![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কবি এবং কবিতার জন্য মগ্ন এ মন।
তোমাকে চাই
জাহিদ মোস্তাফি
রূপালী আকাশের তাঁরারা পাখা মেলে
উড়ে বেড়াই প্রানান্ত থেকে প্রানান্তকরণে
আর তুমি চেয়ে থাকো অদূর ভবিষ্যতে
কি হবে! কে আসবে! কেনো আসবে?
চাইলে পলাতক আসমী হবো!
ফেরারী হয়ে ঘুরে বেড়াবো তোমারি চারিপাশ
শুধু নয়নের কাজল হয়ে নয়নে থেকো
রূপসী চাঁদ রূপালী রাত সবই তোমাকে দিলাম।
জানি! আমি কেউ না তোমার
তবুও চাও যদি, হতেও পারি অনেক
যেমনটা হয় আঁধারে আলোর ভালবাসা
যেমনটা হয় নয়নে জ্যোতির ভালবাসা।।
https://www.facebook.com/jahidmostafi/
©somewhere in net ltd.