![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কবি এবং কবিতার জন্য মগ্ন এ মন।
পরশ মিলে না
জাহিদুল ইসলাম
আকাশে অনেক মেঘ বিচ্ছিন্ন কালো মেঘ
চোখ তাঁর বৃষ্টির অপেক্ষায় অঝোড় ধারার বৃষ্টি
একা কোন শূন্যতায় দুহাতের পাশে কেবল শূন্যতা
আমি আমরা কেবল সবাই কালো মেঘের আড়ালে ।
সসীম থেকে অসীমের আহবান রিক্তপ্রায় বেশুরা
চোখ বুঝে কেবল কান্নার আওয়াজ নিত্য হাহাকার
আলোকরশ্মি গুলো দূর বহুদূর ঠিক মস্তিস্কের বাহিরে
তবুও ঠিক ঘাপটি মেরে বসে থাকা এখনি মিলবে ।
প্রতিটি অণু-পরমানু কালো অন্ধকারে ডুবে আছে
প্রতিটি রিপুর অত্যাচার ক্রমান্বয়ে বেড়েই চলেছে
চাইলেই পারছি না কত শক্তিশালী কেমন অসহায়
তবুও চোখ বুঝে একই নামের তাসবি জপমালা ।
©somewhere in net ltd.