নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সময় গেলে সাধন হবে না

হটডগ্‌

জাগরূ৪৯

আগামির পট

জাগরূ৪৯ › বিস্তারিত পোস্টঃ

কাদের মোল্লার বিচারের রায় এবং তার প্রতিক্রিয়া।

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:২৯

কাদের মোল্লার বিচারের রায় এবং তার প্রতিক্রিয়া দেখে আমার মনে হয়েছে :

১) জামায়াতের দাবি এ বিচার রাজৈনতিক উদ্দেশ্য প্রণোদিত তা আওয়ামি লীগ প্রমাণ করে দিয়েছে।

২) বিচারের রায়ে যদি ফাসির আদেশ হোতো তা হলে সবাই দাবি কোরতো যে রায়টি 'আন্তর্জাতিক আদালত' প্রদান করেছে, যেটা হোতো মিথ্যাচার।সব প্রতিক্রিয়া একথা পরিস্কার করেছে যে আদালত নয়, রায়ের দায় দায়িত্ব সরকারের।

৩) সকল অভিযোগ প্রমাণিত হয়ে থাকলে কোনো ক্রমেই মৃত্যুদন্ডের নীচে কোনো রায় অসম্ভব।আসলে আমরা সব সময়ই একথা অস্বীকার করার চেষ্টা করেছি যে চারদলীয় ঐক্যযোট ভাংতে ব্যর্থ হয়ে ক্ষিপ্ত হয়ে আওয়ামি লীগ এ বিচারের নামে আমাদের মত উজবুকদের উত্তেজিত করছে।

৪) আওয়ামি নেতারা নিজেদের ভবিষ্যত নিরাপত্তা নিয়ে যথাসম্ভব জামায়াতের সাথে বোঝাপড়ায় এসেছে,জনরোষ থেকে একদিন জামায়াতই এসব কুলাংগারদের রক্ষা করবে।



আমার কথার সাথে একমত হওয়ার দরকার নেই,তবে ভেবে দেখার অনুরোধ রইলো।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.