নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
লেখার সর্বস্বত্ব সংরক্ষিত।আমার অনুমতি ছাড়া এই ব্লগের লেখা কোথাও প্রকাশ করা যাবে না।
গতকাল একটা পোস্ট দিয়েছিলাম ব্লগ কুইজঃ দুই ও প্রায় দেড় লাখ হিট পাওয়া এই চারটি পোস্ট আর ব্লগারের নাম জানেন কি? শিরোনামে। সামুর ইতিহাসে লক্ষাধিক হিট পাওয়া চারটি পোস্টের স্ক্রীনশট দিয়ে জানতে চেয়েছিলাম বর্তমান ব্লগাররা এই পোস্টসমূহ ও এদের লেখকদের সম্পর্কে কি জানেন।
দুঃখজনক ব্যাপার হচ্ছে দুএকজন ব্লগার একটি বা দুটি পোস্টের নাম জানলেও বাকি পোস্টগুলোর ব্যাপারে জানেনা। আর অধিকাংশ ব্লগার কোন পোস্টের ব্যাপারেই জানেন না। আর আশার কথা হচ্ছে গতকালের পোস্টের মধ্য দিয়ে আমি নিজে নতুন দুটো পোস্ট সম্পর্কে জেনেছি যাদের লক্ষাধিক হিট আছে।
যেহেতু ঘোষণা দিয়েছিলাম আজ পোস্টগুলো ও এদের লেখকদের নাম জানিয়ে দেব-তারই জন্য এই পোস্টের অবতারণা।
ব্লগ সম্পর্কে জানুন।
হ্যাপি ব্লগিং।
১। পোস্টঃ "অপ্রকাশিত ভালোবাসা" --- A SAD LOVE STORY
ব্লগারঃ নিঃসঙ্গ যোদ্ধা
হিটঃ ২৪৪৯৯২
স্ক্রীনশটঃ
২।পোস্টঃ আমার বাসর রাতের গল্প
ব্লগারঃ অপু তানভীর
হিটঃ ২৪৪৯৯২
স্ক্রীনশটঃ ২৪২৪৮৭
৩। পোস্টঃ "তাস খেলার ইতিহাস এবং তৎসংশ্লিষ্ট কিছু মজার ম্যাজিক"
ব্লগারঃ সাহসী সন্তান
হিটঃ ২০৭০৮৯
স্ক্রীনশটঃ
৪। পোস্টঃ "নীরব ভালোবাসা" --- A Silent Love Story
ব্লগারঃ নিঃসঙ্গ যোদ্ধা
হিটঃ ১৪৩৪৩৫
স্ক্রীনশটঃ
৫। পোস্টঃ কত কিছু জানি নারে ? পাঠক নিজ দায়িত্বে হজম করিবেন-৬
ব্লগারঃ প্লাবন২০০৩
হিটঃ ১১৯৪৪২
স্ক্রীনশটঃ
৬। পোস্টঃ জন্ম বিরতিকরণ পিল “যেন কাশ ফুলের নরম ছোঁয়া”- ডাহা মিথ্যা কথা! দয়া করে কেউ স্ত্রীকে জন্ম বিরতিকরণ পিল খেতে বাধ্য করবেন না- এটাই "নারী দিবসে" আমার চাওয়া
ব্লগারঃ নান্দনিক নন্দিনী
হিটঃ ১০৬৭৭৩
স্ক্রীনশটঃ
৭। পোস্টঃ বেলজিয়ামের ইতিহাসে আজ অবধি ঘটে যাওয়া,সবচেয়ে চাঞ্চল্যকর অপরাধের তালিকায় শীর্ষে যে ক্রাই্ম তা ঘটানো হয়েছিল বাংলাদেশের জন্য
ব্লগারঃ গিয়াস উদ্দিন লিটন
হিটঃ ১০২২৬৯
স্ক্রীনশটঃ
=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=
সামু সম্পর্কে আরো জানার জন্য পড়ুনঃ
পর্ব ১ঃ সামুর সেরা সব হিটম্যান এবং তাদের এত্ত এত্ত হিট
পর্ব ২ঃ সামু ব্লগের সেরা সব কমেন্টার এবং তাদের ঐতিহাসিক সব কমেন্ট
পর্ব ৩ঃ সামু ব্লগের ইতিহাসে সর্বোচ্চ পোস্ট দিয়েছেন কোন ব্লগার ও তাদের ব্লগ জীবন
পর্ব ৪ঃ সামু ব্লগের সর্বোচ্চ মাইনাস প্রাপ্ত পোষ্ট এবং এসব পোষ্ট লেখা ইউনিক ব্লগারগন
পর্ব ৫ঃ সামুর ইতিহাসে সবচেয়ে বেশী ফেসবুকে শেয়ার হওয়া পোস্ট
পর্ব ৬ঃ সামুর ইতিহাসে সবচেয়ে বেশী পঠিত পোস্ট
পর্ব ৭ঃ সামুর ইতিহাসে সর্বাধিক পঠিত ১৮+ জোক্সের পোস্ট ও তার পরের পর্ব
পর্ব ৮ঃ সামুর ইতিহাসে সর্বকালের সেরা সব ব্লগার
পর্ব ৯ঃ সামুর ইতিহাসে সর্বাধিক প্রিয়তে নেয়া পোস্ট
পর্ব ১০ঃ সামুর ইতিহাসে সর্বকালের সেরা ব্লগ পোস্ট
পর্ব ১১ঃ বিগত বছরগুলোর সামু নিয়ে আসা সেরা যত রিভিউ পোস্ট
পর্ব ১২ঃ সামুর ইতিহাসে সর্বকালের সেরা সব সিরিজ
পর্ব ১৩ঃ সামহোয়্যার ইন ব্লগঃ সেরাদের সেরা সব গল্পগুলো
পর্ব-১৪ঃ ছবি ব্লগঃ গত দশ বছরে সামু ব্লগের বিবর্তন
পর্ব-১৫ঃ সামহোয়্যার ইন ব্লগঃ পিশাচ কাহিনী সমগ্র
পর্ব-১৬ঃ সামুর সেইসব বিখ্যাত স্ক্রীনশট ও আমার বক্তব্য
পর্ব-১৭ঃ সামুর ইতিহাসে ট্রল করতে ব্যবহৃত সেরা সব ডায়লগ ও কমেন্ট
১৫ ই মার্চ, ২০১৮ রাত ৮:৩৫
আমি তুমি আমরা বলেছেন: আমার ইন্টারনেট সংযোগ এই মুহূর্তে অত্যন্ত স্লো। তবে লিংক যোগ করার বিষয়টি আমার মাথায় আছে।সুযোগ পাওয়া মাত্রই লিংক যোগ করে দেব।
মন্তব্যের জন্য ধন্যবাদ
২| ১৫ ই মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:৫০
ইসমত বলেছেন: ভালো সংগ্রহ, প্রিয়তে রেখে দিলাম।
১৫ ই মার্চ, ২০১৮ রাত ৮:৩৬
আমি তুমি আমরা বলেছেন: ধন্যবাদ ইসমত। সম্মানিতবোধ করছি
৩| ১৫ ই মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:৫৮
চাঁদগাজী বলেছেন:
ব্লগার "সাহসী সন্তান", ও "নি:সংগযোদ্ধা" নিয়ে অনেক সমস্যা ছিলো; উনাদের ব্লগিং নিয়ে বিতর্ক আছে; উনারা কি লিখেছেন, কত হিট পেয়েছেন সেগুলো কারো জন্য উৎসাহের ব্যাপার নয়।
১৫ ই মার্চ, ২০১৮ রাত ৮:৩৮
আমি তুমি আমরা বলেছেন: ব্লগার নিঃসঙ্গ যোদ্ধা যখন একটিভলি ব্লগিং করতেন আমার মনে হয় না তখন আপনি ব্লগে ছিলেন। উনার সম্পর্কে কোন বিতর্কের কথা জানেন আপনি?
৪| ১৫ ই মার্চ, ২০১৮ রাত ৮:০৩
নূর-ই-হাফসা বলেছেন: বাহ ভালো তো । কিন্তু কথা হচ্ছে ,আপনি এই ব্লগার দের কই খুঁজে পান , একেই তো এতো ব্লগার তার উপর কার পোষ্ট সবচেয়ে বেশি হিট হয়েছে খুঁজে পাওয়া ও তো অনেক অনেক কঠিন কাজ ।
আমি কয়েকজন পুরাতন ব্লগার খুঁজতে গিয়েই বুঝেছি অনেক কঠিন কাজ ।
অনেক অনেক ধন্যবাদ এমন কিছু শেয়ার করার জন্য ।
১৫ ই মার্চ, ২০১৮ রাত ৮:৩৯
আমি তুমি আমরা বলেছেন: কঠিন কাজ-সন্দেহ নেই।তবে ইচ্ছা থাকলেই কিভাবে যেন উপায় বের হয়ে আসে
আশা করি ভাল আছেন।
হ্যাপী ব্লগিং
৫| ১৫ ই মার্চ, ২০১৮ রাত ৮:০৬
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আমার একটি লিখার কথা উল্যেখ করেছেন দেখে আনন্দিত! (লিঙ্ক- Click This Link )
ওই পোস্টের হিট সংখ্যা আমার কাছেও এক রহস্য ছিল, পরে জানলাম ওটা সামুর ফেসবুক পেজে শেয়ার করা হয়েছিল।
উপরে লক্ষ্য করলে দেখবেন লিখাটিতে ফেসবুকেই লাইক পড়েছে ৪১ হাজার।
১৫ ই মার্চ, ২০১৮ রাত ৮:৪১
আমি তুমি আমরা বলেছেন: ঠিকই ধরেছেন। এই বিশাল হিটের পেছনে ফেসবুক শেয়ারের অবদান আছে। আপনার আর সাহসী সন্তানের পোস্টে ফেসবুক শেয়ার চল্লিশ হাজারের বেশি।
৬| ১৫ ই মার্চ, ২০১৮ রাত ৮:১৬
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: পর্ব ৫:সামুর ইতিহাসে সবচেয়ে বেশী ফেসবুকে শেয়ার হওয়া পোস্ট এগুলো ফেস বুকে শেয়ার নয়, ফেসবুকে প্রাপ্ত লাইক।
১৫ ই মার্চ, ২০১৮ রাত ৮:৪৪
আমি তুমি আমরা বলেছেন: আমি এই সিরিজটা লিখেছি ২০১১-১২ সালের দিকে। সামু থেকে তখন ফেসবুক লাইকের অপশন ছিল না, শুধু শেয়ারের অপশন ছিল। সেই সময়ের রেস্পক্টে "শেয়ার"ই সঠিক, লাইক নয়।
মন্তব্যের জন্য ধন্যবাদ গিয়াস ভাই
৭| ১৫ ই মার্চ, ২০১৮ রাত ৮:২৫
সোহানী বলেছেন: হায় হায় আমি ইতিহাসের কোন চিপায়ই নাই দেখি...
ভালো লাগলো কুইজের উত্তর জেনে.... এবং বোনাস হিসেবে আরো কিছু অসাধারন লিংক পাওয়া........।
আশা, আপনার এ পোস্টটিও পরবর্তীতে এ লিস্টে আসবে।
১৫ ই মার্চ, ২০১৮ রাত ৮:৪৫
আমি তুমি আমরা বলেছেন: আমিও ইতিহাসের কোন চিপায় নাই, তাই এসব ঐতিহাসিক পোস্ট আর ব্লগার নিয়ে গুতাগুতি করি, যদি ইতিহাস একটু জায়গা দেয় আমায়
৮| ১৫ ই মার্চ, ২০১৮ রাত ৮:৫৪
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: "অপ্রকাশিত ভালোবাসা" --- A SAD LOVE STORY
http://www.somewhereinblog.net/blog/nissongojoddha/29128150
"তাস খেলার ইতিহাস এবং তৎসংশ্লিষ্ট কিছু মজার ম্যাজিক"
http://www.somewhereinblog.net/blog/SHOMMRAT/30067896
"নীরব ভালোবাসা" --- A Silent Love Story
http://www.somewhereinblog.net/blog/nissongojoddha/29128281
কত কিছু জানি নারে ? পাঠক নিজ দায়িত্বে হজম করিবেন-৬
http://www.somewhereinblog.net/blog/plaban2003/30044212
বেলজিয়ামের ইতিহাসে আজ অবধি ঘটে যাওয়া,সবচেয়ে চাঞ্চল্যকর অপরাধের তালিকায় শীর্ষে যে ক্রাই্ম তা ঘটানো হয়েছিল বাংলাদেশের জন্য
http://www.somewhereinblog.net/blog/Giasliton007/29907706
জন্ম বিরতিকরণ পিল “যেন কাশ ফুলের নরম ছোঁয়া”- ডাহা মিথ্যা কথা! দয়া করে কেউ স্ত্রীকে জন্ম বিরতিকরণ পিল খেতে বাধ্য করবেন না- এটাই "নারী দিবসে" আমার চাওয়া
http://www.somewhereinblog.net/blog/nondini/30115496
লিংক দিয়ে দিলাম। এড করে নিন
১৫ ই মার্চ, ২০১৮ রাত ৯:২২
আমি তুমি আমরা বলেছেন: লিংক সবগুলোই আছে আমার কাছে। ইন্টারনেট কানেকশন স্লো বলে প্রথমে এড করিনি।
সময় করে সবগুলোর লিংকই যোগ করে দেব ইন শা আল্লাহ
৯| ১৫ ই মার্চ, ২০১৮ রাত ৯:০৭
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ আপনাকে। কৌতূহল মিটলো।
১৫ ই মার্চ, ২০১৮ রাত ৯:২২
আমি তুমি আমরা বলেছেন: স্বাগতম
১০| ১৫ ই মার্চ, ২০১৮ রাত ৯:৫৭
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আগে ফেস বুকে লাইক দিলে সেটা সামুতে শেয়ারে কাউন্ট হত। বছর খানেক আগেও আমার ওই পোস্টে ৪১ হাজার শেয়ার দেখাতো, এখন যা লাইক দেখায়।
১৬ ই মার্চ, ২০১৮ দুপুর ২:২২
আমি তুমি আমরা বলেছেন: আমি কখনো ফেসবুকে লাইক দেই না, সবসময় শেয়ার করি। সামু সেই শেয়ারকে লাইক হিসেবে কাউন্ট করে। এই পোস্টটাও আমি ফেসবুকে শেয়ার করেছি, লাইক বাটনে ক্লিক করিনি। সামু এই শেয়ারকেই লাইক হিসেবে দেখাচ্ছে।
১১| ১৫ ই মার্চ, ২০১৮ রাত ১১:৩২
আবু তালেব শেখ বলেছেন: জেনে ভালো লাগলো গতদিনের প্রশ্নের উঃ টা
১৬ ই মার্চ, ২০১৮ দুপুর ২:২২
আমি তুমি আমরা বলেছেন: ধন্যবাদ
১২| ১৬ ই মার্চ, ২০১৮ রাত ১২:৩৩
কানিজ রিনা বলেছেন: অপেক্ষায় ছিলাম নাম প্রকাশ করবেন।
পেরেছেন বটে, সামুর পক্ষ থেকে এদের
জন্য নো-বেল দিলে ভালা। অসংখ্য ধন্যবাদ।
১৬ ই মার্চ, ২০১৮ দুপুর ২:২৩
আমি তুমি আমরা বলেছেন: ভাল বলেছেন।
১৩| ১৬ ই মার্চ, ২০১৮ দুপুর ১২:৪৮
সিফটিপিন বলেছেন: আপনার আগের পোস্টে জানতে চেয়েছিলাম-
কোন পোস্টটি সবচেয়ে বেশি প্রিয়তে নেওয়া হয়েছে?
১৬ ই মার্চ, ২০১৮ দুপুর ২:২৯
আমি তুমি আমরা বলেছেন: সবচেয়ে বেশি প্রিয়তে নেয়া হয়েছে এই পোস্টটা। সর্বমোট ১৩৭৯ বার।
সবচেয়ে বেশীবার প্রিয়তে নেয়া পোস্টগুলো সম্পর্কে বিস্তারিত জানতে এখানে ক্লিকান।
ধন্যবাদ
১৪| ১৬ ই মার্চ, ২০১৮ দুপুর ২:৪০
সিফটিপিন বলেছেন: আমিও নিয়ে নিলাম, এভাবে এক সময় আপনার পোস্ট গুলোও সর্বাধিক স্থান পাবে।
১৬ ই মার্চ, ২০১৮ দুপুর ২:৪৩
আমি তুমি আমরা বলেছেন: ধন্যবাদ সিফটিপিন
১৫| ১৬ ই মার্চ, ২০১৮ বিকাল ৩:২১
সেলিম আনোয়ার বলেছেন: আপনার পোস্ট গুলো ব্লগের দারুন সব বিষয় নিয়ে। এটিও ব্যতিক্রম নয়।
১৬ ই মার্চ, ২০১৮ বিকাল ৩:২৩
আমি তুমি আমরা বলেছেন: ধন্যবাদ সেলিম ভাই।
১৬| ১৬ ই মার্চ, ২০১৮ বিকাল ৪:২৯
অপু তানভীর বলেছেন: দুই লাখ হিটওয়ালা পোস্ট দেখিয়া চমৎকৃত হইলাম !
১৬ ই মার্চ, ২০১৮ বিকাল ৫:১৫
আমি তুমি আমরা বলেছেন: আমার মনে হয়না কারো ধারণাতেও ছিল এই পোস্টের হিট দুই লাখ ছাড়িয়ে যাবে। একই লেখকের প্রায় দেড় লাখ হিট ওয়ালা আরেকটি পোস্ট আছে।
১৭| ২১ শে মার্চ, ২০১৮ বিকাল ৪:৪২
হাসান মাহবুব বলেছেন: চমৎকার উদ্যোগ!
২৪ শে মার্চ, ২০১৮ রাত ১১:৩৯
আমি তুমি আমরা বলেছেন: ধন্যবাদ হামা
১৮| ১৬ ই এপ্রিল, ২০১৮ রাত ১:৩৬
অপু তানভীর বলেছেন: আরে দেখেন আমার নিজের একটা গল্প আছে দের লাখের উপরে হিট ওয়ালা । এতোদিন পরে খেয়াল করলাম !
১৬১৫১২ বার পঠিত
১৯ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৪:৫৫
আমি তুমি আমরা বলেছেন: বাহ।লিস্টে এডায়া দিমু নে।
১৯| ০৪ ঠা মে, ২০১৮ রাত ১০:৫৭
নূর-ই-হাফসা বলেছেন: নতুন কোন পিশাচ কিংবা ভয়ংকর গল্প কি আর দিবেন না? অনেক দিন তো হলো ।
০১ লা জুন, ২০১৮ বিকাল ৩:২৯
আমি তুমি আমরা বলেছেন: প্রায় মাসদুয়েক সামুতে ছিলাম না, আপনার মন্তব্যের জবাব দিতে তাই অনেক দেরী হয়ে গেল।
নতুন পোস্ট দিয়েছি। আপনার উপস্থিতি কাম্য।
২০| ০১ লা জুন, ২০১৮ সন্ধ্যা ৬:০০
সনেট কবি বলেছেন: ভালো সংগ্রহ, প্রিয়তে রেখে দিলাম।
০২ রা জুন, ২০১৮ বিকাল ৪:৪২
আমি তুমি আমরা বলেছেন: ধন্যবাদ সনেট কবি
২১| ১২ ই জানুয়ারি, ২০২০ দুপুর ১:১৮
করুণাধারা বলেছেন: কোন পোস্টে দেড় দুই লাখ হিট হতে পারে, ভাবতেই পারি না। আপনার কল্যাণে জানা গেল এমনটা হয়েছে। ধন্যবাদ এই পোস্টের জন্য... যাই, অন্য লিংকের পোস্ট পড়ে দেখি!
১২ ই জানুয়ারি, ২০২০ রাত ১০:২৫
আমি তুমি আমরা বলেছেন: এককালে আমিও ভাবতে পারতাম না। এখন দেখি এই ব্লগে লক্ষাধিক পোস্ট আছে ৭টি!!!
©somewhere in net ltd.
১| ১৫ ই মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:৫০
সম্রাট ইজ বেস্ট বলেছেন: ভাই, এই ছয়টি পোস্টের লিংক দিয়ে দিলে মনে হয় ভাল হত।