|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 আমি তুমি আমরা
আমি তুমি আমরা
	লেখার সর্বস্বত্ব সংরক্ষিত।আমার অনুমতি ছাড়া এই ব্লগের লেখা কোথাও প্রকাশ করা যাবে না।
♣♣♣♣THE TWO PRINCESSES♣♣♣♣ 
বহুদিন আগে শাওয়াকিস রাজ্যে এক রাজকুমার বাস করতেন। নারী-পুরুষ-শিশু নির্বিশেষে সবাই তাকে ভালবাসত। এমনকি বনের পশুপাখিরাও রাজকুমারের প্রতি নিজেদের ভালবাসা জানাতে মাঝে মাঝে তার দরবারে এসে উপস্থিত হত।
কিন্তু সবাই বলত, তার স্ত্রী, রাজ্যের রানী তাকে একদম ভালবাসত না। বরং রানী তাকে ঘৃণা করত।
একদিন পাশের রাজ্যের রানী এলেন শাওয়াকিসের রানীর প্রাসাদে বেড়াতে। দুই রানী একসাথে খাওয়াদাওয়ার আমি তুমি আমরা পর গল্পগুজবে মেতে উঠলেন। স্বাভাবিকভাবেই একসময় আলোচনা মোড় নিল নিজেদের স্বামীর মধ্যে তুলনায়।
শাওয়াকিসের রানী বললেন, তোমাদের সুখ দেখে আমার ঈর্ষা হয়। বিয়ের এত বছর পরও তোমাদের মাঝে কি ভালবাসা! আর আমাকে দেখ। কি কপাল আমার! নিজের আপন মানুষটাকেও আপন করে পেলাম না। তাকে ভাগ করে নিতে হচ্ছে রাজ্যের সবার সাথে। আমি লোকটাকে ঘৃণা করি।
নীরবে তার কথাগুলো শুনলেন পাশের রাজ্যের রানী। মুচকি হেসে জবাব দিলেন, বন্ধু, সত্যি বলতে স্বামীকে তুমি প্রচণ্ড ভালবাস।যদি নিজে এখনো সেটা বুঝতে পারনি। আর তাইতো স্বামীকে আর কারো সাথে ভাগ করে নিতে চাও না। একান্তই নিজের করে পেতে চাও।
আর আমাকে দেখ। আমাকে তো তোমার করুণা করা উচিত।আমি আর আমার স্বামী- পরস্পরকে আমরা শুধু নীরবে সহ্য করি।আর তাকেই তোমরা সবাই ভালবাসা ভেবে ভুল কর। 
♣♣♣♣YESTERDAY, TODAY AND TOMORROW♣♣♣♣ 
বন্ধুকে বললাম, দেখেছিস, ও লোকটার কাঁধে মাথা রেখেছে। গতকাল ওর মাথা আমার কাঁধে ছিল।
বন্ধু বলল, আগামীকাল সে আমার কাঁধে মাথা রাখবে।
বন্ধুকে বললাম, দেখ না, কিভাবে ও লোকটার পাশ ঘেঁষে বসে আছে। গতকাল ও এভাবেই আমার পাশে বসে ছিল।
বন্ধু জবাব দিল, আগামীকাল ও আমার পাশে বসবে।
আমি বললাম, দুজন এক গ্লাসে ওয়াইন খাচ্ছে। গতকাল ও আমার সাথে এক গ্লাস থেকে ওয়াইন খেত।
বন্ধু বলল, আর আগামীকাল আমার গ্লাস থেকে।
এবার বন্ধুকে বললাম, কেমন প্রেমময় চোখে ও লোকটাকে দেখছে।গতকাল ও আমার দিকে এভাবেই চেয়ে ছিল।
বন্ধু বলল, আগামীকাল এই প্রেমময় চাহনি থাকবে আমার দিকে।
ওর ঠোঁটের দিকে ইঙ্গিত করে বললাম, দেখ না, কিভাবে লোকটাকে ও ভালবাসার গান শোনাচ্ছে।আমি তুমি আমরা ঠিক এই গানটাই ও শুনিয়েছিল আমাকে।
বন্ধু বলল, আর আগামীকাল এই গান শুনব আমি।
-দেখ, দেখ, কিভাবে ও লোকটাকে ভালবেসে জড়িয়ে নিচ্ছে। মাত্র গতকালই ও এভাবে আমাকে জড়িয়ে ধরেছিল।
-আগামীকাল ও আমাকে এভাবে জড়িয়ে রাখবে।
আমি দীর্ঘশ্বাস ছেড়ে বললাম, কি অদ্ভুত মহিলা।
কিন্তু বন্ধু জবাব দিল, মেয়েটি ঠিক আমাদের জীবনের মত, ওকে প্রত্যেক পুরুষ পায়। ও ঠিক মৃত্যুর মত, প্রত্যেক পুরুষকে জয় করে নেয়।ও মহাকালের মত, প্রত্যেক পুরুষকে জড়িয়ে রাখে। 
♣♣♣♣THE GOLDEN BELT♣♣♣♣ 
সালামী শহরে যাওয়ার পথে দুই পথিকের দেখা হল।পরস্পর কুশল বিনিময় করে তারা একসাথে সালামী'র পথে রওয়ানা হল।ঠিক মধ্য দুপুরে তারা এক প্রশস্ত নদীর পাড়ে এসে উপস্থিত হল। নদী পারাপারের জন্য সেখানে কোন সেতু ছিল না।সাঁতরে নদী পার হওয়া ছাড়া তাদের সামনে আর কোন পথ নেই-কেননা বিকল্প কোন পথ তাদের জানা নেই।
প্রথম জন বলল, নদীটা তেমন প্রশস্ত না। চল, আমরা সাঁতরে পার হয়ে যাই।এই বলে প্রথম জন নদীর বুকে ঝাঁপিয়ে পড়ল। তার দেখাদেখি দ্বিতীয় পথিকও নদীতে লাফ দিল।
প্রথম পথিক তার সারা জীবন কাটিয়েছে নদীর পাড়ে। কিন্তু মাঝ নদীতে এসে হঠাৎ সে তাল হারিয়ে ফেলল, ভেসে যেতে শুরু করল প্রচণ্ড স্রোতের সাথে।
দ্বিতীয় পথিক জীবনে কখনো পানিতে নামেনি। অথচ সে সহজেই সাঁতরে পার হয়ে গেল। পাড়ে উঠে দেখল প্রথম পথিক ভেসে যাচ্ছে স্রোতের তোড়ে। 
সহযাত্রীকে বাঁচানোর জন্য বিন্দুমাত্র দেরি না করে সে ঝাঁপিয়ে পরল নদীর বুকে। 
একটু পর দুজনেই পাড়ে উঠে এলো। প্রথম পথিক বলল, তুমি যে বললে জীবনে কখনো পানিতে নামোনি। তাহলে নদী পার হলে কিভাবে? আমিতো নদী পাড়ের মানুষ হয়েও পারলাম না।
শুনে দ্বিতীয় পথিক জবাব দিল, বন্ধু তুমি কি আমার কোমরে বেল্টের সাথে আটকে থাকা এই থলেটাকে দেখতে পাচ্ছ? এই থলেটা সোনায় ভর্তি- এই সোনা আমার সারা জীবনের কামাই। এই সোনা আমি কামিয়েছি আমার স্ত্রী-পুত্র-কন্যা'র জন্য।এই সোনাভর্তি বেল্টই আমি তুমি আমরা আমাকে নদী পার করিয়েছে যাতে আমি নিজের পরিবারের কাছে ফিরে যেতে পারি।আজ শুধু আমি নদী পার হইনি, সাথে আমার কাঁধে বসে আমার পরিবারও এই নদী পার হয়েছে।
♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦
আমার অনুবাদ করা কাহলিল জিবরানের আরো কিছু গল্পঃ
১.অনুবাদ গল্পঃ কাহলিল জিবরানের গল্প-১: The Field of Zaad
২.অনুবাদ গল্পঃ কাহলিল জিবরানের গল্প-২: The Eagle and the Skylark
৩.অনুবাদ গল্পঃ কাহলিল জিবরানের গল্প-৩: The King
৪.অনুবাদ গল্পঃ কাহলিল জিবরানের গল্প-৪: History and the Nation
৫.অনুবাদ গল্পঃ কাহলিল জিবরানের গল্প-৫: She Who Was Deaf 
৬.অনুবাদ গল্পঃ কাহলিল জিবরানের গল্প-৬: Lady Ruth
৭.অনুবাদ গল্পঃ কাহলিল জিবরানের গল্প-৭: SATAN
৮.অনুবাদ গল্পঃ কাহলিল জিবরানের গল্প-৮: THE KING OF ARADUS
৯.অনুবাদ গল্পঃ কাহলিল জিবরানের দুইটি গল্প
১০.অনুবাদ গল্পঃ কাহলিল জিবরানের তিনটি গল্প-১
১১.অনুবাদ গল্পঃ কাহলিল জিবরানের তিনটি গল্প-২
১২.অনুবাদ গল্পঃ কাহলিল জিবরানের তিনটি গল্প-৩
১৩.অনুবাদ গল্পঃ কাহলিল জিবরানের তিনটি গল্প-৪
১৪.অনুবাদ গল্পঃ কাহলিল জিবরানের চারটি গল্প
১৫.অনুবাদ গল্পঃ কাহলিল জিবরানের পাঁচটি গল্প-১
১৬.অনুবাদ গল্পঃ কাহলিল জিবরানের পাঁচটি গল্প-২
১৭.অনুবাদ গল্পঃ কাহলিল জিবরানের পাঁচটি গল্প-৩
১৮.অনুবাদ গল্পঃ কাহলিল জিবরানের পাঁচটি গল্প-৪
 ৩৬ টি
    	৩৬ টি    	 +৯/-০
    	+৯/-০  ৩১ শে মার্চ, ২০১৫  রাত ৯:৫৯
৩১ শে মার্চ, ২০১৫  রাত ৯:৫৯
আমি তুমি আমরা বলেছেন: দ্বিতীয় গল্পটা আসলেই ভাল। 
মন্তব্যের জন্য ধন্যবাদ  
 
২|  ৩১ শে মার্চ, ২০১৫  রাত ৯:৩৫
৩১ শে মার্চ, ২০১৫  রাত ৯:৩৫
কলমের কালি শেষ বলেছেন: তিনটাই সুন্দর । কিন্তু শেষেরটা বেশি সুন্দর ।
 
কপি পেস্ট প্রতিরোধে আমি তুমি আমরা তো কোথাও পেলাম না ।   
 
  ৩১ শে মার্চ, ২০১৫  রাত ১০:০৩
৩১ শে মার্চ, ২০১৫  রাত ১০:০৩
আমি তুমি আমরা বলেছেন: সবগুলো গল্প আপনার ভাল লেগেছে জেনে খুশি হলাম প্রিয় ব্লগার।
মাত্রতো পোস্ট দিলাম। একটু পরেই এডিট করে ট্রেডমার্ক বসিয়ে দেব  
 
৩|  ৩১ শে মার্চ, ২০১৫  রাত ১০:১০
৩১ শে মার্চ, ২০১৫  রাত ১০:১০
আবদুর রব শরীফ বলেছেন: পড়লাম ভালো লাগলো  
  ৩১ শে মার্চ, ২০১৫  রাত ১০:১৬
৩১ শে মার্চ, ২০১৫  রাত ১০:১৬
আমি তুমি আমরা বলেছেন: ধন্যবাদ আব্দুর রব শরীফ  
 
৪|  ৩১ শে মার্চ, ২০১৫  রাত ১০:৩৬
৩১ শে মার্চ, ২০১৫  রাত ১০:৩৬
দিশেহারা রাজপুত্র বলেছেন: ভালো লাগল। দ্বিতীয় গল্পটি বেশি ভালো লাগল। গল্পটার শেষ কথাগুলো অসাধারণ।
  ৩১ শে মার্চ, ২০১৫  রাত ১০:৫৭
৩১ শে মার্চ, ২০১৫  রাত ১০:৫৭
আমি তুমি আমরা বলেছেন: জিবরানের গল্পের সবচেয়ে শক্তিশালী অংশই হচ্ছে গল্পের শেষভাগের পাঞ্চ লাইনগুলো। দ্বিতীয় গল্পটা তার একটা উদাহরন।
গল্পগুলো আপনার ভাল লেগেছে জেনে খুশি হলাম। মন্তব্যের জন্য ধন্যবাদ  
  
৫|  ৩১ শে মার্চ, ২০১৫  রাত ১০:৪৮
৩১ শে মার্চ, ২০১৫  রাত ১০:৪৮
বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: 
সবগুলোই ভাল লাগল। কাহলিলের গল্পগুলোর গভীর জীবন দর্শন খূজে পাওয়া যায়। তাই কাহলিম জিবরান আমার খুব পছন্দের গল্পকার।
সেই সাথে আপনিও।
ধন্যবাদ সাবলীল অনুবাদে শেয়ার করার জন্য।
  ৩১ শে মার্চ, ২০১৫  রাত ১১:০২
৩১ শে মার্চ, ২০১৫  রাত ১১:০২
আমি তুমি আমরা বলেছেন: কাহলিলের গল্পগুলোর গভীর জীবন দর্শন খূজে পাওয়া যায়।  
কথা সত্য। খুব অল্প কথায় জীবনের খুব গভীর বিষয় জিবরান তুলে আনতে পারতেন।এখানে জিবরান কেবল নিজেই নিজের তুলনা।
চমৎকার উৎসাহমূলক মন্তব্যের জন্য ধন্যবাদ প্রিয় ব্লগার  
 
৬|  ৩১ শে মার্চ, ২০১৫  রাত ১১:১২
৩১ শে মার্চ, ২০১৫  রাত ১১:১২
ইলুসন বলেছেন: চমৎকার লাগল। বিশেষ করে শেষ গল্পটা অসাধারণ ছিল।
  ৩১ শে মার্চ, ২০১৫  রাত ১১:১৪
৩১ শে মার্চ, ২০১৫  রাত ১১:১৪
আমি তুমি আমরা বলেছেন: আপনার ভাল লেগেছে জেনে খুশি হলাম ইলুসন।
শুভকামনা  
 
৭|  ৩১ শে মার্চ, ২০১৫  রাত ১১:৪৩
৩১ শে মার্চ, ২০১৫  রাত ১১:৪৩
আহসানের ব্লগ বলেছেন: ধন্যবাদ শেয়ার করার জন্য , আপনার অনুবাদে +++++++
  ০১ লা এপ্রিল, ২০১৫  রাত ১২:২০
০১ লা এপ্রিল, ২০১৫  রাত ১২:২০
আমি তুমি আমরা বলেছেন: ধন্যবাদ আহসান  
 
৮|  ৩১ শে মার্চ, ২০১৫  রাত ১১:৫৩
৩১ শে মার্চ, ২০১৫  রাত ১১:৫৩
এহসান সাবির বলেছেন: দারুন সব গল্প।
অনেক দিন পর ডায়ানার ছবি দেখলাম।
শুভেচ্ছা।
  ০১ লা এপ্রিল, ২০১৫  রাত ১২:২২
০১ লা এপ্রিল, ২০১৫  রাত ১২:২২
আমি তুমি আমরা বলেছেন: প্রিন্সেস লিখে সার্চ দিতেই ডায়ানার ছবি এসে পরল। মনে হল রাজকুমারীর গল্পেতো 'কুইন অফ হার্টস' এর ছবিই আশা উচিত।
মন্তব্যের জন্য ধন্যবাদ সাবির ভাই  
 
৯|  ০১ লা এপ্রিল, ২০১৫  রাত ১২:০৩
০১ লা এপ্রিল, ২০১৫  রাত ১২:০৩
সানজিদা আয়েশা সিফা বলেছেন:  প্রত্যেকটি গল্পই নিজের মত সুন্দর । কাহলিল জিব্রানের সাথে আমার পরিচয় ঘটে  দ্য প্রফেট বইটির মাধ্যমে । 
 এত অসাধারণ লেখা ! আমার মধ্যে বিস্ফোরণ ঘটিয়ে দিয়েছিল । 
 তার বইগুলো কোথায়  কিনতে পাব সেটা জানলে খুব ভাল হত। 
 কষ্ট করে আমাদের জন্য অনুবাদ করেছেন এজন্য অসংখ্য ধন্যবাদ ।
  ০১ লা এপ্রিল, ২০১৫  রাত ১২:২৭
০১ লা এপ্রিল, ২০১৫  রাত ১২:২৭
আমি তুমি আমরা বলেছেন: একটা ব্যাপার আমাকে অবাক করে। 'দ্য প্রফেট' কিংবা জিবরানের কবিতার পাঠক অনেক দেখেছি আমি। সে তুলনায় জিবরানের ছোট গল্পের পাঠক মনে হয় কম। অথচ জিবরানের প্রতিটি গল্পই অসাধারন লাগে আমার। 
শহরের যেকোন নামজাদা লাইব্রেরিতেই জিবরানের বইগুলো পেয়ে যাবেন আশা করি। অনলাইনেও খুঁজে দেখতে পারেন।
মন্তব্যের জন্য ধন্যবাদ  
 
১০|  ০১ লা এপ্রিল, ২০১৫  রাত ১২:২৬
০১ লা এপ্রিল, ২০১৫  রাত ১২:২৬
সুমন কর বলেছেন: ৩য়টি বেশী ভাল লাগল। 
অনুবাদ ভাল হয়েছে।
  ০১ লা এপ্রিল, ২০১৫  রাত ১২:২৭
০১ লা এপ্রিল, ২০১৫  রাত ১২:২৭
আমি তুমি আমরা বলেছেন: ধন্যবাদ সুমন ভাই। কেমন আছেন?
১১|  ০১ লা এপ্রিল, ২০১৫  রাত ১২:৩১
০১ লা এপ্রিল, ২০১৫  রাত ১২:৩১
সুমন কর বলেছেন: এইতো ! চলে যাচ্ছে...
তুমি কেমন অাছো?
  ০১ লা এপ্রিল, ২০১৫  রাত ১২:৫৭
০১ লা এপ্রিল, ২০১৫  রাত ১২:৫৭
আমি তুমি আমরা বলেছেন: আলহামদুলিল্লাহ, চমৎকার আছি  
 
১২|  ০১ লা এপ্রিল, ২০১৫  রাত ১:২২
০১ লা এপ্রিল, ২০১৫  রাত ১:২২
এম এম করিম বলেছেন: ভালো লাগলো।
চমৎকার আপনার অনুবাদ। 
  ০১ লা এপ্রিল, ২০১৫  রাত ১:৩০
০১ লা এপ্রিল, ২০১৫  রাত ১:৩০
আমি তুমি আমরা বলেছেন: ধন্যবাদ 
১৩|  ০১ লা এপ্রিল, ২০১৫  সকাল ৮:২৭
০১ লা এপ্রিল, ২০১৫  সকাল ৮:২৭
আরণ্যক রাখাল বলেছেন: আপনি সুন্দর অনুবাদ করেন
  ০১ লা এপ্রিল, ২০১৫  দুপুর ১:১৩
০১ লা এপ্রিল, ২০১৫  দুপুর ১:১৩
আমি তুমি আমরা বলেছেন: অনুবাদ আপনার ভাল লেগেছে জেনে খুশি হলাম আরণ্যক রাখাল  
 
১৪|  ০১ লা এপ্রিল, ২০১৫  সকাল ১০:১১
০১ লা এপ্রিল, ২০১৫  সকাল ১০:১১
সোহানী বলেছেন: অনেক অনেক ভালোলেগেছে...............
  ০১ লা এপ্রিল, ২০১৫  দুপুর ১:১৩
০১ লা এপ্রিল, ২০১৫  দুপুর ১:১৩
আমি তুমি আমরা বলেছেন: ধন্যবাদ  
 
১৫|  ০২ রা এপ্রিল, ২০১৫  রাত ১:১৯
০২ রা এপ্রিল, ২০১৫  রাত ১:১৯
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: প্রত্যেকটা গল্পেরই আলাদা আলাদা মাধুর্য আছে। খুব ভালো লেগেছে, বিশেষ করে গল্পের শেষে পাঞ্চলাইনগুলোর জন্য, যাতে মানবজীবনের গভীর দর্শনগুলো মূর্ত হয়ে ওঠে।
অনুবাদ এত সাবলীল যে, মনেই হয় নি এগুলো অনূদিত গল্প।
শুভেচ্ছা।
  ০২ রা এপ্রিল, ২০১৫  দুপুর ২:০৩
০২ রা এপ্রিল, ২০১৫  দুপুর ২:০৩
আমি তুমি আমরা বলেছেন: শেষের পাঞ্চলাইনগুলোই জিবরানের গল্পের মূল শক্তি। আপনার অনুগল্পগুলোও পড়লাম। ভাল লেগেছে।
শুভকামনা সবসময়  
 
১৬|  ০২ রা এপ্রিল, ২০১৫  রাত ৯:৪৩
০২ রা এপ্রিল, ২০১৫  রাত ৯:৪৩
বোকা মানুষ বলতে চায় বলেছেন: যথারীতি চমৎকার... প্রতিটিই ভালো লেগেছে। 
ভালো থাকুন সবসময়, শুভকামনা রইল।
  ০৭ ই এপ্রিল, ২০১৫  দুপুর ১:১০
০৭ ই এপ্রিল, ২০১৫  দুপুর ১:১০
আমি তুমি আমরা বলেছেন: ধন্যবাদ প্রিয় ব্লগার  
 
১৭|  ০৫ ই এপ্রিল, ২০১৫  দুপুর ১২:১৫
০৫ ই এপ্রিল, ২০১৫  দুপুর ১২:১৫
মহামহোপাধ্যায় বলেছেন: গল্পগুলো ভালো লাগলো। দ্বিতীয়টার মাঝে একটা জীবন দর্শন খুঁজে পেলাম। শেষেরটাও চমৎকার। অবিবাহিত হবার জন্য মনে হয় প্রথম গল্পের মাহাত্ম্য বুঝতে পারলাম না   
   
 
ভালো থাকুন। শুভেচ্ছা রইল 
  ০৭ ই এপ্রিল, ২০১৫  দুপুর ১:১২
০৭ ই এপ্রিল, ২০১৫  দুপুর ১:১২
আমি তুমি আমরা বলেছেন: অবিবাহিত হবার জন্য মনে হয় প্রথম গল্পের মাহাত্ম্য বুঝতে পারলাম না 
  
   
 
১৮|  ১৩ ই এপ্রিল, ২০১৫  দুপুর ২:০৩
১৩ ই এপ্রিল, ২০১৫  দুপুর ২:০৩
রেজওয়ানা আলী তনিমা বলেছেন: চমৎকার সব গল্প।১ম আর শেষটা বেশী ভালো লাগলো। নববর্ষের অগ্রিম শুভেচ্ছা।
  ১৪ ই এপ্রিল, ২০১৫  দুপুর ১:১০
১৪ ই এপ্রিল, ২০১৫  দুপুর ১:১০
আমি তুমি আমরা বলেছেন: আপনাকেও নববর্ষের শুভেচ্ছা প্রিয় ব্লগার। নতুন বছর ভাল কাটুক- শুভকামনা  
 
©somewhere in net ltd.
১| ৩১ শে মার্চ, ২০১৫  রাত ৯:৩৪
৩১ শে মার্চ, ২০১৫  রাত ৯:৩৪
হাসান মাহবুব বলেছেন: দ্বিতীয়টা ভালো। বাকিগুলো বিশেষ কিছু মনে হলো না।