নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
লেখার সর্বস্বত্ব সংরক্ষিত।আমার অনুমতি ছাড়া এই ব্লগের লেখা কোথাও প্রকাশ করা যাবে না।
ছবি- Bing AI এর সাহায্যে প্রস্তুতকৃত
ও আপা,
তুমি নেই তাই
মারছে না কেউ চাপা।
ওরে আপা,
তুই নেই তাই,
বন্ধ প্রিন্টিং প্রেস। বলছে না কেউ
'ইচ্ছেমত টাকা ছাপা।'
ওগো আপা,
তুমি নেই তাই,
আর পারছে না কেউ, উন্নয়নের নামে
প্রজেক্টের টাকা ঘাপা।
ওরে ও আপা,
চিপায় নিয়ে, ফান্দে ফেলে
এনেছিলে ইলেকশানে
বলছে এখন জা পা।
আরে ও আমার আপা,
যে-ই দিলে তুমি চম্পট,
দরবেশ খেয়ে গেল কট।
তাই খাচ্ছি না আর নাপা।
ওগো আপা,
তুমি গেছ তাই,
বন্ধ কথার ফুলঝুড়ি।
ওদের পেট হচ্ছে ফাঁপা।
ওরে আপা,
তুই নেই তাই,
থেমে গেছে আজ,
'চেতনা'র বুক কাঁপা।
ও আমার আপা,
তুমি নেই তাই
চাইছে না কেউ, কাল্ট ফিগার হবে
শুধুই আমার 'পাপা'।
প্রাণপ্রিয় আপা,
তুমি নেই তাই,
ভাশুরের মুখ বন্ধ।
বলছে না কেউ, জোরসে আবার ঠা*।
-আপার জন্য এলিজি
১৪-০৯-২০২৪
{পূর্বে নিজের ফেসবুকে প্রকাশিত}
২| ১৪ ই সেপ্টেম্বর, ২০২৪ রাত ৯:০৭
সাখাওয়াত হোসেন বাবন বলেছেন: আফায় নাই তাই বাসে আগুন দেওয়ারও কেউ নাই। মিস ইউ আফা, মিস ইওর বাসে ফায়ার, মিস ইওর অগ্নি সন্ত্রাস
©somewhere in net ltd.
১| ১৪ ই সেপ্টেম্বর, ২০২৪ রাত ৮:৪২
অস্বাধীন মানুষ বলেছেন: শুনেছি আপা কাছাকাছিই আছে,যখন তখন চলে আসতে পারে আমাদের গলা চিপে ধরার জন্য।