নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নাস্তিক ও রাজাকার মুক্ত ব্লগ

আমি তুমি আমরা

লেখার সর্বস্বত্ব সংরক্ষিত।আমার অনুমতি ছাড়া এই ব্লগের লেখা কোথাও প্রকাশ করা যাবে না।

আমি তুমি আমরা › বিস্তারিত পোস্টঃ

পরমাণু গল্পসমগ্র-১২ঃ প্রতিদিন

০১ লা সেপ্টেম্বর, ২০২০ রাত ১০:০২

১ম দিন।
সন্ধ্যাবেলা। রফিক সাহেব অফিস থেকে ফিরছিলেন।
-স্যার, পাঁচটা ট্যাকা দেন।
রফিক সাহেব চেয়ে দেখেন আঠার-বিশ বছরের এক সুস্থ স্বাভাবিক তাগড়া জোয়ান, গায়ে মলিন কাপড়।
-মাফ কর।
রফিক সাহেব বাসার পথ ধরেন।

২য় দিন।
একই সময়, একই স্থান। রফিক সাহেব আজও অফিস থেকে বাসায় ফিরছিলেন।
-স্যার, দুইটা ট্যাকা দেন।
রফিক সাহেব চেয়ে দেখেন গতকালকের জোয়ান ছেলেটাই।
-যা ভাগ, খেকিয়ে ওঠেন রফিক সাহেব।

৩য় দিন।
সন্ধ্যাবেলা। রফিক সাহেব বাসায় ফিরছেন। তাড়াহুড়ায় খেয়াল করেননি গলিটা গত দুইদিনের তুলনায় একটু বেশিই নির্জন।
-যা আছে, সব দিয়া দে।
রফিক সাহেব গালি দিতে গিয়েও থেমে যান। দুটো ছেলে, দুজনের হাতেই ধারাল চাকু।নীরবে মানিব্যাগ, মোবাইল, ঘড়ি-সবই দিয়ে দেন। সব বুঝে নিয়ে ছেলেদুটো অন্ধকারে হারিয়ে যায়। যাওয়ার আগে রফিক সাহেবের পেটে চাকুর পোচ দিয়ে যায়।
রফিক সাহেব পেট চেপে ধরে বসে পড়েন। এমন সময় বিপরীত দিক থেকে গত দুইদিনে দেখা ভিখারী ছেলেটাকে আসতে দেখা যায়।
রফিক সাহেব সর্বশক্তি দিয়ে সাহায্যের জন্য ছেলেটিকে ডাকতে চেষ্টা করেন, কিন্তু তার কন্ঠ দিয়ে কোন শব্দ বের হয় না।
জ্ঞান হারানোর আগে রফিক সাহেব দেখতে পান ছেলেটা তার দিকে এগিয়ে আসছে। নাকি আসছে না? জ্ঞান হারানোর আগে হ্যালুসিনেশন হচ্ছে?

গল্পঃ প্রতিদিন
-আমি তুমি আমরা
১৪.০৮.২০২০




-কিরে মোটু, মন খারাপ কেন?
-বাদ দে।
-বাদ দিব কেন? বল।
-তোরা সারাক্ষণ ‘মোটু,মোটু’ করিস, সেজন্যই মন খারাপ থাকে।
-আজব। মোটাকে মোটা বলব নাতো কি বলব? এযুগে কানা ছেলের নাম পদ্মলোচন হয় না।
-তাই নাকি? তা তোকে কি ডাকব? কাল্লু মামা? নাকি কালাইয়া?
-দেখ, মুখ সামলিয়ে কথা বলবি।
-আমার মুখ সামলানোর কি দরকার? আমিতো ব্যায়াম আর ডায়েট করে চিকন হয়ে যেতে পারব। তুই কি করবি? ময়দা মাখবি?
-ছিহ, তুই এমন রেসিস্ট?

গল্পঃ রেসিস্ট
-আমি তুমি আমরা
১৪.০৮.২০২০


===============================================================
সিরিজের আগের পর্বসমূহঃ

পরমাণু গল্পসমগ্র-১
পরমাণু গল্পসমগ্র-২
পরমাণু গল্পসমগ্র-৩
পরমাণু গল্পসমগ্র-৪
পরমাণু গল্পসমগ্র-৫
পরমাণু গল্পসমগ্র-৬
পরমাণু গল্পসমগ্র-৭
পরমাণু গল্পসমগ্র-৮
পরমাণু গল্পসমগ্র-৯
পরমাণু গল্পসমগ্র-১০
পরমাণু গল্পসমগ্র-১১
পরমাণু গল্পসমগ্র-১২

মন্তব্য ৩৪ টি রেটিং +১২/-০

মন্তব্য (৩৪) মন্তব্য লিখুন

১| ০১ লা সেপ্টেম্বর, ২০২০ রাত ১০:১৭

শায়মা বলেছেন: হা হা মজার। পরেরটা আর আগেরটা কষ্টের।

০১ লা সেপ্টেম্বর, ২০২০ রাত ১০:৩৪

আমি তুমি আমরা বলেছেন: হ্যা, এই মজার আর কষ্টের ঘটনাগুলোই প্রতিদিন ঘটছে আমাদের চারপাশে।

মন্তব্যের জন্য ধন্যবাদ।
ভাল থাকুন। শুভকামনা। :)

২| ০১ লা সেপ্টেম্বর, ২০২০ রাত ১০:২৮

আখেনাটেন বলেছেন: কত বিচিত্র এ জগত!

বেশ লিখেছেন..........

০১ লা সেপ্টেম্বর, ২০২০ রাত ১০:৩৮

আমি তুমি আমরা বলেছেন: সত্যিই বিচিত্র এ জগত, সেজন্য এ জগতের গল্পগুলো আরও বিচিত্র।

অনেকদিন পর আপনাকে ব্লগে দেখলাম। আশা করি ভাল আছেন :)

৩| ০১ লা সেপ্টেম্বর, ২০২০ রাত ১০:৩০

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: দুটোই সুন্দর ।

০১ লা সেপ্টেম্বর, ২০২০ রাত ১০:৪১

আমি তুমি আমরা বলেছেন: আপনার সুন্দর লেগেছে জেনে আমারও ভাল লাগল।

মন্তব্যের জন্য ধন্যবাদ গিয়াস ভাই।

৪| ০১ লা সেপ্টেম্বর, ২০২০ রাত ১০:৪৫

আখেনাটেন বলেছেন: অনেকদিন পর আপনাকে ব্লগে দেখলাম। আশা করি ভাল আছেন। ---- ভালো আছি। :D


আপনার অনুগল্পে অনুপ্রাণিত হয়ে আমিও দু একটা লিখেছিলাম। কিন্তু ডরাই......পাবলিক না আবার তেড়ে আসে..... :P

০১ লা সেপ্টেম্বর, ২০২০ রাত ১০:৫০

আমি তুমি আমরা বলেছেন: আপনার অনুগল্পে অনুপ্রাণিত হয়ে আমিও দু একটা লিখেছিলাম। কিন্তু ডরাই......পাবলিক না আবার তেড়ে আসে.....

ব্লগে পোস্ট করে দিন। একজন যদি তেড়ে আসে, বিপরীতে দশজন বাহবাও দেবে।

৫| ০২ রা সেপ্টেম্বর, ২০২০ রাত ১২:০৯

রাজীব নুর বলেছেন: সহজ সরল সত্য।

০২ রা সেপ্টেম্বর, ২০২০ রাত ৯:০৭

আমি তুমি আমরা বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ।

৬| ০২ রা সেপ্টেম্বর, ২০২০ ভোর ৬:২৬

ইসিয়াক বলেছেন: ভালো লাগলো।

০২ রা সেপ্টেম্বর, ২০২০ রাত ৯:০৮

আমি তুমি আমরা বলেছেন: আপনার ভাল লেগেছে জেনে আমারও ভাল লাগল।

ভাল থাকুন। শুভকামনা। :)

৭| ০২ রা সেপ্টেম্বর, ২০২০ সকাল ৯:৫৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: চাইলে দু টাকাও দেই না, কেড়ে নিলে সব!

আপেক্ষিক রেসিজম ;) হা হা হা

ভাল লাগলো অনুগল্প

+++

০২ রা সেপ্টেম্বর, ২০২০ রাত ৯:১০

আমি তুমি আমরা বলেছেন: চাইলে দু টাকাও দেই না, কেড়ে নিলে সব!

সেটাইতো। কেউ ভদ্রভাবে কিছু চাইলে আমরা অস্বীকার করি, অথচ কেউ ভয় দেখিয়ে কেড়ে নিতে চাইলে 'বাপ,বাপ' বলে সব দিয়ে দেই। সামান্য প্রতিবাদও করি না।

প্রিয় ভৃগুদা, ভাল থাকুন। শুভকামনা রইল।

৮| ০২ রা সেপ্টেম্বর, ২০২০ সকাল ১১:০৩

নেয়ামুল নাহিদ বলেছেন: রেসিস্ট গল্প পড়লাম, ভালো লেগেছে।

০২ রা সেপ্টেম্বর, ২০২০ রাত ৯:১১

আমি তুমি আমরা বলেছেন: আপনার ভাল লেগেছে জেনে খুশি হলাম।

ভাল থাকুন, নেয়ামুল নাহিদ। :)

৯| ০২ রা সেপ্টেম্বর, ২০২০ সকাল ১১:২৮

পদ্মপুকুর বলেছেন: প্রথম গল্পে আমি ভাবছিলাম তৃতীয় দিনে ছেলেটা ১ টাকা চাইবে এবং রফিক সাহেব বলবেন 'মাফ করো'। তখন ছেলটা বলবে- তাইলে আমার লগে নাইম্যা পড়েন....

কিন্তু ঘটনা পুরাই উল্টে গেলো। এই না হলো গল্পকারের সার্থকতা।

০২ রা সেপ্টেম্বর, ২০২০ রাত ৯:১৪

আমি তুমি আমরা বলেছেন: প্রথম গল্পে আমি ভাবছিলাম তৃতীয় দিনে ছেলেটা ১ টাকা চাইবে এবং রফিক সাহেব বলবেন 'মাফ করো'। তখন ছেলটা বলবে- তাইলে আমার লগে নাইম্যা পড়েন....

আপনার মন্তব্য পড়ে মিনিটখানেক প্রাণখুলে হাসলাম। মন্তব্যে ভাললাগা রইল।

১০| ০২ রা সেপ্টেম্বর, ২০২০ সকাল ১১:৩৬

মোঃ মাইদুল সরকার বলেছেন:
প্রথমটা বেশ কস্ট ও মানবিক গল্প। বাকিগুলো এভারেজ।

০২ রা সেপ্টেম্বর, ২০২০ রাত ৯:১৮

আমি তুমি আমরা বলেছেন: এমন গল্পই আমি বলতে চেয়েছি।আমাদের চারপাশের গল্পগুলো আরো মানবিক হোক, চারপাশের মানুষগুলো আরো মানবিক হোক।

ভাল থাকুন মাইদুল ভাই। শুভকামনা রইল। :)

১১| ০২ রা সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১:৪৮

নেওয়াজ আলি বলেছেন: ভালো লাগলো।মজারl

০২ রা সেপ্টেম্বর, ২০২০ রাত ৯:২০

আমি তুমি আমরা বলেছেন: মন্তব্যের জন্য নেওয়াজ আলি।

ভাল থাকুন। শুভকামনা।

১২| ০২ রা সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৫:০২

ওমেরা বলেছেন: আমাদের কখন কারকাছে সাহায্যের জন্য হাত বাড়াতে হবে আমরা জানি না ।

গল্প দুটুই ভালো লাগলো।

০২ রা সেপ্টেম্বর, ২০২০ রাত ৯:২২

আমি তুমি আমরা বলেছেন: আমাদের কখন কারকাছে সাহায্যের জন্য হাত বাড়াতে হবে আমরা জানি না ।

সেটাই। তাই কাউকে সাহায্য করতে না পারলে অন্তত তাকে অপমান করা উচিত নয়।

১৩| ০২ রা সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৫:০৫

তারেক ফাহিম বলেছেন: পড়লাম।
ভালোলাগা উভয়টাতে।

০২ রা সেপ্টেম্বর, ২০২০ রাত ৯:২৩

আমি তুমি আমরা বলেছেন: আপনার ভাল লেগেছে জেনে খুশি হলাম।

ভাল থাকুন, তারেক ফাহিম। :)

১৪| ০২ রা সেপ্টেম্বর, ২০২০ রাত ১১:০৬

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ।

ভালো থাকুন।

০২ রা সেপ্টেম্বর, ২০২০ রাত ১১:০৮

আমি তুমি আমরা বলেছেন: আপনিও ভাল থাকুন। শুভকামনা রইল।

১৫| ০৩ রা সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৪:৪৯

করুণাধারা বলেছেন: বর্ণনার গুণে সাধারণ ঘটনা (প্রথমটা) এবং সাধারণ কথোপকথন (দ্বিতীয়টা) চমৎকার গল্প হয়ে উঠেছে। দুটোর সমাপ্তিই ভালো লেগেছে!!

০৩ রা সেপ্টেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:২৮

আমি তুমি আমরা বলেছেন: চমৎকার মন্তব্যে অনুপ্রাণিত হলাম প্রিয় ব্লগার। আশা করি ভাল আছেন। :)

১৬| ০৫ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ২:৩৭

যায়েদ আল হাসান বলেছেন: এত দারুণ! মনে হচ্ছিল সুকুমার পড়ছি। এমন গল্প প্রতিদিন চাই।

০৫ ই সেপ্টেম্বর, ২০২০ সকাল ১১:০৯

আমি তুমি আমরা বলেছেন: গল্পটি আপনার দারুণ লেগেছে জেনে ভাল লাগল। আমি অতি সামান্য একজন, সুকুমারের সাথে তুলনায় সত্যিই সম্মানিতবোধ করছি।

আপনার মন্তব্যে ভাললাগা রইল।
ভাল থাকুন যায়েদ আল হাসান। শুভকামনা। :)

১৭| ০৬ ই সেপ্টেম্বর, ২০২০ দুপুর ২:৩৮

এ.এস বাশার বলেছেন: গল্প ভলো লেগেছে.....তবে অনু বা পরমাণু কোনটাই হয়নি।

২৫ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ১১:৪৩

আমি তুমি আমরা বলেছেন: আচ্ছা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.