নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
লেখার সর্বস্বত্ব সংরক্ষিত।আমার অনুমতি ছাড়া এই ব্লগের লেখা কোথাও প্রকাশ করা যাবে না।
সামুতে লেখা পড়ছি দশ বছরের বেশি সময় ধরে। বিভিন্ন সময় অনেক গল্প অনেক বেশি ভাল লেগেছে, তাই তারায় চেপে নিয়ে গিয়েছিলাম আমার ব্লগ সিন্দুকে।প্রিয় পোস্টে সংখ্যা পাচশ ছাড়িয়েছে অনেক আগেই। তাই বিষয়ভিত্তিক প্রিয় পোস্ট দেয়ার কথা ভেবেছিলাম অনেক আগেই। সেই লক্ষ্য পূরনেই প্রথম উদ্যোগ ছিলঃ সামুতে আমার পড়া সেরা সব গল্পের সংকলন। । আর গতবছর পোস্ট করেছিলামঃ সামহোয়্যার ইন ব্লগঃ পিশাচ কাহিনী সমগ্র।
ব্লগে বা যেকোন সাহিত্য আড্ডায় মোটামুটি যে জনরা নিয়ে একেবারেই আলোচনা হয় না সেটা হল ফ্লাশ ফিকশান বা অনুগল্প। আমি অবশ্য বলতে পছন্দ করি পরমাণু গল্প।এককালে এই পরমাণু গল্প নিয়ে বেশ জ্ঞানী একটি পোস্ট লিখেছিলামঃ পৃথিবীর সবচেয়ে ছোট ও সেরা গল্পঃ সাথে একটা ফাও।
এই পোস্টটিতেই আমার প্রথম পরমাণু গল্পটি লিখেছিলাম। পরবর্তীতে আরো কিছু পরমাণু গল্প লিখেছি যেগুলো পরমাণু গল্পসমগ্র শিরোনামে বিভিন্ন সময়ে ব্লগে প্রকাশ করেছি।
ব্লগে খুব বেশি পরমাণু গল্প পড়া হয়নি। অবশ্য খুব বেশি সংখ্যক ব্লগারকে এরকম গল্প লিখতেও দেখিনি। যে স্বল্পসংখ্যক গল্প আমার চোখে পড়েছে সেগুলো নিয়েই আজকের পোস্ট।
যেহেতু আমি লিখছি, তাই গল্পের লিস্ট শুরু হবে নিজের লেখার বিজ্ঞাপন দিয়ে। উপরে বলাই আছে প্রথম কোন পোস্টে পরমানু গল্প লিখেছিলাম। এখন সিরিজ আকারেই লেখার চেষ্টা করছি।বার পর্বে মোট গল্পের সংখ্যা চৌদ্দ।
পরমাণু গল্পসমগ্র-১
পরমাণু গল্পসমগ্র-২
পরমাণু গল্পসমগ্র-৩
পরমাণু গল্পসমগ্র-৪
পরমাণু গল্পসমগ্র-৫
পরমাণু গল্পসমগ্র-৬
পরমাণু গল্পসমগ্র-৭
পরমাণু গল্পসমগ্র-৮
পরমাণু গল্পসমগ্র-৯
পরমাণু গল্পসমগ্র-১০
পরমাণু গল্পসমগ্র-১১
পরমাণু গল্পসমগ্র-১২
পরমাণু গল্পসমগ্র-১৩
এছাড়া একটি পরমাণু গল্পের কত রকম সমাপ্তি সম্ভব-তা নিয়েও একটি এক্সপেরিম্যান্টাল পোস্ট দিয়েছিলাম। একটি পরমাণু গল্পের সর্বমোট ৬টি ভার্সন যোগ করেছিলাম সেখানে। সেই পরীক্ষামূলক পোস্টটি দেখতে চাইলে ক্লিকান এখানে।
সেই পোস্টের প্রথম মন্তব্যেই ব্লগার নাজিম উদ দৌলা জানিয়েছিলেন একইরকম চেষ্টা তিনিও করেছিলেন, তবে ব্লগে নয়, ফেসবুকে। কমেন্টে যোগ করেছিলেন তার সেই পোস্টের লিংক। আগ্রহী পাঠকগণ উপরের লিংকে গিয়ে সেই পোস্ট থেকেও ঘুরে আসতে পারেন।
নিজে মৌলিক পরমাণু গল্প লেখার পাশাপাশি বিভিন্ন সময়ে কাহলিল জিবরানের অনেকগুলো পরমাণু গল্প অনুবাদের সুযোগ হয়েছে। যোগ করে দিলাম সেই গল্পগুলোর লিস্টও।
কাহলিল জিবরানের গল্প-১: The Field of Zaad
কাহলিল জিবরানের গল্প-২: The Eagle and the Skylark
কাহলিল জিবরানের গল্প-৩: The King
কাহলিল জিবরানের গল্প-৪: History and the Nation
কাহলিল জিবরানের গল্প-৫: She Who Was Deaf
কাহলিল জিবরানের গল্প-৬: Lady Ruth
কাহলিল জিবরানের গল্প-৮: THE KING OF ARADUS
কাহলিল জিবরানের দুইটি গল্প
কাহলিল জিবরানের তিনটি গল্প-১
কাহলিল জিবরানের তিনটি গল্প-২
কাহলিল জিবরানের তিনটি গল্প-৩
কাহলিল জিবরানের চারটি গল্প
কাহলিল জিবরানের পাঁচটি গল্প-১
কাহলিল জিবরানের পাঁচটি গল্প-২
কাহলিল জিবরানের পাঁচটি গল্প-৩
কাহলিল জিবরানের পাঁচটি গল্প-৪
এর বাইরে এক পোস্টে অনুবাদ করেছিলাম এমব্রোস বিয়ার্সের চারটি পরমাণু গল্প।
চারটি অনবদ্য ক্লাসিক অনুগল্প
পরমাণু গল্পের কথা বললে সামুতে সবার আগে আমার মাথায় আসে ব্লগার নিঃসঙ্গ যোদ্ধা'র কথা। আমার ব্লগিং-এর প্রথম দিকে তার ছোট ছোট গল্প পড়ে অসম্ভব মুগ্ধ হয়েছিলাম।তার অধিকাংশ লেখাই বিদেশি গল্প দ্বারা অনুপ্রানিত, অবশ্য লেখক নিজে সেটা কখনও অস্বীকারও করেন না।
******* কয়েকটা ছোট ছোট গল্প *******
একটা রূপক গল্প (ভালোবাসার গন্তব্য)
'মা'-এর জন্য গল্প ............
এই গল্পটা শুধুমাত্র 'বাবা'-দের জন্য ............
"নীরব ভালোবাসা" --- A Silent Love Story
একটা মিথ্যা ছোটগল্প ..............
"অপ্রকাশিত ভালোবাসা" --- A SAD LOVE STORY
তারপরেই বলতে হবে ব্লগার কায়েস সামী'র কথা। ব্লগার নিঃসঙ্গ যোদ্ধার সাথে মূল পার্থক্য হচ্ছে তার গল্পগুলো মৌলিক।
মিনি গল্পসমগ্র- ১
মিনি গল্পসমগ্র- ২
মিনি গল্পসমগ্র- ৩
মিনি গল্পসমগ্র- ৪
মিনি গল্পসমগ্র- ৫
মিনি গল্পসমগ্র- ৬
মিনি গল্পসমগ্র- ৭
মিনি গল্পসমগ্র- ৮
মিনি গল্পসমগ্র- ৯
মিনি গল্পসমগ্র-১০
ব্লগার নিঃসঙ্গ যোদ্ধা ও কায়েস সামী কেউই এখন আর একটিভ ব্লগিং করেন না।একসময় ব্লগার পূলহ বেশকিছু পরমাণু গল্প লিখলেও আজ তার ব্লগ ঘুরে পোস্টগুলো খুঁজে পাইনি, সম্ভবত লেখক নিজের ড্রাফট করেছেন কিংবা ডিলিট করে দিয়েছেন।অথচ তার পরমাণু গল্পগুলো আমার অসম্ভব পছন্দের ছিল। তার গল্পগুলোর লিংক জেনারেট করা হয়েছে ওয়েব আর্কাইভ থেকে। লেখক চাইলে লিংকগুলো সরিয়ে দেব।
দুইটি অনুগল্প (সুদূরিয়া, রিমির একাউন্ট)
দুইটি অণুগল্প ( (নিমের গল্প) , (এক যে ছিলো নদী) )
দুইটি অণুগল্প ( (শিকারী), (কবিতা লেখার সাধ))
এখনও ব্লগে একটিভ আছেন, এরকম কয়েকজন ব্লগারের লেখা পরমানু গল্পঃ
পরমানু গল্প? -করুণাধারা
গল্প গুচ্ছ -করুণাধারা
শিরোনামহীন অনুগল্প -করুণাধারা
তিনটি আধা-ভৌতিক মিনি গল্প -ভুয়া মফিজ
পাচটি সন্দেহজনক ভৌতিক মিনি গল্প -ভুয়া মফিজ
গাধা, নেকড়ে ও মেঘেদের গল্প!!! -আখেনাটেন
তিনটি মন কেমন করা অনু গল্প -জুন
এর বাইরে সামুতে বিভিন্ন ব্লগারের লেখা আরো কিছু পরমাণু গল্পঃ
১৬ টি রূপান্তরিত অনুগল্প (Paulo Coelho) -রক্তিম দিগন্ত
****অসাধারণ ১০টি শিক্ষণীয় গল্প **** -অর্ধ্মৃত সাকিব
এই সময়ে সেই ঈশপের গল্প- -খেয়া ঘাট
সাতটি পরমাণু গল্প -রেজওয়ানা আলী তনিমা
অনুকণাগুচ্ছ -রেজওয়ানা আলী তনিমা
এছাড়াও ব্লগার সোনাবীজ, অথবা ধূলোবালিছাই এর লেখা একটি পোস্টে বেশ কিছু পরমাণু গল্প পড়েছিলাম- এখন সেই পোস্টটিও আর খুঁজেও পাচ্ছি না।
এই দুইজন ব্লগারের কিংবা এর বাইরে অন্যকোন ব্লগারের লেখা পরমাণু/অনু গল্পের পোস্ট থাকলে সহব্লগারদের কাছে অনুরোধ থাকবে মন্তব্যে লিংক দেয়ার জন্য।সেক্ষেত্রে পোস্ট আপডেট করা হবে।
সকলকে ধন্যবাদ।
হ্যাপী ব্লগিং।
=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=
সিরিজের বাকি পর্বগুলোঃ
সামুতে আমার পড়া সেরা সব গল্পের সংকলন।
সামহোয়্যার ইন ব্লগঃ পিশাচ কাহিনী সমগ্র।
২৮ শে ডিসেম্বর, ২০২০ রাত ৯:১৯
আমি তুমি আমরা বলেছেন: আপনার পোস্টটি আগে পড়া হয়নি। মেঘের গল্পটি বেশ ভাল লেগেছে। বর্তমানে একটিভ ব্লগারদের সেগমেন্টে লিংক যোগ করে দিলাম।
মন্তব্যের জন্য ধন্যবাদ।
ভাল থাকুন। শুভকামনা।
২| ২৮ শে ডিসেম্বর, ২০২০ রাত ৯:২৫
ভুয়া মফিজ বলেছেন: ওকে......ফার্স্ট থিং ফার্স্ট। আপনি আমার নিক সংক্ষেপ করলেন যে বড়!! 'ভুয়া' বাদ দিলেন কি হিসাবে? এর আগে একবার ব্লগ ম্যাগাজিনের প্রুফ রীডার 'ভুইয়া' দিয়েছিল। সেটার জের এখনও টানছি আমি। যতোদুর জানি, আমার সাথে আপনার কোন শত্রুতা নাই; নাকি আছে?
যাইহোক, আমার পাচটি সন্দেহজনক ভৌতিক মিনি গল্প বাদ পড়ে গিয়েছে। দেখেন, যুক্ত করা যায় কিনা!!
২৮ শে ডিসেম্বর, ২০২০ রাত ৯:৫৩
আমি তুমি আমরা বলেছেন: ওকে......ফার্স্ট থিং ফার্স্ট। আপনি আমার নিক সংক্ষেপ করলেন যে বড়!! 'ভুয়া' বাদ দিলেন কি হিসাবে?
ব্যাপারটা ঠিক আমার কাছেও বোধগম্য হল না। আমিতো "ভুয়া" শব্দটা ঠিকই টাইপ করেছিলাম,তাহলে গেল কোথায়? সম্ভবত ভুয়া শব্দটাই আমার সাথে ভুয়ামি করে নিজ থেকে ব্যাকস্পেস চেপে মুছে গেছে।
২৮ শে ডিসেম্বর, ২০২০ রাত ১০:০০
আমি তুমি আমরা বলেছেন: আমার পাচটি সন্দেহজনক ভৌতিক মিনি গল্প বাদ পড়ে গিয়েছে। দেখেন, যুক্ত করা যায় কিনা!!
পোস্টটা আগেই পড়েছি, তখন মন্তব্যও করেছিলাম। অথচ সংকলন করার সময় কিভাবে যেন ভুলে গেছি পোস্টটার কথা। লিংক যোগ করে দিলাম।
মন্তব্যের জন্য ধন্যবাদ। আশা করি ভাল আছেন।
৩| ২৮ শে ডিসেম্বর, ২০২০ রাত ৯:৩৩
আখেনাটেন বলেছেন: ভুয়া মফিজ বলেছেন: ওকে......ফার্স্ট থিং ফার্স্ট। আপনি আমার নিক সংক্ষেপ করলেন যে বড়!! 'ভুয়া' বাদ দিলেন কি হিসাবে? --- হা হা হা। 'ভুয়া'র টিকি ধরে টান মেরে তখত নড়বড়ে করে দিয়েছেন। এটা মানি না। মানতে পারি না।
২৮ শে ডিসেম্বর, ২০২০ রাত ১০:০১
আমি তুমি আমরা বলেছেন: আমিও মানতে পারলাম না। আমিতো "ভুয়া" শব্দটা ঠিকই টাইপ করেছিলাম,তাহলে গেল কোথায়? সম্ভবত ভুয়া শব্দটাই আমার সাথে ভুয়ামি করে নিজ থেকে ব্যাকস্পেস চেপে মুছে গেছে।
৪| ২৮ শে ডিসেম্বর, ২০২০ রাত ৯:৫১
আতিকুররহমান আতিক বলেছেন: অনেকগুলো গল্প একসাথে পেয়ে গেলাম। ভালো লাগলো নতুন ব্লগার হিসেবে আমাকে আর নতুন করে পুরোনো গল্পগুলো খুজতে হবে না। আপনাকে ধন্যবাদ।
২৮ শে ডিসেম্বর, ২০২০ রাত ১০:০৬
আমি তুমি আমরা বলেছেন: গল্পগুলো পড়ে দেখতে পারেন, আশা করি আপনার ভালই লাগবে।
নতুন ব্লগার হিসেবে সামুতে আপনার পথচলা মসৃণ হোক। শুভকামনা রইল।
৫| ২৯ শে ডিসেম্বর, ২০২০ রাত ১:০২
রাজীব নুর বলেছেন: এই পোষ্ট টি তৈরি করতে আপনাকে অনেক পরিশ্রম করতে হয়েছে।
২৯ শে ডিসেম্বর, ২০২০ রাত ৮:৩০
আমি তুমি আমরা বলেছেন: তা হয়েছে।
মন্তব্যের জন্য ধন্যবাদ।
৬| ২৯ শে ডিসেম্বর, ২০২০ সকাল ১০:২৩
স্থিতধী বলেছেন: আপনি নিজেই সামুর এক খনি হয়ে যাচ্ছেন। সচরাচর আপনার পোস্টে আসলে সামুর সব বেস্ট গুলো খুজে পাওয়া যায় । অজস্র ধন্যবাদ ।
২৯ শে ডিসেম্বর, ২০২০ রাত ৮:৩১
আমি তুমি আমরা বলেছেন: আপনার মন্তব্যে সম্মানিতবোধ করছি, স্থিতধী
ভাল থাকুন। শুভকামনা।
৭| ২৯ শে ডিসেম্বর, ২০২০ সকাল ১০:২৭
জুন বলেছেন: তিনটি মন কেমন করা অনু গল্প
আমি তুমি আমরা
২৯ শে ডিসেম্বর, ২০২০ রাত ৮:৩৫
আমি তুমি আমরা বলেছেন: আপনার গল্পগুলো আগেই পড়েছিলাম, তবুও কিভাবে যেন মিস হয়ে গেল।
পোস্ট আপডেট করা হয়েছে। লিংকের জন্য ধন্যবাদ।
৮| ২৯ শে ডিসেম্বর, ২০২০ বিকাল ৪:৪৪
ফয়সাল রকি বলেছেন: বাহ, চমৎকার সংগ্রহশালা।
২৯ শে ডিসেম্বর, ২০২০ রাত ৮:৩৫
আমি তুমি আমরা বলেছেন: ধন্যবাদ ফয়সল রকি।
৯| ২৯ শে ডিসেম্বর, ২০২০ রাত ১১:৪৪
সোহানী বলেছেন: আপনার লিখা আমার বরাবরই পছন্দ। বিশেষ করে অনুগল্পগুলো। অসাধারন....। সংকলনের জন্য ধন্যবাদ। যা পড়িনি তা এবার পড়ে নিবো।
৩১ শে ডিসেম্বর, ২০২০ রাত ৮:০০
আমি তুমি আমরা বলেছেন: চমৎকার মন্তব্যের জন্য ধন্যবাদ প্রিয় ব্লগার
১০| ০১ লা জানুয়ারি, ২০২১ সন্ধ্যা ৬:২৬
রুপ।ই বলেছেন: কতদিন পর একটা সংকলন পেলাম ,মাঝে মাঝে ফুরসত পেলে আসি এখানে । কত চেনা মুখ ।
০১ লা জানুয়ারি, ২০২১ সন্ধ্যা ৭:৫১
আমি তুমি আমরা বলেছেন: আশা করছি ব্লগে নিয়মিত আসবেন।
মন্তব্যের জন্য ধন্যবাদ।
১১| ০১ লা জানুয়ারি, ২০২১ সন্ধ্যা ৭:১৫
করুণাধারা বলেছেন: চমৎকার সংকলন! প্রিয়তে থাকলো, মাঝে মাঝে পড়া যাবে।
আপনার এই সংকলন পোস্টগুলো করা বেশ সময়সাপেক্ষ, কিন্তু এই কষ্টসাধ্য কাজটা করে আমাদের মতো পাঠকদের মস্ত উপকার করলেন- ইচ্ছা হলেই অনু গল্প পড়া যাবে যেটা পড়তে আমি খুবই পছন্দ করি...
আমার লেখাগুলো গল্প লেখার চেষ্টা বলা যায়, সেগুলোকে আপনার পোস্টে স্থান দেয়ায় অশেষ কৃতজ্ঞতা।
নতুন বছরের শুভেচ্ছা।
০১ লা জানুয়ারি, ২০২১ রাত ৮:০১
আমি তুমি আমরা বলেছেন: এ ধরণের সংকলন পোস্ট করা সময়সাপেক্ষ আর শ্রমসাধ্য ব্যাপার-এটা অস্বীকার করার কোন সুযোগ নেই। তবে কাজটা করি আমি নিজের জন্যই-বিভিন্ন সময় নিজের পড়া পছন্দের গল্পগুলোকে এক জায়গায় নিয়ে আসার জন্য। এরকম পোস্টে সাহব্লগারগণ এমন অনেক পোস্টের লিংক দিয়ে যান-যেগুলো হয়ত আমার চোখ এড়িয়ে গেছে। ফলে নতুন অনেক ভাল ভাল পোস্টও পড়া হয়ে যায়।
আপনার লেখা গল্পগুলো কিন্তু মানের দিক দিয়ে বেশ উপরের দিকেই থাকবে, বিশেষ করে শিরোনামহীন অনুগল্প।বৃদ্ধ বয়সের একাকীত্ব খুব চমতকারভাবেই ফুটে উঠেছে এই গল্পটায়। নতুন বছরে এরকম আরো অনেক গল্প প্রত্যাশা করি।
শুভকামনা রইল
©somewhere in net ltd.
১| ২৮ শে ডিসেম্বর, ২০২০ রাত ৯:১২
আখেনাটেন বলেছেন: চমৎকার আয়োজন। এক ব্লগের ভিতরে অনু-পরমানুর ছড়াছড়ি। বেশ।
আমিও একখান পোস্ট করেছিলাম। জানি না সেগুলো অনু নাকি পরমানু নাকি শুধুই পর অথবা মানু। এখন মানামানি আপনার পাল্লায়।