নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নাস্তিক ও রাজাকার মুক্ত ব্লগ

আমি তুমি আমরা

লেখার সর্বস্বত্ব সংরক্ষিত।আমার অনুমতি ছাড়া এই ব্লগের লেখা কোথাও প্রকাশ করা যাবে না।

আমি তুমি আমরা › বিস্তারিত পোস্টঃ

রম্যগল্পঃ জন্মদিন

০৭ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:১৪

সেদিন ছিল আমার জন্মদিন।
অফিসে তাড়া ছিল, তাই সকালে তাড়াতাড়িই বের হয়ে গেলাম।
লিফটে আর অফিসে ঢোকার মুখে কয়েকজন উইশ করল। সবাইকে হাসিমুখে ধন্যবাদ দিয়ে নিজের কেবিনে ঢুকে পড়লাম।
পেটে ভয়াবহ রকমের অস্বস্তি হচ্ছিল। পরপর কয়েকটা পাদ দিলাম। মিনিটখানেকের জন্য রুমে একটা তীক্ষ্ণ গন্ধ ছড়িয়ে পড়ল।
ভাইরে ভাই, পুরা এক মিনিটকে মনে হলে যেন অনন্তকাল। কোনভাবেই রুমে টেকা যাচ্ছিল না।
হঠাৎ করে এমন হল কেন?
নিশ্চয়ই ওই ছোলাগুলোর জন্য।সকাল সকাল প্লেটে ছোলাগুলো দেখেই মনে হয়েছিল কিছু একটা সমস্যা আছে।
বুঝতে পারছিলাম আজকে পুরোদিন পেটটা আমাকে জ্বালাতন করবে। তাই তাড়াতাড়ি নিজের কাজগুলো গুছিয়ে নিলাম। এসাইনম্যান্টটা বসকে বুঝিয়ে দিয়ে বললাম, স্যার, আজকে আমার কিছু প্ল্যান ছিল। একটু তাড়াতাড়ি বের হতে চাচ্ছিলাম।
কাজ শেষ দেখে বস রাজি হয়ে গেলেন। এমনকি আমি রুম থেকে বের হওয়ার সময় আমাকে "হ্যাপী বার্থডে" উইশও করলেন।
কোনরকমে একটা উবারে চেপে বাসায় চলে এলাম।
দরজায় আমার জন্য সানি দাড়িয়েছিল।
"হ্যাপি বার্থডে, জান" বলতে বলতে আমাকে জড়িয়ে ধরল সানি।"একটা সারপ্রাইজ আছে।"
"সারপ্রাইজ?"
"হ্যা" আগে চোখ বন্ধ কর।
আমি চোখ বন্ধ করলাম। সানি একটা রুমার দিয়ে আমার চোখ বেঁধে দিল।
"এস"
হাত ধরে সানি আমাকে টেনে নিয়ে যাচ্ছিল। চোখ বন্ধ থাকলেও বুঝতে পারছিলাম মাত্র বারান্দা পার হলাম, ড্রইং রুম পার হয়ে চলে এলাম ডাইনিং-এ।
সানি একটা চেয়ার টেনে আমাকে বসিয়ে দিল।
"কি, এবার রুমাল সরাব? এখন চোখ খোলা যাবে?"
"আরে বাবা, ওয়েইট কর। বললাম না, সারপ্রাইজ। এত তাড়াহুড়া করলে কিভাবে হবে?"
"আর কতক্ষণ?"
সানি আমার কথার জবাব দিতে পারল না। আমাদের বেডরুমে থাকা ল্যান্ডফোনটা বেজে উঠল।
"আসতেছি। তুমি কিন্তু চোখ খুলবা না" বলতে বলতে পাশের রুমে চলে গেল সানি।
সম্ভবত সানির কোন বন্ধু ফোন করেছে। সানির এই এক দোষ। বন্ধুদের সাথে গল্প শুরু হলে আর কোন হুশজ্ঞান থাকে না।
বসে বসে বোর হচ্ছি। এদিকে আবার পেটে অস্বস্তি শুরু হয়েছে।
নতুন একটা পাদ দিলাম।
বাপরে, কি বীভৎস গন্ধ। ভাগ্যিস, সানি আশেপাশে নেই। নাহলে খুব লজ্জায় পরে যেতাম।
কোন লাভ হচ্ছে না। একটা দেয়ার পরও পেটে আরাম পাচ্ছি না।
সানি এখনো ফোনে গল্প করছে।
এই সুযোগে আরেকটা ছেড়ে দেব নাকি? ও আসার আগেই যদি পেটে একটু আরাম পাওয়া যায়?
সেটাই করার সিদ্ধান্ত নিলাম।
ভেবেছিলাম একটা হবে, পরপর তিনটা বেরিয়ে গেল। একেবারে হ্যাট্রিক।
মনে হচ্ছিল যেন এক ঝাক পচা মাছের মাঝখানে বসে আছি।এবার বাধ্য হয়েই নিজের নাক চেপে ধরলাম।
আহ, এবার একটু শান্তি লাগছে।
সানির পায়ের শব্দ শুনতে পাচ্ছিলাম। কয়েক সেকেন্ড পর আমার কানের কাছে মুখ এনে বলল," এবার চোখ খোল।"
চোখ খুললাম।
আমার সামনে একটা বিশাল বার্থডে কেক আর কেক ঘিরে দাঁড়িয়ে আছে জনা দশেক মানুষ।
নিজেদের নাক চেপে ধরে রেখেই ওরা সবাই গেয়ে উঠল, "হ্যাপি বার্থডে টু ইউ ... ... "

==========================================================================
কোন মৌলিক গল্প নয়। Quora.com -এ ব্রাউজ করতে গিয়ে হঠাৎ করেই গল্পটা চোখে পড়ল। কোন লেখকের নাম উল্লেখ ছিল না, সম্ভবত কোন প্রচলিত কৌতুক। লিখেছি নিজের মত করে, আশাকরি কেউ অফেন্ডেড হবেন না।

-আমি তুমি আমরা

মন্তব্য ১৪ টি রেটিং +২/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ০৭ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:২২

বিজন রয় বলেছেন: কেমন আছেন?

হুট করে যান আর আসেন।
তবুও তো আসেন, অনেকেই আর আসেন না।

০৭ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:২৯

আমি তুমি আমরা বলেছেন: আলহামদুলিল্লাহ। বেশ ভাল আছি।
আশা করি আপনিও ভাল আছেন।

আসলে নিয়মিত ব্লগে আসার অভ্যাসটাই নষ্ট হয়ে গেছে। একসময় ব্লগে লগইন না করলে মনে হত সারাদিনে কি যেন করলাম না, এখন আর সেই অনুভূতিটা হয় না।

তবুও আসি, আসতে হয়। কোথায় যেন আটকা পড়ে আছি।

২| ০৭ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:৪৬

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
এত পাদাপাদির দরকা কি ছিলো।
এখনও মনে হয় গন্ধ পাচ্ছি !!

০৭ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:৪৮

আমি তুমি আমরা বলেছেন: =p~ =p~ =p~

৩| ০৭ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:৫০

রাজীব নুর বলেছেন: !

০৭ ই ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:০০

আমি তুমি আমরা বলেছেন: ?

৪| ০৭ ই ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:৫৪

তারেক ফাহিম বলেছেন: বসের রুমে থাকাকালীন পাদটা ছাড়লে আপনার আর এ্যাসাইনমেন্ট জমা দেয়া লাগতো না,

এমনিতেই বলতে, যাও ফ্রেস হয়ে আসো। B-)

০৭ ই ডিসেম্বর, ২০১৯ রাত ৮:১০

আমি তুমি আমরা বলেছেন: ভাল পয়েন্ট ধরেছেন। ভাগ্যিস বসের রুমে থাকার সময় পেটে চাপ পড়েনি ... ... ;) :P

৫| ০৭ ই ডিসেম্বর, ২০১৯ রাত ৯:৪১

বিদ্রোহী ভৃগু বলেছেন: ভাইরে কি শুনােইলেন .....


নাক ধরে কমেন্ট করুম কিনা ভাবতেছি :P =p~ =p~ =p~

আমি পুরানা পোষ্টে যাই নাই!
এক্কেবারে নতুনটাতেই এলাম :) ;)

০৭ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১০:০৫

আমি তুমি আমরা বলেছেন: নাক ধরে কমেন্ট করুম কিনা ভাবতেছি

হাত দিয়ে নাক চেপে ধরলে কিবোর্ড চাপবেন কি দিয়ে? ;) :P

৬| ০৭ ই ডিসেম্বর, ২০১৯ রাত ৯:৪৭

নীল আকাশ বলেছেন: প সম্পর্কীয় শব্দ না লিখে ভদ্রচীত কোন শব্দ ব্যবহার করলে ভালোই হতো!
চাদগাজি কই? এটার পর উনি মন্তব্য কি লিখেন সেটা পড়া দরকার!

০৭ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১০:০৭

আমি তুমি আমরা বলেছেন: এটার কোন ভদ্র প্রতিশব্দ নাইরে ভাই, থাকলেও অন্তত আমার জানা নেই। নিজেদের মধ্যে কথোপকথনে এই শব্দটি আমরা নিয়মিত ব্যবহার করি, তাহলে ব্লগে আর ব্যবহার করতে সমস্যা কি?

মন্তব্যের জন্য ধন্যবাদ।আশা করি ভাল আছেন।

৭| ০৮ ই জুলাই, ২০২০ বিকাল ৩:০৯

রাতুল_শাহ বলেছেন: হা হা হা..............
প্রথম দিকে বিনোদন খুঁজছিলাম, পাচ্ছিলাম না।
শেষেই বিনোদন।

১৮ ই জুলাই, ২০২০ রাত ৮:২৪

আমি তুমি আমরা বলেছেন: আপনিতো ভাই তাও বিনোদিত হয়েছেন। এই গল্প পড়ে অনেকের শালীনতাবোধ আহত হয়েছে। অথচ এটা একটা স্বাভাবিক শারীরবৃত্তিয় প্রক্রিয়া!!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.