![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কবি এবং কবিতার জন্য মগ্ন এ মন।
রুক্ষ বালি
জাহিন আদিলাহ্
আমার কিছু হিংস্র বিদ্রোহ চাই,
চাই আমুন্ডু ভিজে তীব্র লাল আগুন৷
অনিয়ন্ত্রিত ভালোবাসায় মখমলের বিছানায়
কামানাতুর সামুদ্রিক গর্জনে;
চাই অস্তিত্বের আদিমতা৷
শেষ ফাগুনে মনে পড়া জন্মের মত,
দীর্ঘরত রাতে জন্মাতে দাও আমায়৷
বুনো বাদামী উন্মত্ততায় সৃষ্টিশীল ঘাম,
চকচকে শরাবের মত ঝড়ুক আপন খামখেয়ালিতে৷
পাশবিক অনাহারে থাকা কতশত লালসায়,
সুঠামতর দেহে আশ্রয় নেই৷
উষ্ণ শীতলতার নিসর্গে
রুক্ষ হয়ে পোক্ত করি অবস্থান৷
শোন,কোন বিনাশ পতন নয়,
কোন সমাজস্বীকৃত কলরবিত উৎসবে নয়,
আমাদের শুরু হোক বিষন্ন বিকেলসুন্দরে ।
২| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১২:৪৭
গেম চেঞ্জার বলেছেন: চাঁদগাজী ভাইয়ের পরামর্শ চিন্তা করে দেখতে পারেন!
৩| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ৮:০৭
নাগরিক কবি বলেছেন: আসলেই বিবেচনা যোগ্য পরামর্শ
৪| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৩:৪৯
অতঃপর হৃদয় বলেছেন: ছবিটা অনেক সুন্দর হয়েছে
©somewhere in net ltd.
১|
১০ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১১:১৭
চাঁদগাজী বলেছেন:
১৭ জন পাঠক দেখেছেন, কিছু বলেননি; কবিতাটা বাদ দিয়ে শুধু ছবিটা রেখে দিয়ে দেখতে পারেন, পাঠকদের কি অবস্হা!