নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নাস্তিক ও রাজাকার মুক্ত ব্লগ

আমি তুমি আমরা

লেখার সর্বস্বত্ব সংরক্ষিত।আমার অনুমতি ছাড়া এই ব্লগের লেখা কোথাও প্রকাশ করা যাবে না।

আমি তুমি আমরা › বিস্তারিত পোস্টঃ

পরমাণু গল্পসমগ্র-১৩ঃ পরিহাস

২৬ শে জানুয়ারি, ২০২১ রাত ৯:৩৬

*****************
-দোস্ত, সুশান্তের “ছিছোড়ে” মুভিটা দেখেছিস?
-না। কেমন হয়েছে?
-বেশ ভাল।
-তাই নাকি? মুভির থিম কি?
-এই যে সুইসাইডের বিপক্ষে। জীবনটা অনেক সুন্দর। জীবনটাকে ভালবাসতে হবে। তুচ্ছ কারণে এই জীবনকে শেষ করে দেয়ার কোন মানে নাই।

কয়েক মাস পর।
-দোস্ত, শুনেছিস, সুশান্ত সিং রাজপুত নাকি মারা গেছে।
-লোকটার বয়সতো কমই ছিল। কিভাবে মারা গেল? অসুখে? নাকি দূর্ঘটনা?
-সুইসাইড।
-বলিস কি? এই লোকই না কয়দিন আগে সুইসাইড বিরোধী মুভি করল?

গল্পঃ পরিহাস-১
০২.০১.২০২১



*****************
অফিসে ঢুকতেই আলম সাহেবের সাথে দেখা হয়ে গেল।কুশলাদি বিনিময়ের সময় লক্ষ্য করলাম ভদ্রলোক বোধহয় একটু শুকিয়ে গেছেন।
-আলম সাহেব, ভাল আছেন?
-আলহামদুলিল্লাহ। আপনার খবর কি?
-আলহামদুলিল্লহা, আমিও ভাল আছি। শুকিয়ে গেছেন মনে হচ্ছে?
-আসলে ডায়বেটিস ধরা পরার পর থেকে খাওয়া দাওয়া একটু কন্ট্রোল করছি আরকি।
-ওহ।
কথা বলতে বলতে খেয়াল করিনি কখন লিফটের সামনে এসে দাঁড়িয়েছি। আমি কল বাটনে চাপ দিতেই উনি বললেন, থাকুন ভাই, যাচ্ছি।
বলতে বলতেই সিড়ির দিকে পা বাড়ালেন তিনি।
-সেকি, সিড়ি দিয়ে উঠবেন নাকি? আপনার অফিস না পাঁচতলায়?
-হ্যা, সিড়ি দিয়েই যাব। আসলে বুঝতেই পারছেন, ডায়বেটিস ধরা পড়েছে।

কিছুদিন পর।
-কয়েকদিন ধরে আলম সাহেবকে দেখছি না? ছুটিতে নাকি?
-সেকি? আপনি জানেন না?
-ডায়বেটিস ধরা পড়ার থেকে আলম ভাই খুব স্ট্রীক্ট ডায়েট শুরু করেছিলেন, সাথে ব্যায়াম আর সিড়ি দিয়ে ওঠানামা। কয়েকদিন আগে সিড়ি দিয়ে ওঠার সময় হঠাৎ সুগার নিল(Nil) হয়ে মাথা ঘুরে পড়ে গেছেন। এখন হাসপাতালে।

গল্পঃ পরিহাস-২
০২.০১.২০২১



*****************
-স্যার, কাল কি অফিসে আসতে হবে? নাকি ছুটি থাকবে?
-হঠাৎ এই প্রশ্ন কেন? কাল কি শুক্রবার? নাকি কোন জাতীয় দিবস?
-না, মানে কালতো নির্বাচন।
-তো কি হয়েছে? সাধারণ ছুটি কি ঘোষণা হয়েছে?
-তা হয় নাই। কিন্তু স্যার, অফিসে আসলে ভোট দিব কিভাবে?
-গতবার দিতে পেরেছিলে?
-তা পারি নাই, আগেই কেউ দিয়ে দিয়েছিল।
-তাহলে আর চিন্তা কি? যারা জনগণের সেবা করতে বদ্ধপরিকর, তারা নিজ দায়িত্বেই আপনার ভোটটা দিয়ে দিবে।আপনিও অফিসে কাজ করে নিজের দায়িত্ব পালন করেন।
ছেলেটা কোন জবাব খুঁজে পায় না, নীরবে বসের চেম্বার থেকে বেরিয়ে যায়। বস লক্ষ্য করলে দেখতে পেতেন, ছেলেটা নিজের বুড়ো আঙ্গুল ধরে বিড়বিড় করছে, সেই আঙ্গুলে কোন অমোচনীয় কালি লেগে নেই।আগামীতেও লাগবে কিনা, কে জানে?

গল্পঃ পরিহাস-৩
২৬.০১.২০২১



=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=
সিরিজের বাকি পর্বগুলোঃ
পরমাণু গল্পসমগ্র-১
পরমাণু গল্পসমগ্র-২
পরমাণু গল্পসমগ্র-৩
পরমাণু গল্পসমগ্র-৪
পরমাণু গল্পসমগ্র-৫
পরমাণু গল্পসমগ্র-৬
পরমাণু গল্পসমগ্র-৭
পরমাণু গল্পসমগ্র-৮
পরমাণু গল্পসমগ্র-৯
পরমাণু গল্পসমগ্র-১০
পরমাণু গল্পসমগ্র-১১
পরমাণু গল্পসমগ্র-১২

মন্তব্য ৩৮ টি রেটিং +১২/-০

মন্তব্য (৩৮) মন্তব্য লিখুন

১| ২৬ শে জানুয়ারি, ২০২১ রাত ৯:৪৩

ঠাকুরমাহমুদ বলেছেন:




সময়ের বাস্তবতার গল্প। সুশান্ত সিং রাজপুতের সত্যি সত্যি কি হয়েছিলো জানিনা। তবে আত্মহত্যা একটি বড় ধরনের অসুস্থতা।

২৬ শে জানুয়ারি, ২০২১ রাত ৯:৫১

আমি তুমি আমরা বলেছেন: আত্মহত্যা একটি বড় ধরনের অসুস্থতা।

সত্য কথা। অনেকে আবার আত্মহত্যা নিয়ে ফ্যান্টাসীও করেন :(

২| ২৬ শে জানুয়ারি, ২০২১ রাত ১০:৪২

এম ডি মুসা বলেছেন: আপনার গল্প ভালো লাগছে, সুসাইট আজকাল হচ্ছে বেশ বেশি ভাগ মিথ্যা প্রেমের সম্পর্ক আমার দেখা বাকি গুলো ভালো লাগছে

২৬ শে জানুয়ারি, ২০২১ রাত ১০:৪৫

আমি তুমি আমরা বলেছেন: গল্প আপনার ভাল লেগেছে জেনে আনন্দিত হলাম। ভাল থাকুন। শুভকামনা রইল।

৩| ২৬ শে জানুয়ারি, ২০২১ রাত ১১:৩৫

আহমেদ জী এস বলেছেন: আমি তুমি আমরা,





শেষের গল্পটার মোরাল - অমোচনীয়...............

২৯ শে জানুয়ারি, ২০২১ রাত ১০:৩৩

আমি তুমি আমরা বলেছেন: জাতির কপালে যে কলংকের দাগ লাগছে, তা সত্যিই অমোচনীয় ... :(

মন্তব্যের জন্য ধন্যবাদ। শুভকামনা রইল। :)

৪| ২৬ শে জানুয়ারি, ২০২১ রাত ১১:৩৬

রাজীব নুর বলেছেন: ছিছোরে মুভিটা দেখেছি। সুশান্ত ভালো অভিনয় করেছে। আপনি কি সুশান্ত এর 'কেদারনাথ' মুভিটা দেখেছেন?

সুন্দর হয়েছে পরমানু গল্প।

২৯ শে জানুয়ারি, ২০২১ রাত ১০:৩৪

আমি তুমি আমরা বলেছেন: নাহ, আমি কেদারনাথ দেখিনি।

মন্তব্যের জন্য ধন্যবাদ।

৫| ২৬ শে জানুয়ারি, ২০২১ রাত ১১:৪১

সোহানী বলেছেন: শেষেরটা দূর্দান্ত!

২৯ শে জানুয়ারি, ২০২১ রাত ১০:৩৫

আমি তুমি আমরা বলেছেন: দূর্দান্ত হল না শুধু এই জাতির ভাগ্য :(

মন্তব্যের জন্য ধন্যবাদ। শুভকামনা রইল। :)

৬| ২৭ শে জানুয়ারি, ২০২১ রাত ১২:২৯

তানজীম আফরোজ বলেছেন: পরিহাস "দুই" টা বেশ...

২৯ শে জানুয়ারি, ২০২১ রাত ১০:৩৬

আমি তুমি আমরা বলেছেন: অতি সাবধানতা অনেক সময় আমাদের জন্য বিপদের কারণ হতে পারে। গল্পটা আপনার 'বেশ' লেগেছে জেনে আমারও বেশ ভাল লাগছে। :)

মন্তব্যের জন্য ধন্যবাদ। শুভকামনা রইল। :)

৭| ২৭ শে জানুয়ারি, ২০২১ রাত ১২:৫১

নীল আকাশ বলেছেন: ৩ নাম্বারটাই হচ্ছে দেশের জ্বলন্ত বাস্তবতা!
আমরা সবাই সেই ছেলের মতোই বেচে আছি।

২৯ শে জানুয়ারি, ২০২১ রাত ১০:৪৪

আমি তুমি আমরা বলেছেন: এর থেকে কি কোন নিস্তার নেই? :(

৮| ২৭ শে জানুয়ারি, ২০২১ রাত ১:৪২

রোকসানা লেইস বলেছেন: ছোট ছোট গল্প গুলো ভালো।
পরিহাস ১ এর আলম সাহেবের মতন লোকরা। সমস্যা হলে দ্রুত মিটিয়ে ফেলতে চান। কিন্তু আগে থেকে কোন পরিকল্পনা নেন না। নির্মম বাস্তবতা তখন ছাড় দেয় না।

যতদূর জেনেছি সুশান্তকে হত্যা করে আত্মহত্যার স্টিকার লাগিয়ে দেওয়া হয়েছে।
অত্যন্ত ব্রাইট ছেলেটির একা একা সফল হওয়া, বলিউডের মুভি মাফিয়াদের অনেকেই সহ্য করতে পারছিল না।
পজেটিভ একটা ছেলে ছিল সুশান্ত।

২৯ শে জানুয়ারি, ২০২১ রাত ১০:৪৭

আমি তুমি আমরা বলেছেন: আলম সাহেবের মতন লোকরা। সমস্যা হলে দ্রুত মিটিয়ে ফেলতে চান। কিন্তু আগে থেকে কোন পরিকল্পনা নেন না। নির্মম বাস্তবতা তখন ছাড় দেয় না।

সেটাই। সব সময় অতি সাবধানতা ভাল নয়।

মন্তব্যের জন্য ধন্যবাদ। শুভকামনা রইল। :)

৯| ২৭ শে জানুয়ারি, ২০২১ সকাল ৭:০৯

কবিতা ক্থ্য বলেছেন: গল্পগুলো পড়ে ভালো লাগলো।

২৯ শে জানুয়ারি, ২০২১ রাত ১০:৪৮

আমি তুমি আমরা বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ। শুভকামনা রইল। :)

১০| ২৭ শে জানুয়ারি, ২০২১ সকাল ৯:৩৩

ইসিয়াক বলেছেন: ভালো লাগলো্ আপনার পরমাণু গল্প।

২৯ শে জানুয়ারি, ২০২১ রাত ১০:৪৮

আমি তুমি আমরা বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ। শুভকামনা রইল। :)

১১| ২৭ শে জানুয়ারি, ২০২১ দুপুর ১২:০২

কাজী ফাতেমা ছবি বলেছেন: খুবই সুন্দর গল্পগুলো

২৯ শে জানুয়ারি, ২০২১ রাত ১০:৫০

আমি তুমি আমরা বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ। শুভকামনা রইল। :)

১২| ২৭ শে জানুয়ারি, ২০২১ দুপুর ১২:৪৫

এল গ্যাস্ত্রিকো ডি প্রবলেমো বলেছেন: গল্পের জন্যে যে শিল্পমান লাগে তার নিদারুণ অভাব এখানে। ফেসবুক স্ট্যাটাস হিসেবে চলতে পারে।

২৯ শে জানুয়ারি, ২০২১ রাত ১০:৫২

আমি তুমি আমরা বলেছেন: আপনি সঠিক বলছেন।

১৩| ২৭ শে জানুয়ারি, ২০২১ দুপুর ১:৩১

মাসুদুর রহমান (শাওন) বলেছেন: একজন আত্মহত্যাকারী নিজেকে হত্যা করবার আগেই কিন্তু মানসিকভাবে মারা যায় সেটা কয়জন বুঝতে পারে...?

২৯ শে জানুয়ারি, ২০২১ রাত ১০:৫৩

আমি তুমি আমরা বলেছেন: আত্মহত্যাকারী লোকজনের প্রতি আমার কেন যেন সহানুভূতি কাজ করে না।

১৪| ২৭ শে জানুয়ারি, ২০২১ দুপুর ২:৩২

পদাতিক চৌধুরি বলেছেন: তিনটিই ভালো লেগেছে। তবে শেষেরটি সত্যিই অমোচনীয়.....

শুভেচ্ছা জানবেন।

২৯ শে জানুয়ারি, ২০২১ রাত ১০:৫৬

আমি তুমি আমরা বলেছেন: এর থেকে কি কোন নিস্তার নেই? :(

১৫| ২৭ শে জানুয়ারি, ২০২১ বিকাল ৪:৫৪

আখেনাটেন বলেছেন: চমৎকার...........ভাবি এক হয় আরেক......চাই এক পাই আরেক।

২৯ শে জানুয়ারি, ২০২১ রাত ১০:৫৭

আমি তুমি আমরা বলেছেন: ভাবি এক হয় আরেক......চাই এক পাই আরেক ...

এ এক অদ্ভুত চক্র।

১৬| ২৭ শে জানুয়ারি, ২০২১ বিকাল ৫:৫৩

ভুয়া মফিজ বলেছেন: পরিহাস ১ঃ সুশান্ত কি আসলেই নিজে নিজে আত্মহত্যা করলো, নাকি কেউ করালো.....এটাই বড় প্রশ্ন!

পরিহাস ২ঃ সাবধানতা ভালো, তবে অতি সাবধানতা বিপদ ডেকে আনতে পারে।

পরিহাস ৩ঃ আমার ভোট অন্যে দিবে, যাকে ইচ্ছা তাকে দিবে! (এইটা জাতীয় পরিহাস! এই পরিহাসটা পছন্দ হয়েছে।) :)

২৯ শে জানুয়ারি, ২০২১ রাত ১১:০০

আমি তুমি আমরা বলেছেন: সুশান্তের মৃত্যুর প্রকৃত সত্য হয়ত সামনে আসবে না।

সাবধান হওয়াই উচিত, তবে সীমা অতিক্রম করে নয়।

ভোটের ব্যাপারে কিছু বলব না। আমরা এখন উন্নত বিশ্বের লোক, তাই ভোটাভুটিতে আগ্রহ কম।

মন্তব্যের জন্য ধন্যবাদ। শুভকামনা রইল।

১৭| ২৭ শে জানুয়ারি, ২০২১ সন্ধ্যা ৭:৫৭

ঢাবিয়ান বলেছেন: দারুন হয়েছে সব কটা গল্প

২৯ শে জানুয়ারি, ২০২১ রাত ১১:০১

আমি তুমি আমরা বলেছেন: ভাল লেগেছে জেনে আনন্দিত হলাম।

মন্তব্যের জন্য ধন্যবাদ। শুভকামনা রইল।

১৮| ২৭ শে জানুয়ারি, ২০২১ রাত ৮:৩১

করুণাধারা বলেছেন: মানুষ ভাবে এক আর হয় আরেক...

ভাগ্যের পরিহাস নিয়ে লেখা তিনটা পরমাণু গল্পেই প্লাস।

২৯ শে জানুয়ারি, ২০২১ রাত ১১:০৩

আমি তুমি আমরা বলেছেন: সেটাই। মানুষের চাওয়া আর পাওয়ার মেলবন্ধন করা বড় কঠিন।

মন্তব্যের জন্য ধন্যবাদ। শুভকামনা রইল।

১৯| ২৮ শে জানুয়ারি, ২০২১ রাত ২:০৪

নেওয়াজ আলি বলেছেন: আত্ম হত্যা অসম্মানজনক মরণ ঘৃণিত । আমার নিজের ডায়াবেটিস তাই ভয়ে থাকি সবসময়। নির্বাচন এখন দুষিত পানীয় ।

২৯ শে জানুয়ারি, ২০২১ রাত ১১:০৪

আমি তুমি আমরা বলেছেন: আপনার তিনটি বক্তব্যের সাথেই আমি একমত।

মন্তব্যের জন্য ধন্যবাদ। শুভকামনা রইল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.