![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কবি এবং কবিতার জন্য মগ্ন এ মন।
নারী
-জাহিদুল ইসলাম
তুমি সেই জরায়ু যার অবস্থান এক নারীর ভিতর ছিল
তুমি সেই মেয়ে যাকে সবাই খুকিমণি বলে ডাকতো
তুমি সেই যুবতী যাকে সুন্দরী ললনা বলে কাছে টানতো
তুমি সেই নারী যে কারো ঘরের সুন্দর প্রতিমা
তুমি সেই নারী যে হাজারো সন্তানের মা ।
নারী তোমার জীবনটা নিয়মমাফিক চলে যেত পারতো
কিন্তু এই সমাজ এই পরিবেশ তোমাকে অনেক দিয়েছে
সময়ের প্রয়োজনে তোমাকে বানিয়েছে নষ্ট পল্লীর পতিতা
নিজের চাহিদা মিটানোর জন্য তোমাকে বানিয়েছে ধর্ষিতা
চোখের আকর্ষনের জন্য তোমাকে বানিয়েছে বাজারের পণ্য ।
নারী তোমাকে আমি কিছুই দিতে পারবো না
তবে হে ,আমি অহংকার করে বলতে পারবো
তুমিই আমার মা তুমিই আমার বোন
তুমিই আমার পথ চলার একমাত্র হাতিয়ার ।।
©somewhere in net ltd.
১|
০২ রা এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:২৮
সোজোন বাদিয়া বলেছেন: সুন্দর বক্তব্য। লিখে যান।