![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কবি এবং কবিতার জন্য মগ্ন এ মন।
বীর্যপাত
দুঃখী জাহিদ
এখন আর প্রেম নয়,
কেবলই বীর্যপাত,
চুম্বকের ন্যায় চুম্বন হবে,
আজ এই অন্ধকার রাত,
এসো আরো কাছে,
এই এখানে রাখো হাত,
লজ্জা কিসে ভয় পাও,
নাকি মিঠে গেছে সাধ,
ওখানে নাগো বিষম ব্যথা,
আস্তে করু আমায় কাত,
দিন কয়েক হলো বেড়েছে জ্বালা,
জমেছে বিষম বাত,
মৃদু আলো এইতো যাচ্ছে দেখা,
শেষ কি হবে এই রাত,
এখন আর প্রেম নয়,
কেবলই বীর্যপাত।
©somewhere in net ltd.