নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
লেখার সর্বস্বত্ব সংরক্ষিত।আমার অনুমতি ছাড়া এই ব্লগের লেখা কোথাও প্রকাশ করা যাবে না।
হঠাত সামুতে লগইন করে দেখি চার দিন আগেই নয় বছর পেরিয়ে গেছে। এই নয় বছরে যাদের লেখা পড়ে আমি আনন্দ পেয়েছি, যারা আমার লেখা পড়ে আনন্দ পেয়েছেন, যারা আমায় উতসাহ দিয়েছেন, যারা আমার কাছ থেকে উতসাহ পেয়েছেন, যারা নীরবে আমার লেখা পড়ে প্রতিক্রিয়া না জানিয়েই চলে গেছেন, যাদের লেখা পড়ে আমি কোন প্রতিক্রিয়া জানাইনি, সামুর এই দুর্দিনেও যারা নিয়মিত লগইন কতেন আর যারা এখনো অফলাইনে লেখা পড়েন- তাদের সবাইকে ধন্যবাদ, অভিনন্দন ও শুভেচ্ছা।
মোবাইল থেকে পোস্টটা আরো দীর্ঘায়িত করতে পারতাম, করলাম না। ছোট স্ক্রীন থেকে বড় পোস্ট দেয়া আরামদায়ক কিছু না।তাছাড়া বড় পোস্টের পাঠকও কম।
সবাইকে আবারও ধন্যবাদ।
২১ শে জুন, ২০১৯ রাত ৯:০৪
আমি তুমি আমরা বলেছেন: আপনাকে ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ।
২| ২১ শে জুন, ২০১৯ রাত ৯:১৩
করুণাধারা বলেছেন: নয় বছর পূর্তিতে অভিনন্দন জানাই।
ধন্যবাদ চমৎকার সব পোস্ট দিয়ে আমাদের আনন্দ দেবার জন্য।
অসংখ্য শুভেচ্ছা রইল আগামী দিনের জন্য। আশা করি সব সময় সামুতে থাকবেন।
২১ শে জুন, ২০১৯ রাত ১০:০৬
আমি তুমি আমরা বলেছেন: আপনাকেও ধন্যবাদ সুন্দর এই মন্তব্যের জন্য।আমিতো সামুতে থাকতেই চাই, আশা করি আপনাদেরকেও পাশে পাব আগামী দিনগুলোয়
ভাল থাকুন। শুভকামনা।
৩| ২১ শে জুন, ২০১৯ রাত ৯:১৪
রাজীব নুর বলেছেন: ৯ বছর অনেক সময়।
ভালো থাকুন।
২১ শে জুন, ২০১৯ রাত ১০:০৭
আমি তুমি আমরা বলেছেন: ৯ বছর আসলেই অনেক লম্বা সময়। দেখা যাক আর কতদিন টিকে থাকতে পারি এই প্লাটফর্মে।
৪| ২১ শে জুন, ২০১৯ রাত ৯:৫৪
আহমেদ জী এস বলেছেন: আমি তুমি আমরা,
অনেক লম্বা সময়। এ সময়টা আরও প্রলম্বিত হোক আমি তুমি আমরাদের সাথে।
এরপর থেকে আর হঠাৎ নয় প্রতিটি দিন, প্রতিটি পল থাকুন আমাদের সাথে। এই দুর্দিনে আমি তুমি আমরা সবাই জমিয়ে রাখি সামুর মাঠ।
একরাশ শুভেচ্ছা নবমবর্ষ পূর্তির।
২১ শে জুন, ২০১৯ রাত ১০:১৯
আমি তুমি আমরা বলেছেন: ধন্যবাদ ভাই।নয় বছর আসলেই অনেক লম্বা সময়। পেছনে ফিরে তাকালে মনে হয় আরো অনেক কিছু লেখার ছিল, অলসতা কিংবা মোটিভেশনের অভাব অথবা শুধুমাত্র ইচ্ছা করে না- নানা কারণে অনেক পোস্ট লিখতে বসেও লেখা হয়নি। পুরনো অনেক ব্লগার, যাদের সাথে এককালে নিয়মিত ইন্টারেকশন হত- তাদের ব্লগ ছেড়ে যাওয়াটাও একটা কারণ হতে পারে।
সামুতে নিয়মিত আসা হয় মা মূলত বিআরটিসি ব্যান শুরু হওয়ার পর থেকে। প্রক্সি সাইট ব্যবহার করে সামুতে ঢোকা যায়, কিন্তু পোস্টের মন্তব্য দেখা যায় না। এদিকে মোবাইল থেকে ঢুকলে আসে মোবাইল সাইট, আজব কারণে ডেস্কটপ সাইট একসেস করা যায় না। মূলত এই ঝামেলার কারণেই খুব কম আসা হয় সামুতে।
সামুতে নিয়মিত হতেই চাই। ডেস্কটপ সাইট একসেস করা যায় না, মোবাইল সাইটের কোন উন্নয়ন নাই, সামুর এন্ড্রয়েড এপের কতজা নাহয় নাইবা বললাম। এভাবে কি পারা যায়?
৫| ২১ শে জুন, ২০১৯ রাত ১০:৩৭
আহমেদ জী এস বলেছেন: আমি তুমি আমরা,
ধন্যবাদ প্রতিমন্তব্যে।
আমরাও কম বেশী ভুগছি আপনার মতো।
সহব্লগার আর্কিওপটেরিক্স এর দেয়া এই পোস্টটি হয়তো আপনার মুশকিল আসান করতে পারে---সামু ব্যবহারের যত উপায়
২১ শে জুন, ২০১৯ রাত ১১:১২
আমি তুমি আমরা বলেছেন: অনেক ধন্যবাদ ভাই।
৬| ২১ শে জুন, ২০১৯ রাত ১১:৪০
ল বলেছেন: অভিনন্দন রলো
২২ শে জুন, ২০১৯ দুপুর ১:০৯
আমি তুমি আমরা বলেছেন: ধন্যবাদ ল
৭| ২২ শে জুন, ২০১৯ রাত ১২:৪৬
পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: নবম বর্ষপূর্তির শুভেচ্ছা।
বিভিন্ন বিষয়ের উপর লিংকসহ আপনার পোস্টগুলো খুব ভালো লাগতো। আবার শুরু করতে পারেন
২২ শে জুন, ২০১৯ দুপুর ১:১৭
আমি তুমি আমরা বলেছেন: ধন্যবাদ।
আমার সংকলন পোস্টগুলো আপনার ভাল লাগত জেনে খুশি হলাম। একটা ভাল সংকলন পোস্ট দাড় করানো বেশ সময়সাপেক্ষ আর শ্রমসাধ্য ব্যাপার। তাছাড়া এর ব্লগে নিয়মিত আপডেটেড থাকা প্রয়োজন। এজন্যই এখন আর সংকলন পোস্ট করিনা।
ব্লগার প্রবাসী পাঠক একবার বিভিন্ন টপিকের ওপর সংকলন পোস্টের একটা সংকলন করেছিলেন। সময় থাকলে ওটা দেখতে পারেন।
৮| ২২ শে জুন, ২০১৯ রাত ১২:৫৩
মেঘ প্রিয় বালক বলেছেন: অভিনন্দন ও শুভেচ্ছা জানিবেন।
২২ শে জুন, ২০১৯ দুপুর ১:১৮
আমি তুমি আমরা বলেছেন: ধন্যবাদ মেঘ প্রিয় বালক।
৯| ২২ শে জুন, ২০১৯ রাত ১:০৭
মাহমুদুর রহমান সুজন বলেছেন: আপনার নয় বছর পূর্তিতে আপনাকে অভিনন্দন। আমাদের সাথেই থাকুন। ভালো থাকবেন সবসময়।
২২ শে জুন, ২০১৯ দুপুর ১:১৯
আমি তুমি আমরা বলেছেন: সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ সুজন। আপনার জন্য শুভকামনা।
১০| ২২ শে জুন, ২০১৯ সকাল ৯:০৪
নতুন নকিব বলেছেন:
নয় বছর দীর্ঘ একটা সময়। এতটা দিন সামুতে আছেন দেখে ভালো লাগছে। অনেক অনেক শুভকামনা আপনার জন্য। আরও সুন্দর হোক আপনার সামনের দিনগুলো। আপনাদের মত পুরাতন ব্লগ-রত্নদের নিয়মিত বিচরণে আবারও প্রাণবন্ত এবং সজীব হয়ে উঠুক সামুর অঙ্গন।
২২ শে জুন, ২০১৯ দুপুর ১:২৫
আমি তুমি আমরা বলেছেন: নয় বছর আসলেই দীর্ঘ সময়। তবে হিসাব করলে দেখা যাবে এই নয় বছরের মধ্যে হয়ত প্রথম তিন-সাড়ে তিন বছর ব্লগে নিয়মিত ছিলাম।তারপর থেকে কিছুদিন নিয়মিত, এরপর একটা লম্বা সময় ডুব, আবার ফিরে আসি, আবার ডুব- এভাবেই চলছে।
আমিও চাই নতুন-পুরাতন সবার পদচারণায় আবার সামু মুখর হয়ে উঠুক। জানিনা সেদিন আদৌ আসবে কিনা।
ভাল থাকুন। শুভকামনা সবসময়
১১| ২২ শে জুন, ২০১৯ সকাল ১০:৪০
বিদ্রোহী ভৃগু বলেছেন:
মেঘের ছায়ায়
অলখে নিরবে বয়ে যায় সময়!
হঠাৎ মেলে হিসেবের খেরোখাতা
অবাক বিস্ময়ে হতবাক
কত জল বয়ে গেছে গঙ্গা যমুনায়
সামু স্বাধীনতা হারিয়ে এখন শৃংখল পায়
তবু আছি থাকবো
স্বাধীনতার পথে অবিরম লড়বো!
নয় বর্ষ পূর্তির শুভেচ্ছা ও অভিনন্দন
২২ শে জুন, ২০১৯ দুপুর ১:৩২
আমি তুমি আমরা বলেছেন:
কত জল বয়ে গেছে গঙ্গা যমুনায়
সামু স্বাধীনতা হারিয়ে এখন শৃংখল পায়
তবু আছি থাকবো
স্বাধীনতার পথে অবিরম লড়বো!
লড়েতো যেতেই হবে ব্রাদার। মত প্রকাশের এই প্লাটফর্মটাও চলে গেলে আমরা কোথায় যাব?
১২| ২২ শে জুন, ২০১৯ সকাল ১১:৩৩
কালো যাদুকর বলেছেন: শুভেচ্ছা। আমিও অনেকদিন ধরে আছি, তবে আমি মূলত পাঠক, মন্তব্য খুব একটা করা হয় না। আগে এখানে কত লেখা বেরত, এখন খুবই বাজে সময় যাচ্ছে।
ভাল থাকুন।
২২ শে জুন, ২০১৯ দুপুর ১:৩৬
আমি তুমি আমরা বলেছেন: এখনো ভাল লেখা আসছে না- তা কিন্তু নয়। সমস্যা হচ্ছে প্রয়োজনের তুলনায় সংখ্যাটা অনেক কম। তাছাড়া নির্বাচিত পাতা নিয়মিত আপডেট হয় না বলে অনেক ভাল লেখাই চোখের আড়ালে রয়ে যায়।
ব্লগের বাজে সময় যাচ্ছে-এটা অস্বীকার করার কোন সুযোগ নেই। আশায় বুক বাধি- হয়ত একদিন সব বদলাবে।
মন্তব্যের জন্য ধন্যবাদ। শুভকামনা সবসময়।
১৩| ২২ শে জুন, ২০১৯ দুপুর ১:১৪
ভুয়া মফিজ বলেছেন: নয় বছর!!!!!!!!!!
আপনি তো মোটামুটি ডায়নোসর যুগের ব্লগার।
তবে ব্লগিং এক্টিভিটি আরেকটু বাড়ালে ভালো হতো। আপনার নিত্য-নতুন গল্প পড়তে পারতাম। যাইহোক, আশাকরি, পথচলা বন্ধ হবে না।
অনেক অনেক শুভেচ্ছা।
২২ শে জুন, ২০১৯ দুপুর ১:৪১
আমি তুমি আমরা বলেছেন: কি যে বলেন। ২০০৫-০৬ সাল থেকে ব্লগিং করছেন এমন ব্লগারও আছেন এই প্লাটফর্মে, সেখানে আমার শুরুটা ২০১০ এ। হয়ত ২০০৯ এ শুরু করতে পারতাম, যখন প্রথম ব্লগ পড়তে শুরু করেছিলাম, কেন যেন রেজিস্ট্রেশন করতে করতে ২০১০ হয়ে গেল। নাহয় এবছরই দশক পূর্তির পোস্ট দিতে পারতাম।
আপনার ব্লগ ঘুরে এলাম। আপনারও তিন বছর পেরিয়ে গেছে ব্লগে। এই তিন বছরে প্রত্যাশা আর প্রাপ্তির ব্যবধান কতটুকু?
১৪| ২২ শে জুন, ২০১৯ দুপুর ১:২৪
নীল আকাশ বলেছেন: নয় বছর পূর্তিতে অভিনন্দন জানাই। কেন যেন পড়ি পড়ি করেও আপনার লেখা পড়া হয়নি।
ধন্যবাদ আপনাকে সামুর সাথে এত দীর্ঘ সময় থাকার জন্য।
২২ শে জুন, ২০১৯ দুপুর ১:৪২
আমি তুমি আমরা বলেছেন: আশা করছি আমার আগামী পোস্টগুলোতে আপনাকে পাব।
মন্তব্যের জন্য ধন্যবাদ। ভাল থাকুন।
১৫| ২২ শে জুন, ২০১৯ দুপুর ১:৪৮
ভুয়া মফিজ বলেছেন: ২০০৫-০৬ সাল থেকে ব্লগিং করছেন এমন ব্লগারও আছেন এই প্লাটফর্মে, সেখানে আমার শুরুটা ২০১০ এ সেজন্যেই তো মোটামুটি ডায়নোসর যুগের বলেছি, পুরাপুরি বলি নাই!
আপনারও তিন বছর পেরিয়ে গেছে ব্লগে। এই তিন বছরে প্রত্যাশা আর প্রাপ্তির ব্যবধান কতটুকু? দেখি, আর কিছু বছর পার করি; তারপর বলা যাবে। নেশার রং তো মাত্র লাগতে শুরু করেছে!
১০ ই সেপ্টেম্বর, ২০১৯ রাত ১০:১৫
আমি তুমি আমরা বলেছেন: নেশার রং তো মাত্র লাগতে শুরু করেছে!
নেশার রঙ লেগে থাকুক দুচোখে। মন্তব্যের জন্য ধন্যবাদ।
১৬| ২২ শে জুন, ২০১৯ রাত ৯:৪১
আর্কিওপটেরিক্স বলেছেন: সামু ব্যবহারে সমস্যা হলে আমাকে বলতে পারেন
১০ ই সেপ্টেম্বর, ২০১৯ রাত ১০:২৪
আমি তুমি আমরা বলেছেন: আচ্ছা, মাথায় থাকবে।
১৭| ২২ শে জুন, ২০১৯ রাত ১০:০০
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: অভিনন্দন এন শুভকামনা ।
১০ ই সেপ্টেম্বর, ২০১৯ রাত ১০:২৪
আমি তুমি আমরা বলেছেন: ধন্যবাদ গিয়াস ভাই
১৮| ২২ শে জুন, ২০১৯ রাত ১০:৫৬
পদাতিক চৌধুরি বলেছেন: দীর্ঘ নয় বছরের মাইলফলক অতিক্রান্ত করার জন্য আপনাকে জানাই অভিনন্দন। সঙ্গে রইল আমার আন্তরিক শুভেচ্ছাবার্তাও।
১০ ই সেপ্টেম্বর, ২০১৯ রাত ১০:২৮
আমি তুমি আমরা বলেছেন: ধন্যবাদ পদাতিক চৌধুরী
১৯| ২৭ শে জুন, ২০১৯ বিকাল ৪:৩৬
নজসু বলেছেন:
শুভেচ্ছা
১০ ই সেপ্টেম্বর, ২০১৯ রাত ১১:১৫
আমি তুমি আমরা বলেছেন: ধন্যবাদ নজসু
২০| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৯ রাত ১১:৩৩
সোহানী বলেছেন: শুভেচ্ছা বুড্ডা ভাই/আপা....। আমার মতো বুড়ো বুড়ি দেখলে মনে বড়ই আনন্দ হয়
আরো শূণ্য সহযোগে ৯০ পার করুন এ প্রত্যাশায়।
১৯ শে সেপ্টেম্বর, ২০১৯ রাত ১১:৪৮
আমি তুমি আমরা বলেছেন: ভাই বলেই ডাকেন, আপা কইয়েন না।
আসলেই বুড়া হয়ে গেলাম আমরা।আপনারতো অলমোস্ট এক যুগ হয়ে গেছে। আরো যুগের পর সামু দাপায় বেড়ান- এই প্রত্যাশায় ...
২১| ২১ শে এপ্রিল, ২০২০ সকাল ৮:৩১
ফারহানা শারমিন বলেছেন: নয় বছর। দীর্ঘ সময়! দেরিতে হলেও শুভেচ্ছা রইল।
০২ রা মে, ২০২০ বিকাল ৪:৫১
আমি তুমি আমরা বলেছেন: হ্যা, নয় বছর আসলেই দীর্ঘ সময়। বেঁচে থাকলে আগামী দুই মাস পর সেটা দশ বছর হয়ে যাবে ইন শা আল্লাহ।
মন্তব্যের জন্য ধন্যবাদ। শুভকামনা রইল।
©somewhere in net ltd.
১| ২১ শে জুন, ২০১৯ রাত ৮:৪৮
আর্কিওপটেরিক্স বলেছেন: নয় বছরের জন্য শুভেচ্ছা, শুভেচ্ছা, শুভেচ্ছা, শুভেচ্ছা, শুভেচ্ছা, শুভেচ্ছা, শুভেচ্ছা, শুভেচ্ছা, শুভেচ্ছা !!