![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কি যে করি ভেবে মরি উড়াই স্বপ্নের নীল ঘুড়ি, যেখানে নেই কোন সিমান্ত হয়ে গেছি আমি এক উদভ্রান্ত।
আপনাদের বলছি খুব ভালো করে শুনুন। এই দেশে বেসরকারী বিশ্ববিদ্যালয়ের মালিক কারা, জানা আছে কি? তারা হলেন ব্যবসায়ী যারা আবার বেশির ভাগ মন্ত্রী এমপি অথবা কোনো না কোনো ভাবে সমাজের রাঘব বোয়ালদের নিকট আত্মীয়। যখন সরকার বেসরকারী বিশ্ববিদ্যালয় কে ভ্যাট দিতে বলেছেন তখন তারা তা দিবেন কিন্তু তা কিভাবে দিবেন ? তারা তা দিবে, সুকৌশলে শিক্ষাদান ফি বাড়িয়ে অথবা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন ফি নাম দিয়ে ছাত্র ছাত্রীদের কাছ থেকেই আদায় করবে। যার অর্থ হলো যা লাউ তাই কদু। এবার আপনাদের প্রশ্ন আমি আগাম কি করে জানলাম, তাই না ? আচ্ছা তাই বলছি আমাদের দেশে বেসরকারী বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন নামে একটা প্রতিষ্ঠান আছে যারা কোনো সরকারের আমলেই শিক্ষাদান ফি নিয়ন্ত্রণ করেনি কিংবা সত্যিকার অর্থে বেসরকারী বিশ্ববিদ্যালয়ের মানও নিয়ন্ত্রণ করেনি। দলীয় স্বার্থ হাসিলের জন্যে ক্ষমতার অপব্যবহার করে যাকে তাকে বিশ্ববিদ্যালয় করার অনুমতি দিয়েছে বর্তমান এবং আগের সব সরকার কারণ এই খাতে ব্যবসা বেশ জমজমাট যাকে বলে কাঁচা পয়সা।
আসল কথায় আসা যাক। বেসরকারী বিশ্ববিদ্যালয়ে বড় লোকের ছেলে মেয়েরা পড়েন তাই ভ্যাট ধরতে হবে, তা কি ঠিক? তাদের বাবারা প্রতি বছর কর দিচ্ছে তাহলে শিক্ষার মত মৌলিক অধিকারের ক্ষেত্রে আবার ভ্যাট কতটা যুক্তিযুক্ত ? আর বেসরকারী বিশ্ববিদ্যালয়ের সবাই যে বড়লোক তা কিন্তু সঠিক নয়। এখানে মধ্যবিত্ত এমনকি নিম্নবিত্ত মেধাবী ছাত্ররাও পড়ে। তারা ভালো ফলাফলের উপরে বিশেষ ছাড় কিংবা স্কলারশিপও পেয়ে থাকে। আবার অনেক ছাত্ররা তো অসহায় তাদের পড়তে হবে কারণ তাদের সুযোগ হয়নি সরকারী বিশ্ববিদ্যালয়ে তাই বাবার জায়গা কিংবা শেষ সম্বলটুকু বিক্রি করেও তারা বেসরকারী বিশ্ববিদ্যালয় এর দ্বারস্থ হয়। কারণ আর কিছু নয় সরকার সরকারী বিশ্ববিদ্যালয়ে আসন দিতে পারে না। আর সরকারী বিশ্ববিদ্যালয়ে ছাত্রদের রাজনীতি আজ কতটা খারাপ পর্যায়ে গেছে তাতো সবাই জানে। এইসব দেখে কোনো অভিভাবক আজ শংকা মুক্ত নয়।
আমাদের মন্ত্রী এমপিরা বিনা শুল্কে গাড়ি পান। যে দেশের মানুষ দু' বেলা দু' মুঠো ভাতের জন্য আজ হাহাকার করে সেই দেশের মন্ত্রী এমপিদের বিলাসিতা মানায় না ! যারা কালো টাকার মালিক তাদের জন্যে কি ব্যবস্থা করলেন মাননীয় প্রধানমন্ত্রী ? অর্থমন্ত্রী সাহেব আপনি তো বলেছেন চার হাজার টাকা কিছু নয় কারণ শিল্পপতিরা তো আপনাদের খুশি করতে পারে, তাই না ? তাই বলছি যেখানে সমস্যা সেখানে হাত দিতে হবে তবেই সমাধান মিলবে। মনে রাখবেন সবার আগে দেশ এবং জাতীয় স্বার্থ। যদি ভ্যাট ধরতে হয় তাহলে তা উপযুক্ত জায়গায় ধরুন। মৌলিক অধিকারে নয়।
তাই আসুন সবাই দেশকে ভালবাসি দেশের জন্যে এক হই। তবেই আমরা গুটি কয়েক লুটেরাদের প্রতিরোধ করতে সক্ষম হব। তবেই আমরা জাতি হিসেবে মাথা তুলে দাড়াতে পারব। জয় হোক বাংলার সাধারণ মানুষের যারা শোষণ বঞ্চনার শিকার। শুভকামনা সকলের জন্য।
৫.০০ বিকাল, ১১.০৯.২০১৫, ওজন পার্ক, নিউ ইয়র্ক।
## ছবি গুগলি
১৩ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:০২
যাযাবর৮১ বলেছেন: আপনি দেখছি অনেক জ্ঞানী! তা পন্ডিত সাহেব আপনি জানেন তো পৃথিবীর অন্য সকল দেশেই সরকারী বেসরকারী দুটো মাধ্যম সমান তালেই চলে। তারা মান ও নিয়ন্ত্রণ করে। ধরে নিলাম আমাদের দেশে সরকারী বিশ্ববিদ্যালয় খুব ভালো সেখানে কোনো রাজনীতি, স্বজনপ্রীতি, দলাদলি, মারামারি, সেশনজট ইত্যাদি ইত্যাদি কিছুই নেই। সব তাহলে কোথায় আছে বেসরকারী বিশ্ববিদ্যালয়ে তাই না ? ঐখানে কি মানুষ পড়ে ! আচ্ছা ঠিক আছে আপনার তো দুটো চোখ আছে। কি আছে তো ? একটা চোখ এ সমস্যা ধরা পড়ল। তা আপনি কি করবেন চোখটা উঠিয়ে ফেলবেন না চিকিৎসা করবেন ? জানিতো চিকিৎসা করবেন। এবার তাহলে বলুন বেসরকারী বিশ্ববিদ্যালয়ের মান নিয়ন্ত্রণ কে করবে ? কি সরকার তো। তা কোনো সরকার কি তা করেছে ? এত যে মেধার কথা বলছেন তা আমাদের দেশে মেধাবী কারা একটু জানতে পারি ? যে হারে গোল্ডেন A+ আর A+ এর ছড়াছড়ি সেই হারে আসন কোথায় ? এবার আপনি বলবেন কেনো, মেধার যুদ্ধে যে জিতবে সেই আসন পাবে। তাহলে প্রশ্ন আপনার প্রতি ঐ সকল ছাত্র ছাত্রী কিভাবে এতো ভালো ফলাফল করল SSC ও HSC তে। আপনি পড়ালিখার মানের কথা বললেন। তা পড়ালিখার মান কে দেখবে সাধারণ জনগণ নাকি সরকার ? আপনিতো Notre Dame এ পড়েছেন। তা ঐ কলেজটা বেসরকারী, আপনি কেনো পড়লেন ? আপনারতো সরকারী কলেজ এ পড়ার কথা যেমন ধরেন সরকারী বিজ্ঞান কলেজ কিংবা সরকারী তিতুমীর কলেজ। আপনি এই জন্যই পড়লেন ঐ কলেজ টার মান ভালো তাইতো। তখন বেসরকারী কলেজ ভালো হয়ে গেল তাই না।
এবার আসা যাক ভ্যাট এর প্রশ্নে। আপনিতো সরকারের পয়সায় পড়েছেন। আপনার কি মনে হয় এই কয়টা টাকা কি সরকারী বিশ্ববিদ্যালয়ের বেতন হতে পারে ? তাও আবার বাংলাদেশ এর মত একটা গরিব দেশে। তা সরকার সরকারী বিশ্ববিদ্যালয়ের বেতন বাড়ানোর কি পদক্ষেপ নিয়েছে ? বেসরকারী বিশ্ববিদ্যালয় উচ্চ বেতন সাথে আবার ৭.৫০% ভ্যাট দিবে আর আপনাদের মত সুবিধাবাদীরা বলবেন, ঠিক আছে। আপনিতো শিক্ষার মত মৌলিক অধিকার ফ্রি ফ্রি পেয়ে গেলেন ও আমি ভুলে গেছি আপনি মহা মেধাবী। তা অন্যরা কেন পাবে কারণ তাদেরতো আপনার মত মেধা নেই। তারা তাহলে ভ্যাট নামক বাঁশ তাই খাক। কি বলেন ? এক দেশে শিক্ষায় দুই নীতি চলতে পারে না। সরকারী ও বেসরকারী বিশ্ববিদ্যালয় এর শিক্ষার মান সরকারকেই নিয়ন্ত্রণ করতে হবে এবং তার সাথে সমন্বয় সাধন করতে হবে। আপনি যদি একটি সফল দেশ চান তাহলে শিক্ষাকে আপনি পণ্য ভেবে থাকলে ভুল করবেন। শিক্ষাকে যারা পণ্য বানিয়েছে তাদেরকে নিয়ন্ত্রণ করার কথা বলেন। তাই আবারো বলছি সরকারের ইচ্ছাই তার জন্য যথেষ্ট। ভালো থাকুন। শুভকামনা রইলো।
২| ১২ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১০:০২
বিদ্রোহী ভৃগু বলেছেন: আমাদের মন্ত্রী এমপিরা বিনা শুল্কে গাড়ি পান। যে দেশের মানুষ দু' বেলা দু' মুঠো ভাতের জন্য আজ হাহাকার করে সেই দেশের মন্ত্রী এমপিদের বিলাসিতা মানায় না ! যারা কালো টাকার মালিক তাদের জন্যে কি ব্যবস্থা করলেন মাননীয় প্রধানমন্ত্রী ? অর্থমন্ত্রী সাহেব আপনি তো বলেছেন চার হাজার টাকা কিছু নয় কারণ শিল্পপতিরা তো আপনাদের খুশি করতে পারে, তাই না ? তাই বলছি যেখানে সমস্যা সেখানে হাত দিতে হবে তবেই সমাধান মিলবে। মনে রাখবেন সবার আগে দেশ এবং জাতীয় স্বার্থ। যদি ভ্যাট ধরতে হয় তাহলে তা উপযুক্ত জায়গায় ধরুন। মৌলিক অধিকারে নয়।
সহমত!!
@নীলআকা৩৯.. আপনি কি বলছেন? মেধাবী হলৈই ঢাবি বুয়েটে পড়া যায়!!! তাহলে এক সিটের জন্য ২০০০ জনের লড়াই করতে হয় কেন বলেন তো!
পাবলীকে সিটের সংখ্যা আর মেধাবীর অণুপাত জানা আছে?????
১৩ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:০৭
যাযাবর৮১ বলেছেন: কেমন আছেন আপনি ? আশা করি ভালো আছেন। সহমতে অতিশয় প্রীত হলাম।
নীলআকা৩৯.....এর মন্তব্যে আমার দেওয়া উত্তরটা পড়বেন।
ভালো থাকুন পাশে থাকুন। শুভকামনা সর্বক্ষণ।
৩| ১২ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১০:৪৯
নীল আকাশ বলেছেন: - "ভ্যাট ধরতে হয় তাহলে তা উপযুক্ত জায়গায় ধরুন।" আমি তো তা ধরতে মানা করিনি। প্রাইভেট বিশ্ববিদ্যালয় গুলো যে ব্যবসার জায়গা। এটা আপনি অস্বিকার করেন ? প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের চলাফেরা আচার আচরন চোখে পরে না আপনার ?
- "মেধাবী হলৈই ঢাবি বুয়েটে পড়া যায়!!" কি হলে পড়া যায় ? আমি ex-BUET, Ex-Notre Damian, আমার family & relatives দের যে সব ছেলেমেয়েরা মেধাবী তারা ঠিকই Admission দিয়ে ঢাবি, বুয়েটে, মেডিকাল এ পড়ছে। আর যে গুলো অপদার্থ কোথাও চান্স পায়না সেগুলি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে পড়ে (family & relatives দের সব ছেলেমেয়েরা). যারা মেধাবী তারা ঠিকই কোথাও না কোথাও ঠিকই চান্স পায় ।
- "পাবলীকে সিটের সংখ্যা আর মেধাবীর অণুপাত জানা আছে?" কেনো হাজার হাজার ছেলেমেয়ে রা per year ঢাবি, বুয়েটে, মেডিকাল এ পড়ছে না ? তারা কিভাবে চান্স পায় ?
©somewhere in net ltd.
১|
১২ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৯:২৭
নীল আকাশ বলেছেন: "এখানে মধ্যবিত্ত এমনকি নিম্নবিত্ত মেধাবী ছাত্ররাও পড়ে। " মেধাবী ছাত্র বলতে আপনি কি বলতে চান? সুযগ থাকা পরও কেন তারা তা করবে যদি তারা মেধাবি হয় ? মেধাবি হলে তো তারা বুয়েট,মেডিকাল, ঢাকা University তে পরবে। হাজার হাজার মেধাবি ছেলেমেয়েরা বছরের পর বছর ধরে তাই করছে। এসব ভুয়া information দিয়ে subject matter colorized করবেন না। বাপের টাকা আসে, কোথাও চান্স পায়না, even পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার দেয়ার minimum marks এদের থাকে না, এরা হলো আপনার মেধাবী ছাত্র ? 2~3% exception কখনো example হতে পারে না। পাবলিক বিশ্ববিদ্যালয়ের সাথে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের তুলনা হয় না। প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে পড়ার চেয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়াও উত্তম। খোঁজ নিয়ে দেখেন সরকারির বেসরকারির চাকরির এখন একটা বড় একটা অংশ জাতীয় বিশ্ববিদ্যালয়ের ছেলে-মেয়েরা দখল করছে, বেশির ভাগ প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের অবস্থা এখনো সার্টিফিকেট কেনা বোঁচার মধ্যে সীমাবদ্ধ। পয়সা দিলে যখন সার্টিফিকেট পাওয়া যায়, ভ্যাট দিলে সমস্যা কি?