নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নাস্তিক ও রাজাকার মুক্ত ব্লগ

আমি তুমি আমরা

লেখার সর্বস্বত্ব সংরক্ষিত।আমার অনুমতি ছাড়া এই ব্লগের লেখা কোথাও প্রকাশ করা যাবে না।

আমি তুমি আমরা › বিস্তারিত পোস্টঃ

পিশাচ কাহিনীঃ কন্ঠ

১১ ই জানুয়ারি, ২০১৭ রাত ১০:৪৭



দূরে কোথাও প্রচন্ড শব্দে বাজ পড়ল।
ব্জ্রপাতের শব্দে তেমন অবাক হইনি। আজ সকাল থেকেই সারাদিন বৃষ্টি হচ্ছে। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে এরকমই চলবে আরও অন্তত দুদিন।
আজ রাতের মধ্যেই ডিজাইনটা শেষ করতে হবে। কাল সকালে ক্লায়েন্টের সামনে প্রেজেন্টেশান দিতে হবে।
কম্পিউটারের মনিটরে চোখ ফিরিয়েছি, এমন সময় পাশের ঘর থেকে কান্নার শব্দ এল।
বাবুর ঘুম থেকে জেগে উঠেছে।
বাজ পড়ার আর সময় পেল না।কিছুক্ষন আগে বাবুকে অনেক কষ্টে ঘুম পাড়িয়েছিলাম, এখন আবার কতক্ষণ লাগে কে জানে। আজ রাতের ভেতর কাজ শেষ করতে পারব বলে মনে হচ্ছে না।
-না, না, আমার সোনামনি কাদে কেন? বাবু ভয় পায়? এইতো আম্মু চলে আসছে।
পাশের রুম থেকে নাদিয়ার কন্ঠ ভেসে আসছে। সেই সকালে ঘর থেকে বেরিয়েছিল, কখন আসল কে জানে। যখনই আসুক, এখন আর বাবুকে নিয়ে আমার চিন্তা করতে হবে না।
আমি আবার কাজে ডুবে গেলাম।
একটানা কতক্ষণ কাজ করেছি জানি না। হঠাত কলিং বেলের শব্দে চমকে উঠলাম।
ঘড়ির দিকে তাকালাম।রাত বারটা।
এই ঝড়ের রাতে কে এল? তাও আবার এখন।
চেয়ার ছেড়ে উঠে পড়লাম। একটা ব্রেক দরকার, সাথে এক কাপ কফি।
দরজা খুললাম।নাদিয়া দাড়িয়ে!
-আর বল না, অফিসের বাইরে পানি উঠে মারাত্মক অবস্থা, এতক্ষন সেখানেই আটকে ছিলাম। অনেক কষ্টে আজকে আসলাম।কি হল? এভাবে তাকিয়ে আছ কেন? বাবু খেয়েছে?
নাদিয়া মাত্র অফিস থেকে এল? তাহলে তখন কার কন্ঠ শুনেছি?


==========================================

আমার লেখা অন্যান্য ভৌতিক গল্পগুলোঃ

১.পিশাচ কাহিনীঃ রক্তখেকো ডাইনী পর্ব-১ পর্ব-২ পর্ব-৩
২.পিশাচ কাহিনীঃ জানোয়ারের রক্ত (১৮+)
৩.পিশাচ কাহিনীঃ অন্ধকারে বিলীন
৪.পিশাচ কাহিনীঃ হোটেল একশ তলা
৫.পিশাচ কাহিনীঃ একশ তলায় আবার
৬.পিশাচ কাহিনীঃ রাতের আঁধারে
৭.পিশাচ কাহিনীঃ কন্ঠ
৮.পিশাচ কাহিনীঃ অতিথি
৯.পিশাচ কাহিনীঃ কান্নার শব্দ
১০.পিশাচ কাহিনীঃ শয়তানের পাল্লায়
১১.পিশাচ কাহিনীঃ নির্ঘুম রাত
১২.পিশাচ কাহিনীঃ জঙ্গল মঙ্গলপুর
১৩.পিশাচ কাহিনীঃ একটি ফটোগ্রাফ

মন্তব্য ৪৭ টি রেটিং +৮/-০

মন্তব্য (৪৭) মন্তব্য লিখুন

১| ১১ ই জানুয়ারি, ২০১৭ রাত ১০:৫৬

শায়মা বলেছেন: অডিও হেলুস্যিনেশন হয়েছে ভাইয়া!!!!!!

ফাঁকিবাজি ব্রেইনও এই অডিও হেলুস্যিনেশন সৃষ্টি করে!!!!!!!


বাবুকে না কোলে নেবার ফন্দি না!!!!!!!!!!!

১১ ই জানুয়ারি, ২০১৭ রাত ১১:১৬

আমি তুমি আমরা বলেছেন: হতে পারে আপু। হয়ত আবহাওয়া-বাচ্চার কান্না-কাজের প্রেশার সব মিলে হ্যালুসিনেশন হয়েছিল। কিংবা সত্যিই কেউ এসেছিল...

কে জানে...

২| ১১ ই জানুয়ারি, ২০১৭ রাত ১১:০১

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: ছবিটা সুন্দর।

১১ ই জানুয়ারি, ২০১৭ রাত ১১:৪১

আমি তুমি আমরা বলেছেন: গল্পপাঠ ও মন্তব্যের জন্য ধন্যবাদ ফরিদ সাহেব :)

৩| ১১ ই জানুয়ারি, ২০১৭ রাত ১১:২৮

শায়মা বলেছেন: হেলুস্যিনেশন হলে মানুষ ভাবে সত্যি কেউ এসেছিলো !

১১ ই জানুয়ারি, ২০১৭ রাত ১১:৪৪

আমি তুমি আমরা বলেছেন: তা জানি। কিন্তু হেলুসিনেশন হলে বাবুর কান্না থেমে গেল কেন?

৪| ১২ ই জানুয়ারি, ২০১৭ রাত ১২:০০

রাতুল_শাহ বলেছেন: এই এক গল্পের মাঝে কত কি জানলাম।
সোনামনির নাম কি?

১২ ই জানুয়ারি, ২০১৭ রাত ১২:০৮

আমি তুমি আমরা বলেছেন: নাদিয়াতো 'সোনামনি' 'বাবু'-দুই নামেই ডাকল। আমি ঠিক শিওর না ;)

৫| ১২ ই জানুয়ারি, ২০১৭ রাত ১২:১৪

রাতুল_শাহ বলেছেন: আমারো মাঝে মাঝে হয়, মানে যখন কাজে মানসিক চাপ বেশি থাকে তখন। মনে হয় কেউ আমাকে বলছে আর কতক্ষণ লাগবে।
আমিও উত্তর দিই।

১২ ই জানুয়ারি, ২০১৭ রাত ১২:২৪

আমি তুমি আমরা বলেছেন: শুধু কাজের চাপ না, বিভিন্নরকম মানসিক চাপে থাকলেও মাঝে মাঝে ভুলভাল শুনি। কখনো কখনো আজগুবি সব স্বপ্নও দেখে ফেলি।

৬| ১২ ই জানুয়ারি, ২০১৭ রাত ১২:২৩

শায়মা বলেছেন: বাবুরও বাবার মত হেলুস্যিনেশন মনে হচ্ছে ভাইয়া! :P

১২ ই জানুয়ারি, ২০১৭ রাত ১২:২৭

আমি তুমি আমরা বলেছেন: পুরো পরিবারেরই হেলুসিনেশন!!!

ঘটনা খ্রাপ ;)

১২ ই জানুয়ারি, ২০১৭ রাত ১২:৩১

আমি তুমি আমরা বলেছেন: আমরা কেন ধরে নিচ্ছি প্রথমবার হেলুসিনেশন হয়েছে? হয়ত হেলুসিনেশন হয়েছে, তবে দ্বিতীয়বার...

৭| ১২ ই জানুয়ারি, ২০১৭ রাত ১২:৩৭

সুমন কর বলেছেন: ছোট টুইস্ট !! ;)

১২ ই জানুয়ারি, ২০১৭ রাত ১২:৪৭

আমি তুমি আমরা বলেছেন: :)

৮| ১২ ই জানুয়ারি, ২০১৭ রাত ১২:৪৫

রাতুল_শাহ বলেছেন: তাহলে চাপ নেওয়া যাবে না। চাপ নিলে হালুয়া সিন বের হবে।

১২ ই জানুয়ারি, ২০১৭ রাত ১২:৪৯

আমি তুমি আমরা বলেছেন: হালুয়া সিন!!!

কমেন্ট পড়ে হা হা লু খু প গে

৯| ১২ ই জানুয়ারি, ২০১৭ রাত ১:৫৭

সায়েদা সোহেলী বলেছেন: হায়রে !! বাবারা যে কেন এমন ফাঁকিবাজ হয় !!?? আমি বেবি রেখে অফ ডেতে কাজে গেলে ,বড় দুই কন্যাকে পাহারায় রেখে যাই , প্লাস ঘন্টায় ঘন্টায় ফোন দিয়ে তদারকি করতে হয় , , নাহলে দেখা যাবে কান্না করছে দেখে টাইনল খাওয়ায়েই ঘুম পাড়িয়ে রেখেছে !!! :(

কান্না থাম্লেও আপনার গিয়ে চেক করা উচিত ছিলো , অন্য কোন কারনেও ত কান্না থেমে যেতে পারে ্।। নেক্সট তাইম থেকে করবেন । আমি সিরিয়াস ।

১২ ই জানুয়ারি, ২০১৭ রাত ১০:১৯

আমি তুমি আমরা বলেছেন: সবই মেনে নিলাম, কথা হল 'টাইনল' কি জিনিস?

১০| ১২ ই জানুয়ারি, ২০১৭ বিকাল ৫:২৩

কাছের-মানুষ বলেছেন: সুন্দর হয়েছে । :)

১২ ই জানুয়ারি, ২০১৭ রাত ১০:২৩

আমি তুমি আমরা বলেছেন: গল্পপাঠে ধন্যবাদ ও শুভকামনা কাছের মানুষ :)

১১| ১২ ই জানুয়ারি, ২০১৭ বিকাল ৫:৩৯

সামিউল ইসলাম বাবু বলেছেন: চমৎকার কল্পোনা

১২ ই জানুয়ারি, ২০১৭ রাত ১০:২৫

আমি তুমি আমরা বলেছেন: ধন্যবাদ :)

১২| ১২ ই জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:৩৯

বিদ্রোহী ভৃগু বলেছেন: হুম! ছোট্ট অথচ পূর্ণ :)

সিরিজ চলবে নাকি?

+++

১২ ই জানুয়ারি, ২০১৭ রাত ১০:৩০

আমি তুমি আমরা বলেছেন: হঠাত গল্পটা মাথায় এল, লিখে ফেললাম। সিরিজ হিসেবে চলবে কিনা এখনো বলতে পারছি।

গল্পপাঠ ও মন্তব্যের জন্য ধন্যবাদ প্রিয় বিদ্রোহী ভৃগু :)

১৩| ১২ ই জানুয়ারি, ২০১৭ রাত ৯:৪৪

কালীদাস বলেছেন: হালকা তন্দ্রার ঘোরে দেখা স্বপ্ন মনে হয়েছে।

১২ ই জানুয়ারি, ২০১৭ রাত ১০:৫৯

আমি তুমি আমরা বলেছেন: হয়ত স্বপ্ন, হয়ত কল্পনা কিংবা হ্যালুসিনেশন। কি জানি।


অনেকদিন পর আপনাকে ব্লগে নিয়মিত দেখতে পাচ্ছি। হ্যাপী ব্লগিং :)

১৪| ১২ ই জানুয়ারি, ২০১৭ রাত ১১:২১

আমিই মিসির আলী বলেছেন: আর বাবুটা কই??

১২ ই জানুয়ারি, ২০১৭ রাত ১১:৫৯

আমি তুমি আমরা বলেছেন: সেটাইতো প্রশ্ন মিসির আলি সাহেব। রহস্যের সমাধান করতে পারবেন?

১৫| ১৩ ই জানুয়ারি, ২০১৭ রাত ৮:৩৮

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: চমৎকার লাগলো।

১৪ ই জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:৩২

আমি তুমি আমরা বলেছেন: ধন্যবাদ প্রিয় ব্লগার :)

১৬| ১৪ ই জানুয়ারি, ২০১৭ রাত ২:৫২

কল্পদ্রুম বলেছেন: জুজুর গল্পের ছোঁয়া পেলাম।

১৪ ই জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:৩৬

আমি তুমি আমরা বলেছেন: আপনিও কি ছেলেবেলায় জুজুর গল্প শুনে ভয়ে ঘুমিয়ে পড়তেন???

১৭| ১৪ ই জানুয়ারি, ২০১৭ ভোর ৪:১৫

সোহানী বলেছেন: ফাকিঁবাজ বাবার গল্প........ তবে মিসির আলীকে ডাকতে হবে :> B:-/

১৪ ই জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:৩৯

আমি তুমি আমরা বলেছেন: মিসির আলী আগেই ;চলে আসছেন, ১৪ নম্বর মন্তব্যে বাবুকে নিয়ে ইতিমধ্যে তদন্ত শুরু করে দিয়েছেন ;) :P

১৮| ১৪ ই জানুয়ারি, ২০১৭ দুপুর ১:৪৫

সায়েদা সোহেলী বলেছেন: সরি টাইলেনল হবে,, মেডিসিন :)

১৪ ই জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:৪০

আমি তুমি আমরা বলেছেন: মেডিসিন বুঝতে পেরেছিলাম, কিসের ওষুধ বুঝিনি।

১৯| ১৪ ই জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:০০

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:

ভয় পাইছি!

১৪ ই জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:৪১

আমি তুমি আমরা বলেছেন: অনেকদিন পর আপনাকে আমার ব্লগে দেখলাম। কেমন আছেন মইনুল ভাই?

২০| ১৪ ই জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:৫১

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:

টিকে আছি ভাই! অনেক শুভেচ্ছা.... :)

১৪ ই জানুয়ারি, ২০১৭ রাত ৮:০১

আমি তুমি আমরা বলেছেন: ব্লগারের এই আকালের দিনে টিকে থাকাটাই বড় ব্যাপার। আপনাকেও শুভেচ্ছা ভাই :)

২১| ১৪ ই জানুয়ারি, ২০১৭ রাত ১১:২৯

ঢাকাবাসী বলেছেন: হঠাৎ শেষ, ভাল লাগল।

২২ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ১:৫২

আমি তুমি আমরা বলেছেন: ধন্যবাদ প্রিয় ঢাকাবাসী :)

২২| ১৫ ই জানুয়ারি, ২০১৭ রাত ৮:৫৭

জেন রসি বলেছেন: হয়তো কোন প্যাগান দেবী ভ্রমনে বেড় হয়েছিল। ;)

যাইহোক, এটা একটা জমজমাট গল্পের চমৎকার প্লট হতে পারে। :)

২২ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ১:৫৪

আমি তুমি আমরা বলেছেন: হ্যা, ভাল একটা হরর কিংবা সাইকো থ্রিলারের প্লট হতে পারে এটা। তবে এখানে শেষ করে দেয়াটাই আমার কাছে যুক্তিযুক্ত মনে হয়েছে :)

২৩| ০৮ ই ডিসেম্বর, ২০১৭ রাত ২:১৫

নূর-ই-হাফসা বলেছেন: এমনটা কি সত্যি হয় ?
আমারো একবার হয়েছিল । বাসায় আমি আর আপু ছিলাম । আব্বু বাহিরে ছিল ।
আমার রুমের সামনে দ্রুত গতিতে আব্বু কে হেঁটে যেতে দেখলাম । সাথে কি জানি বলছিল । দারুন ভয় পেয়েছিলাম ।
আরেকটা বলি রাত ২টার পর একবার ৫ তালার উপর আমাদের ফ্ল্যাটে আমি তখোন পড়ছিলাম । হঠাৎ মানুষ এর গলায় বিড়ালের সাউন্ড শুনলাম । ঠিক আমার জানালা দিয়ে । কখনও আমরা বিড়াল দেখিনি সেখানে । সেদিন প্রথম আর শেষ ।
আমি মাঝ রাতে প্রায় গানের শব্দ শুনি । ধরুন রাত ৩টার পর ।
আরেক টা বলি , সেদিন গভীর রাত আমি পড়ছিলাম , হঠাৎ কর্পূরের গন্ধ নাকে আসলো ।
এগুলোর ব‍্যখ‍্যা কি হতে পারে । তবে আমার জ্বিন কিংবা ভূত নিয়ে খুব আগ্রহ ।

০৮ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৩:২৮

আমি তুমি আমরা বলেছেন: ধরুন গভীর রাতে একা জেগে আছি। হঠাৎ মুহূর্তের জন্য কাউকে বা কিছু দেখলাম বা শুনলাম, ঠিক পরমুহূর্তেই দেখি সেখানে কিছু নেই। এমন অভিজ্ঞতা কমবেশি সবারই আছে।এগুলো ভিজুয়াল বা অডিটরী হ্যালুসিনেশনের চেয়ে বেশি কিছু নয় বলেই মনে হয়।

হঠাৎ কর্পূরের গন্ধ পাওয়ার বিষয়ে বলতে পারব না। মানুষের গন্ধ বিষয়ক হ্যালুসিনেশন হয় কিনা-আমার জানা নেই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.