নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নাস্তিক ও রাজাকার মুক্ত ব্লগ

আমি তুমি আমরা

লেখার সর্বস্বত্ব সংরক্ষিত।আমার অনুমতি ছাড়া এই ব্লগের লেখা কোথাও প্রকাশ করা যাবে না।

আমি তুমি আমরা › বিস্তারিত পোস্টঃ

পরমাণু গল্পসমগ্র-১১ঃ পাগলের সুখ মনে মনে

০৫ ই মে, ২০২০ রাত ৯:০০

পরীক্ষা শেষ হওয়ার পর বেরিয়ে এল ওরা দুজন।
ফার্স্টবয়ঃ কিরে, পরীক্ষা কেমন হল?
লাড্ডুঃ ব্যাপক দোস্ত। পরীক্ষার হলে কোপায় লিখে আসছি।
-তাই নাকি? সেরকম প্রিপারেশন ছিল মনে হচ্ছে?
-হ্যা দোস্ত। আগের দুইবারতো স্যাররা আটকাইছে, বন্ধু ভরত থেকে দেখে দেখে অংকটা মিলানোর পর নিশ্চিত হয়ে গেলাম এবার আর কেউ পাশ ঠেকাতে পারবে না।মিনিমাম ৩০ তো পাবই।তাহলে স্যারতো তিন নম্বর গ্রেস দিয়েই দিবে।তা তোর পরীক্ষা কেমন হল?
-আর বলিস না।ভাল হয় নাই।
-সে কি।কেন?
-সময় ছিল না বলে শেষের দুইটা প্রশ্ন মনমত লিখতে পারিনি। তবে এ প্লাস ইন শা আল্লাহ থাকবে।
লাড্ডু ঠিক কি জবাব দেবে বুঝে উঠতে পারে না। খালি মনে মনে ভাবতে থাকে, ফার্স্টবয় হালায় পাগল নাকি?


আসুন এবার ঘুরে আসি প্যারালাল কোন ইউনিভার্স থেকে। সেই ইউনিভার্সে আমেরিকা নামক একটি দেশের একটি অংগরাজ্যের নাম মিনেসোটা। তাদের করোনা মহামারীর কোন প্রিপারেশন ছিল না। ৫৬ লাখ অধিবাসীর সে রাজ্যে দেখা গেল কোন প্রস্তুতি না থাকলেও প্রতিদিন তারা গড়ে হাজার চারেক করোনা পরীক্ষা করে, এখন পর্যন্ত তারা প্রায় ৮৬ হাজার করোনা পরীক্ষা করে ফেলেছে।

এবার আসুন ঘুরে আসি সেই ইউনিভার্সেরই একটি কাল্পনিক রাষ্ট্র ভুগান্ডা থেকে। করোনা মহামারীর প্রাথমিক পর্যায়ে সে দেশের সেকেন্ড ইন কমান্ড ঘোষণা করেছিলেন, "আমরা করোনার চেয়ে শক্তিশালী।" দেখা যাচ্ছে পুরা বই পড়ে ফাটিয়ে ফেলা, করোনা পরীক্ষার জন্য মারমার কাটকাট প্রিপারেশন নেয়া ১৮ কোটি মানুষের সেই দেশটি কোনরকমে দিনে পাচ থেকে ছয় করোনা টেস্ট করতে পারে, এতদিন পেরনোর পর তারা কোনরকমে ৯৩ হাজার টেস্ট করতে পেরেছে। আক্রান্তের সংখ্যা দশ হাজার ছাড়িয়ে গেলেও তারা মার্কেট খোলার সিদ্ধান্ত নিয়েছে। কারণ তেত্রিশে যার পাশ, সে এ প্লাস গোণে না।

০৫.০৫.২০২০



===============================================================
সিরিজের আগের পর্বসমূহঃ

পরমাণু গল্পসমগ্র-১
পরমাণু গল্পসমগ্র-২
পরমাণু গল্পসমগ্র-৩
পরমাণু গল্পসমগ্র-৪
পরমাণু গল্পসমগ্র-৫
পরমাণু গল্পসমগ্র-৬
পরমাণু গল্পসমগ্র-৭
পরমাণু গল্পসমগ্র-৮
পরমাণু গল্পসমগ্র-৯
পরমাণু গল্পসমগ্র-১০
পরমাণু গল্পসমগ্র-১১
পরমাণু গল্পসমগ্র-১২


মন্তব্য ১৯ টি রেটিং +১/-০

মন্তব্য (১৯) মন্তব্য লিখুন

১| ০৫ ই মে, ২০২০ রাত ৯:১৮

রাজীব নুর বলেছেন: দেশের যে অবস্থা অলরেডি মরার কথা ছিলো এক লাখ লোক। কিন্তু মরেনি।
বর্তমানে যে পরিস্থিতি করোনা আক্রান্ত হওয়ার কথা ৩০ লাখ। সেই তুলনায় অতি সামান্য।

কাজেই আমাদের ভয় নেই। ঈশ্বরের আমাদের প্রতি নজর আছে।

০৫ ই মে, ২০২০ রাত ১০:১৯

আমি তুমি আমরা বলেছেন: দেশ এখনো এক টেস্টই করতে পারে নাই, আপনি এক লাখ রোগী পাবেন কোত্থেকে? ৩৩ টার্গেট করলে এ প্লাস আসবে না।

২| ০৫ ই মে, ২০২০ রাত ৯:২৯

ক্ষুদ্র খাদেম বলেছেন: কিছু বলব না, বলতে গেলেই হুজুরের মুখ খারাপ :| :|

০৫ ই মে, ২০২০ রাত ১০:২১

আমি তুমি আমরা বলেছেন: আমিও তাই বলি। কিছু কইলেই খালি হুজুরের মুখ খারাপ। তারচেয়ে কিছু দেখব না, কিছু শুনব না, কিছু বলব না।

৩| ০৫ ই মে, ২০২০ রাত ৯:৩১

ওমেরা বলেছেন: করোনা টেষ্ট নিয়ে গাফলতি মোটামুটি সব দেশই করেছে আর বাংলাদেশে তো সমস্য সব দিকেই কাজেই এপ্লাসের স্বপ্ন দেখতে যেয়ে ঘুম নষ্ট করে লাভ নেই, টেনে টেনে ত্রিশ পেলেই হবে ————- তিন নাম্বার গ্রাস দিলেই হয় স্যার :D :D

০৫ ই মে, ২০২০ রাত ১০:৩৬

আমি তুমি আমরা বলেছেন: আপনার কথার সাথে সাথে একমত হতে পারছি না। দক্ষিণ কোরিয়া করোনা নিয়ন্ত্রণ করতে পেরেছে তাদের বিপুল সংখ্যক করোনা টেস্টের কারণে। সুতরাং করোনা টেস্ট নিয়ে সব দেশ গাফিলতি করেছে- এ কথা বলার কোন সুযোগ নেই। এ কথা অস্বীকার করার কোন সুযোগ নেই যে প্রযুক্তিগত সক্ষমতার দিক দিয়ে আমরা দক্ষিণ কোরিয়ার ধারে কাছেও নেই। তাই প্রথমেই আমাদের নজর দেয়া উচিত ছিল করোনা আক্রান্ত দেশগুলোর সাথে ফ্লাইট সাময়িক স্থগিত করা, প্রবাস ফেরত লোকজনের যথাযথ পরীক্ষা আর তাদের প্রোপার আইসোলেশনের ব্যবস্থা করা। তা না করে আমরা পড়ে রইলাম শতবর্ষ উদযাপন নিয়ে। বর্তমান পরিস্থিতির জন্য দায়ী সরকারের অজ্ঞতা, গাফিলতি আর দুর্নীতি।

পরিস্থিতি যেদিকে এগোচ্ছে তাতে ৩০ পাওয়া যাবে কিনা আমি তা নিয়েও সন্দিহান। হয়ত পুরো ৩৩-ই আমাদের গ্রেস দিতে হবে।

৪| ০৫ ই মে, ২০২০ রাত ১০:৫২

মীর আবুল আল হাসিব বলেছেন:

৩৩ টার্গেট করলে এ প্লাস আসবে না।

কিন্তু ৩৩ টার্গেটধারী বান্দার মুখে এমন তুবড়ী ছুটবে যে টিকতে পারবেননা। B:-) B:-)

০৫ ই মে, ২০২০ রাত ১১:০৯

আমি তুমি আমরা বলেছেন: সেটাইতো অবাক কান্ড। তেত্রিশ টার্গেট করা এইসব পোলাপানই পরীক্ষার হল থেকে বেরিয়ে "ফাটায় ফেলছি" বলে লাফাতে থাকে, অথচ গোপনে ঠিকই স্যারের কাছে দৌড়ায় গ্রেস মার্কের জন্য। প্যাথেটিক ব্যাপার স্যাপার।

৫| ০৬ ই মে, ২০২০ রাত ১:২০

মা.হাসান বলেছেন: ছেলে খুব বানান ভুল কর। শিক্ষক তাকে বলছে-- বাবা পিপিপি (ছেলের নাম পাঁঠার পো পাঁঠা, আমার কোনো দোষ নাই), এত বানান ভুল করতেছো কেনো? যেটাতে সন্দেহ লাগে সেটা একটু ডিকশনারিতে দেখে নিলেও তো পারো । পিপিপির জবাব-- স্যার আমার তো কোনোটাতে সন্দেহ লাগে না।

ভুগান্ডার এক জন নাকি সেকেন্ড ইন কমান্ডের নামে মিথ্যা রটাইছিলো যে সেকেন্ড ইন কমান্ড কোন পুস্প কুঞ্জে যাতায়াত করে। এই মিথ্যা রটনার পর নাকি রটনাকারির উপর করোনার গজব পড়ে। করোনা ধরা পড়ার পর বেটা নাকি পালিয়ে পাশের দেশ ভান্ডিয়ার বর্ডারের জিরো রেখায় চলে গিয়েছিলো। ওখানকার তৎপর পুলিশ নাকি হাতকড়া দিয়ে ধরে নিয়ে এসেছে। ভুগান্ডার সব খারাপ না, ওখানকার পুলিশ আম্রিকান পুলিশের চেয়ে বেশি ততপর।

১৬ ই মে, ২০২০ দুপুর ১২:০৮

আমি তুমি আমরা বলেছেন: ভুগান্ডার সব খারাপ না, ওখানকার পুলিশ আম্রিকান পুলিশের চেয়ে বেশি ততপর।

তাও যদি ভাল কাজে তৎপর হত আরকি :(

৬| ০৬ ই মে, ২০২০ রাত ২:১৭

নেওয়াজ আলি বলেছেন: যদি এমন হতো চোর ডাকাত আর বাটপাড় নেতাকে চিনতো করোনা।

১৬ ই মে, ২০২০ দুপুর ১২:০৯

আমি তুমি আমরা বলেছেন: আসলেই। যদি শুধু এইসব চোর বাটপারেরাই করোনায় আক্রান্ত হত। ইশশ ...

৭| ০৬ ই মে, ২০২০ সকাল ৮:০৪

জাফরুল মবীন বলেছেন: প্রথম সাময়িকীতে সরকার ফেল করেছে আর দ্বিতীয় সাময়িকীতে জনগণ ফেল করেছে।এখন সরকার ও জনগণ 'তোর কারণে আজ এই দশা' বাকযুদ্ধে অবতীর্ণ।মাঝখানে মামাবাড়িতে বাঁধাহীন উন্মত্ততায় করোনার ঈদ উদযাপন মন্দ হচ্ছে না :P

১৬ ই মে, ২০২০ দুপুর ১২:১০

আমি তুমি আমরা বলেছেন: তাই ভয়ে নেতা কিংবা জনগণ- কেউই আর বার্ষিক পরীক্ষা দিতে চাচ্ছে না :(

৮| ১৫ ই জুন, ২০২০ বিকাল ৫:৫৩

করুণাধারা বলেছেন: কেউ এ- প্লাস পেয়েও স্বাভাবিক থাকে, আর কেউ তিরিশের উত্তর দিয়ে পাশ করতে পারলেই তার সাফল্যর প্রচারণা শুরু করে দেয়!! তবে পরীক্ষায় ফাঁকিবাজির ফল পেতে খুব দেরি হয় না...

আমার পোস্টে করা আপনার মন্তব্যসহ পোস্ট মুছে দিয়েছি বাধ্য হয়ে, আপনার মন্তব্যর উত্তর দিয়েছিলাম, হয়ত দেখেননি, তাই আবার বলছি, ভিআইপি 'ম' আমাদের মাননীয় বিদেশ মন্ত্রী জনাব আব্দুল মোমেন।

২০ শে জুন, ২০২০ দুপুর ১২:৫২

আমি তুমি আমরা বলেছেন: তবে পরীক্ষায় ফাঁকিবাজির ফল পেতে খুব দেরি হয় না...

আশা করছি খুব দ্রুতই তিনারা ফাঁকিবাজির ফল পাবেন।

২০ শে জুন, ২০২০ দুপুর ১২:৫৪

আমি তুমি আমরা বলেছেন: আমার পোস্টে করা আপনার মন্তব্যসহ পোস্ট মুছে দিয়েছি বাধ্য হয়ে, আপনার মন্তব্যর উত্তর দিয়েছিলাম, হয়ত দেখেননি, তাই আবার বলছি, ভিআইপি 'ম' আমাদের মাননীয় বিদেশ মন্ত্রী জনাব আব্দুল মোমেন।

পোস্ট মুছে দিতে বাধ্য হয়েছেন-মানে? কমেন্ট বক্সে পুরো সিন্ডিকেট মিলে আক্রমণ করেছিল নাকি?

৯| ২০ শে জুন, ২০২০ রাত ১১:১৫

করুণাধারা বলেছেন: না, তা হয়নি, কোন সিন্ডিকেট আক্রমণ করে নি!

একজন ব্লগার আমাকে সাবধান করে বললেন এমন পোস্ট দেয়ায বিপদ হতে পারে, সেটা শুনে ভাবলাম এই খারাপ দিনকালে সত্যিই বিপদ হতে পারে। তাই...

২১ শে জুন, ২০২০ রাত ৮:২৭

আমি তুমি আমরা বলেছেন: তা ঠিক। হীরক রানির দেশে আজকাল মন খুলে কিছু বললেও বিপদ :(

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.