নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নাস্তিক ও রাজাকার মুক্ত ব্লগ

আমি তুমি আমরা

লেখার সর্বস্বত্ব সংরক্ষিত।আমার অনুমতি ছাড়া এই ব্লগের লেখা কোথাও প্রকাশ করা যাবে না।

আমি তুমি আমরা › বিস্তারিত পোস্টঃ

এ কেমন দ্বৈতাচার?

১২ ই ফেব্রুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৬:৩৯



আরব শিশুরা 'মরে' গিয়ে পড়ে থাকে,
ইউক্রেনীয়রা হয় 'খুন',
হায়রে পশ্চিমা বিবেক,
তোমায় ধরেছে এ কেমন ঘুন?

বিলিয়ন ডলার ইউক্রেনে যায়,
গোলা-বারুদ কিনতে,
গাজায় নেই আর কোন হাসপাতাল,
পাও কি তুমি শুনতে?

ইউক্রেনের প্রতিটা মৃত্যুতে
কাঁদে তোমার বুক।
গাজার বেলায় অন্ধ কেন?
সেলাই কেন মুখ?

এ কেমন ভন্ডামী?
এ কেমন দ্বৈতাচার?
জেলেনস্কি নায়ক তোমার,
আর হামাসের চাও বিচার???

মন্তব্য ১২ টি রেটিং +২/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ১২ ই ফেব্রুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:২০

সোনাগাজী বলেছেন:



হামাসের টানেল তৈরিটা নিয়ে আপনার ভাবনা কি রকম?

১৩ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১০:৩৬

আমি তুমি আমরা বলেছেন: বোমা মেরে গাজার হাসপাতালগুলো ধ্বংস করা নিয়ে আপনার ভাবনা কি?

২| ১২ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ৯:৩৫

এম ডি মুসা বলেছেন: করার কিছু নাই,
এইভাবে ওই মুসলিম জাতি খেয়ে যাবে শুধু মার,
মিথ্যে সকল ওই মানবতা জেগেছে অত্যাচার।
লাম্বা লাম্বা ওয়াজ করিয়ে ইনকাম করে চলে,
বিপদের দিনে মুসলিম জাতি মার খেয়ে যায় দলে।
আছে কে ইমান আল্লার দ্বার নাকি অভিনয় ভরা,
কেন হবে আজ জুলুমের কাছে হৃদয়ে আত্ন হারা।

এত ক্ষমতা ইমানে দেমাক জান্নাতি জনবল,
একটু খোদায় বলছো না কেন অসহায়ে মুখে দল।
খোদার দুয়ারে কেন হয় নাই তোদের কবুল দোয়া
মনে হয় তুই পাসনি এখনো খোদার দিদার ছোঁয়া।

১৩ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১০:৩৬

আমি তুমি আমরা বলেছেন: একজন মুসলমানের বিপদের মধ্য দিয়ে আল্লাহপাক শুধুমাত্র ওই বান্দারই পরীক্ষা নেন না, তার চারপাশে থাকা অন্যান্য মুসলিমদেরও পরীক্ষা নেন। গাজাবাসীর এই বিপদ মানে এই নয় যে, শুধুমাত্র তারাই গুনাহগার। বরং এর মধ্য দিয়ে বাকি মুসলিম বিশ্বেরও পরীক্ষা হচ্ছে বলেই আমার বিশ্বাস।

আল্লাহপাক ছাড় দেন, তবে ছেড়ে দেন না। নেতানিয়াহু বা তার দোসরদের পতন হবে। কবে হবে-আমার জানা নেই। তবে হবে অবশ্যই।

প্রশ্ন হচ্ছে, এই জালিমদের সাথে মুসলিম নামধারী কিছু চিহ্নিত মুনাফিকেরও কি পতন হবে?

৩| ১৩ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১২:১৪

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: বিশ্ববিবেকের কথা আর বলে লাভ কী, সমগ্র বাংলাদেশের কথাও বলবো না, এই ব্লগেই মানবতাবোধহীন মানুষের অভাব নেই, যারা যুগ যুগ ধরে ফিলিস্তিনিদের রক্ত চুষে খাওয়া ইসরাইলীদেরকে ইনিয়েবিনিয়ে মানবতাবাধী বলে প্রচার করেন, আর তাদের রুখে দেয়ার জন্য জন্ম নেয়া হামাসকে সন্ত্রাসী বলতে বলতে মুখে ফেনা তুলে ফেলেন।

আপনার লেখা ভালো হয়েছে।

১৩ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১০:৩৭

আমি তুমি আমরা বলেছেন: এই দেশে ইসরাইলের সাপোর্টার আছে এবং তারা আবার হামাসকে সন্ত্রাসী তকমা দিয়ে ইসরাইলের আত্মরক্ষার অধিকারের ধুয়া তুলে এই নির্বিচার বোমা হামলাকে জায়েজ করতে চায়।

আমি অবাক হয়ে ভাবি, বোমা হামলায় মারা যাওয়া এই ছোট্ট শিশুটাও কি ইসরাইল নামক অবৈধ রাষ্ট্রের জন্য হুমকি ছিল? কতবড় সন্ত্রাসী ছিল এই শিশুটি?

৪| ১৩ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ৩:৩৮

অহরহ বলেছেন: হামাস একটি সন্ত্রাসী দল।

১৩ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১০:৪৪

আমি তুমি আমরা বলেছেন: one man's terrorist is another man's freedom fighter-Gerald Seymour.

৫| ১৩ ই ফেব্রুয়ারি, ২০২৪ দুপুর ২:০৫

রাজীব নুর বলেছেন: বাস্তব কবিতা লিখেছেন।

১৩ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১০:৪৫

আমি তুমি আমরা বলেছেন: ধন্যবাদ।

৬| ১৩ ই ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৫:০৩

করুণাধারা বলেছেন: যা বলতে চাচ্ছিলাম তা সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলে দিয়েছেন।

আমার অবাক লাগে ভাবতে শিশু হত্যাকে জায়োনিস্ট এবং তাদের সমর্থকরা কিভাবে সমর্থন করে চলেছে!!! এই হত্যার বিরুদ্ধে বলা একমাত্র পোস্ট আপনার এই লেখা। :((

১৩ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১০:৪৯

আমি তুমি আমরা বলেছেন: আমিও অবাক হয়েই শুধু এটাই ভাবছি। ছবিটা গতকাল দেখার পর থেকেই অসম্ভব খারাপ লেগেছে। বিশ্বের শীর্ষস্থানীয় নিউজ মিডিয়াগুলো এমনভাবে সংবাদ প্রকাশ করে, যেন ফিলিস্তিনি শিশুরা নিজে নিজেই 'মরে' যাচ্ছে, যাতে জায়োনিস্টদের বিব্রত করা যায়!!!

এরাই আবার ভিনদেশে গিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠা করে, মানবতার সবক দেয়!!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.