন্য ফল ফলাও আর পৃথিবী আমাকে শিক্ষা দেয় কতজ্ঞতার সাথে সেই ফল তোমার কাছ থেকে গ্রহন করতে।
♣♣♣♣SEVENTY♣♣♣♣
এক তরুন কবি রানীকে বলল, আমি আপনাকে ভালবাসি।
রানী জবাব দিলেন, প্রিয় সন্তান, আমিও তোমাকে ভালবাসি।
কিন্তু আমি আপনার সন্তান নই। আমি একজন পুরুষ আর আমি আপনাকে ভালবাসি।
রানী হেসে বললেন, আমার ছেলেমেয়ে আছে, তাদেরও ছেলেমেয়ে আছে এবং আমার ছেলের এক ছেলে বয়সে তোমার চেয়ে বড়।
কবি জবাব দিল, তবুও আমি আপনাকে ভালবাসি।
এর কিছুদিন পরেই রানীর মৃত্যু হল।নিজের শেষ সময়ে রানী তার হৃদয়কে বললেন, প্রিয়তম, আমার প্রিয় তরুন কবি, নিশ্চয়ই আমরা কোনদিন একদিন কোন এক পৃথিবীতে মিলিত হব। সেদিন আমার বয়স সত্তর হবে না।
♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦
আমার অনুবাদ করা কাহলিল জিবরানের আরো কিছু গল্পঃ
১.অনুবাদ গল্পঃ কাহলিল জিবরানের গল্প-১: The Field of Zaad
২.অনুবাদ গল্পঃ কাহলিল জিবরানের গল্প-২: The Eagle and the Skylark
৩.অনুবাদ গল্পঃ কাহলিল জিবরানের গল্প-৩: The King
৪.অনুবাদ গল্পঃ কাহলিল জিবরানের গল্প-৪: History and the Nation
৫.অনুবাদ গল্পঃ কাহলিল জিবরানের গল্প-৫: She Who Was Deaf
৬.অনুবাদ গল্পঃ কাহলিল জিবরানের গল্প-৬: Lady Ruth
৭.অনুবাদ গল্পঃ কাহলিল জিবরানের গল্প-৭: SATAN
৮.অনুবাদ গল্পঃ কাহলিল জিবরানের গল্প-৮: THE KING OF ARADUS
৯.অনুবাদ গল্পঃ কাহলিল জিবরানের দুইটি গল্প
১০.অনুবাদ গল্পঃ কাহলিল জিবরানের তিনটি গল্প-১
১১.অনুবাদ গল্পঃ কাহলিল জিবরানের তিনটি গল্প-২
১২.অনুবাদ গল্পঃ কাহলিল জিবরানের তিনটি গল্প-৩
১৩.অনুবাদ গল্পঃ কাহলিল জিবরানের তিনটি গল্প-৪
১৪.অনুবাদ গল্পঃ কাহলিল জিবরানের চারটি গল্প
১৫.অনুবাদ গল্পঃ কাহলিল জিবরানের পাঁচটি গল্প-১
১৬.অনুবাদ গল্পঃ কাহলিল জিবরানের পাঁচটি গল্প-২
১৭.অনুবাদ গল্পঃ কাহলিল জিবরানের পাঁচটি গল্প-৩
১৮.অনুবাদ গল্পঃ কাহলিল জিবরানের পাঁচটি গল্প-৪
০৫ ই জানুয়ারি, ২০১৫ সকাল ১১:৩৯
আমি তুমি আমরা বলেছেন: ধন্যবাদ প্রিয় বিদ্রোহী ভৃগু।
অঃ টঃ ভৃগু মানে কি?
২| ০৫ ই জানুয়ারি, ২০১৫ সকাল ১১:৩৮
আমি তুমি আমরা বলেছেন: নতুন বছরের প্রথম পোস্ট। কাহলিল জিবরানের আরো পাঁচটি গল্প।
০৫ ই জানুয়ারি, ২০১৫ সকাল ১১:৩৯
আমি তুমি আমরা বলেছেন:
৩| ০৫ ই জানুয়ারি, ২০১৫ সকাল ১১:৫৭
বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
বরাবরের মতোই চমৎকার।
নতুন বছরের শুভেচ্ছা। দ্বিতীয় ভালা লাগা আমার।
০৫ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:০৫
আমি তুমি আমরা বলেছেন: ধন্যবাদ প্রিয় বঙ্গভূমির রঙ্গমেলায়
নতুন বছরের শুভেচ্ছা।
৪| ০৫ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ১:০১
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: অনেক অনেক ধন্যবাদ।
০৫ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ১:০৪
আমি তুমি আমরা বলেছেন: ধন্যবাদ প্রিয় ব্লগার
৫| ০৫ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ১:২৫
তাহসিনুল ইসলাম বলেছেন: ভালো লাগলো।
০৫ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ১:৩১
আমি তুমি আমরা বলেছেন: ধন্যবাদ তাহসিনুল
৬| ০৫ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ১:২৮
আবু শাকিল বলেছেন: চমৎকার সিরিজ চলছে।
ভালা লাগা জানিয়ে গেলাম।
হ্যেপি নিউ ইয়ার
০৫ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ১:৩২
আমি তুমি আমরা বলেছেন: ধন্যবাদ প্রিয় ব্লগার। আপনারা সাথে থাকলে সিরিজ চলতে থাকবে ইন শা আল্লাহ
আপনাকেও নতুন বছরের শুভেচ্ছা
৭| ০৫ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ১:৩০
চিরতার রস বলেছেন: গল্পগুলি দারুণ। এই ভদ্রলোক দেখি ছোট ছোট গল্প লিখতে পটু ছিলেন
০৫ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ১:৩৫
আমি তুমি আমরা বলেছেন: গল্পগুলো আসলেই চমৎকার। যদি মূল গল্পের মত করে উপস্থাপন করতে পারতাম তাহলে গল্পগুলো আরো সুখপাঠ্য হত।
কাহলিল জিবরান এধরনের ছোট ছোট গল্প লেখার ক্ষেত্রে মোটামুটি লিজেন্ড ছিলেন। সামনে আরো গল্প অনুবাদের ইচ্ছা আছে। আশা করি সাথে থাকবেন
৮| ০৫ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ২:২৪
সুমন কর বলেছেন: আমার কাছে, এবারের গল্পগুলো তেমন ভাল লাগেনি।
০৫ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৩:১০
আমি তুমি আমরা বলেছেন: হুম্ম। অনুবাদক হিসেবে এটা আমার ব্যর্থতা। আগামীবার অনুবাদ ও গল্প নির্বাচন-দুটোতেই আরো সতর্ক হব
৯| ০৫ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৩:১৮
অঘটনঘটনপটীয়সী বলেছেন: সুন্দর
০৫ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৪:০৩
আমি তুমি আমরা বলেছেন: ধন্যবাদ প্রিয় ব্লগার
১০| ০৫ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৩:৪৩
আল ইফরান বলেছেন: ভালো লাগলো
০৫ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৪:০৪
আমি তুমি আমরা বলেছেন: আপনার ভাল লেগেছে জেনে খুশি হলাম
১১| ০৫ ই জানুয়ারি, ২০১৫ রাত ৯:২৪
এহসান সাবির বলেছেন: রানী হেসে বললেন, আমার ছেলেমেয়ে আছে, তাদেরও ছেলেমেয়ে আছে এবং আমার ছেলের এক ছেলে বয়সে তোমার চেয়ে বড়।
কবি জবাব দিল, তবুও আমি আপনাকে ভালবাসি।
এর কিছুদিন পরেই রানীর মৃত্যু হল।নিজের শেষ সময়ে রানী তার হৃদয়কে বললেন, প্রিয়তম, আমার প্রিয় তরুন কবি, নিশ্চয়ই আমরা কোনদিন একদিন কোন এক পৃথিবীতে মিলিত হব। সেদিন আমার বয়স সত্তর হবে না।
ভালো লেগেছে সব গুলি।
০৬ ই জানুয়ারি, ২০১৫ রাত ৯:৪৩
আমি তুমি আমরা বলেছেন: আপনার ভাল লেগেছে জেনে খুশি হলাম।মন্তব্যের জন্য ধন্যবাদ প্রিয় এহসান
১২| ০৬ ই জানুয়ারি, ২০১৫ রাত ১২:০৬
জাবের তুহিন বলেছেন: ভালো লাগলো । তা মূল লিখা কোথা থেকে সংগ্রহ করেন ?
০৬ ই জানুয়ারি, ২০১৫ রাত ৯:৪৫
আমি তুমি আমরা বলেছেন: জিবরানের গল্প নিয়ে অনেক ওয়েবসাইটই আছে। আপনাকে একটার লিংক দিলাম
১৩| ০৬ ই জানুয়ারি, ২০১৫ রাত ১২:১৩
কলমের কালি শেষ বলেছেন: অনেক কৃতজ্ঞতা সুন্দর সুন্দর গল্পগুলো অনুবাদ করে পড়ার সুযোগ করে দেওয়ার জন্য ।++++++
০৬ ই জানুয়ারি, ২০১৫ রাত ৯:৪৭
আমি তুমি আমরা বলেছেন: ধন্যবাদ প্রিয় কলমের কালি শেষ
১৪| ০৬ ই জানুয়ারি, ২০১৫ ভোর ৫:৪৯
অপ্রতীয়মান বলেছেন: চমৎকার
++++
০৬ ই জানুয়ারি, ২০১৫ রাত ৯:৫৩
আমি তুমি আমরা বলেছেন: ধন্যবাদ
১৫| ০৬ ই জানুয়ারি, ২০১৫ সকাল ৭:৩৬
জাফরুল মবীন বলেছেন: কাহলিল জিবরানের ছোট গল্পগুলো পড়ার সুযোগ করে দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
০৬ ই জানুয়ারি, ২০১৫ রাত ৯:৫৪
আমি তুমি আমরা বলেছেন:
১৬| ০৬ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ২:৩৭
হাসান মাহবুব বলেছেন: অদ্ভুত।
০৬ ই জানুয়ারি, ২০১৫ রাত ৯:৫৫
আমি তুমি আমরা বলেছেন: গল্পগুলো অদ্ভূত সুন্দর নাকি কাহলিল জিবরান অদ্ভুত প্রতিভা?
১৭| ০৬ ই জানুয়ারি, ২০১৫ রাত ১০:০৫
জাবের তুহিন বলেছেন: ধন্যবাদ
০৬ ই জানুয়ারি, ২০১৫ রাত ১০:৪৬
আমি তুমি আমরা বলেছেন:
১৮| ০৭ ই জানুয়ারি, ২০১৫ রাত ৩:৪৮
ডি মুন বলেছেন:
সবগুলোই সুন্দর।
তবে ড্রিমস টা আমার খুব বেশী ভালো লাগল।
++++
শুভেচ্ছা রইলো
ভালো থাকুন
০৮ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ১:১৮
আমি তুমি আমরা বলেছেন: ধন্যবাদ প্রিয় ব্লগার। ড্রিমস আসলেই অর্থবহ গল্প
১৯| ০৭ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ২:১১
নীল আতঙ্ক বলেছেন: আপনার অনুবাদ সুন্দর............ খুব ভালো লেগে পড়তে।
আগেও অনেক গুলো পোস্ট পড়েছি আপনার...... তখন কমেন্ট করার অনুমতি ছিল না।
এক সাথে তাই সব গুলো লেখার জন্য ধন্যবাদ জানিয়ে গেলাম ভাইয়া
০৮ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ১:২১
আমি তুমি আমরা বলেছেন: মন্তব্য করার অনুমতি পেয়েছেন মানেতো জেনারেল হয়েছেন। জেনারেল মুবারক। আশা করছি আপনাকে ব্লগে নিয়মিত পাব
২০| ০৮ ই জানুয়ারি, ২০১৫ সকাল ১০:৪০
রেজওয়ানা আলী তনিমা বলেছেন: ড্রিম আর রেড আর্থটা মন ছুঁয়ে গেল। অসাধারন ।শুভেচ্ছা রইলো।
০৮ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ১:২৪
আমি তুমি আমরা বলেছেন: ধন্যবাদ তনিমা। আপনার ভাল লেগেছে জেনে খুশি হলাম
২১| ১০ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৫:৫২
নেক্সাস বলেছেন: আপনার অনুবাদগুলো অনেক সুন্দর।
১০ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৫:৫৪
আমি তুমি আমরা বলেছেন: ধন্যবাদ প্রিয় ব্লগার
২২| ১১ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৪:২৪
তুষার কাব্য বলেছেন: চমৎকার সিরিজ ।
শুভেচ্ছা রইলো ....
১১ ই জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:২১
আমি তুমি আমরা বলেছেন: ধন্যবাদ প্রিয় ব্লগার
©somewhere in net ltd.
১| ০৫ ই জানুয়ারি, ২০১৫ সকাল ১১:৩৮
বিদ্রোহী ভৃগু বলেছেন: সুন্দর!!!!!!!!!!!