![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কবি এবং কবিতার জন্য মগ্ন এ মন।
প্রেমের মিছিল
জাহিদ মোস্তাফি
কি বলে বলা হলো না! শেষ বিদায়
কত কথা জাগে মনে অকারণে
নিভৃতে রজনী কাটে
মন থাকে না মনের ঘরে।
কি ভুলে বলা হলো না! আছি অপেক্ষায়
ভালবাসার মিছিলে শূণ্য হাহাকার
রক্তাক্ত হয়ে ফিরছে বেওয়ারিশ প্রেম
তবুও ক্ষণিকের দেখা কেনো হলো না।
কি প্রেমে বলা হলো না! আমি তোমারই
সাধ জাগে বড়ই দেখিবার
তবুও কেনো দৃশ্যের অবলোকন আসে না
কেনো এই অবহেলায় প্রেম কাঁদে।
২৫ শে আগস্ট, ২০১৭ বিকাল ৪:০০
দুঃখী জাহিদ বলেছেন: আমাকে আমার নামখানা পরিবর্তন করতে দিচ্ছে না । আমার নাম জাহিদ মোস্তাফি । আমি একজন সুখি মানুষ ভাই ।
২| ২৫ শে আগস্ট, ২০১৭ বিকাল ৫:২১
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর
২৫ শে আগস্ট, ২০১৭ রাত ১১:০৫
দুঃখী জাহিদ বলেছেন: ধন্যবাদ সেলিম আনোয়ার
©somewhere in net ltd.
১|
২৫ শে আগস্ট, ২০১৭ বিকাল ৩:৪২
কথাকথিকেথিকথন বলেছেন:
কবিতা ভাল লেগেছে । প্রেমের ফাঁদে প্রেম কাঁদে !
আপনার নিক দুঃখী জাহিদ কেন ? সুখী জাহিদ কেন নয় ? সুখের মধ্যে দুঃখ তো থাকতেই পারে, না হয় আমরা সুখ অনুভব করবো কীভাবে !! তাই এমন নাম নেয়াটা ভাল নয় । ভালো থাকি খারাপ থাকি সবসময় প্রাণবন্ত থাকা কৃতজ্ঞতার বহিঃপ্রকাশ । আর কৃতজ্ঞতাই পারে হৃদয়ে প্রশান্তি এনে দিতে ।