![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কবি এবং কবিতার জন্য মগ্ন এ মন।
তিনি আসবেন
জাহিদ মোস্তাফি
চোখে কান্না আসুক
বন্ধ হোক মুখের কথা
কর্ণ গুলো সুক্ষ হোক
তুমি বলবে আমি শুনবো
চেয়ে চেয়ে দেখবো
নূরের ঝলক আরো কাছে।
কত গুনগুন গান শুনি
তবুও কি তৃষ্ণা মিটে
আবার ভুলি ভুল করি
তবুও ক্ষমা প্রার্থনা
কদমে, আমার নতশীর
এবার বুঝি তুমি এলে হৃদয় তটে।
একি যাতনা দিলে সৃষ্টির তরে
দেখা নাই জ্বালাও আগুন
জ্বলে পোড়ে হয় ছাড়খার
চোখ বুঝে পশ্চিমের আভায়
আলো নেয় কিছু দৃশ্যপট
এখন বুঝি ইচ্ছে করেই কষ্ট দিচ্ছ মনটাতে।
আলো দাও জোড়াও পরাণ
দেখে পাগল হয় শান্ত
আর কত নাকি কিছুই হলোনা
যদি না হয় পোড়াও আরো
তবুও পরশ দিও মাঝেমধ্যে
একটু যদি শান্তি লাগে পাগল এই দিলটাতে।
০৫ ই এপ্রিল, ২০১৭ সকাল ৮:২৩
দুঃখী জাহিদ বলেছেন: ধন্যবাদ ভাই শাহরিয়ার
২| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১২:৩৩
শোভন কুমার বর্ধন বলেছেন: তিনি আসবেন
জাহিদ মোস্তাফি
তার লেখাটা ভালোই লাগলো ।
০৫ ই এপ্রিল, ২০১৭ সকাল ৮:২৪
দুঃখী জাহিদ বলেছেন: সত্যি শোভন ভাই
৩| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ২:২০
ভাবুক কবি বলেছেন: তিনি আসবেন
আমরাও আসব ভাল লেখা পড়তে
০৫ ই এপ্রিল, ২০১৭ সকাল ৮:২৪
দুঃখী জাহিদ বলেছেন: অনেক ভালবাসা রইলো ভাবুক কবি
৪| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ২:৫১
অতঃপর হৃদয় বলেছেন: ভাল লাগলো।
০৫ ই এপ্রিল, ২০১৭ সকাল ৮:২৫
দুঃখী জাহিদ বলেছেন: ধন্যবাদ ভাই
©somewhere in net ltd.
১|
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১২:০০
শাহরিয়ার কবীর বলেছেন:
খুব সুন্দর লিখেছেন ।