![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সেকেন্ড ইয়ারের ক্লাস শুরুর পর থেকেই মেয়েটাকে দেখছি। মেয়েটা এবার আমাদের সিএসই ডিপার্টমেন্টেই ঢুকেছে। আমি সাধারণত অনেক আগে ক্লাসে যাই। ছোটবেলার অভ্যাস। ক্লাস ৮টায় হোক আর ৯টায় হোক ৭টায় চলে যাই। গিয়ে প্রথমে পলাশী মোড়ে এক কাপ চা খাই। চা খাওয়ার সময়ই মেয়েটার গাড়ি আমার সামনে দিয়ে গিয়ে ইসিই বিল্ডিং এর গেইট দিয়ে ঢুকে। আমার আবার গাড়ি-টারি ভাল মনে থাকে। মেয়েটার গাড়ি প্রথম দিনেই চিনে ফেলেছি। কাল রঙের টয়টা অ্যালিয়ন। আমি যখন চা খেয়ে বিল্ডিঙে ঢুকি তখন দেখি মেয়েটা নিচ তলায় রাখা বেঞ্চ এ বসে মোবাইল টিপাচ্ছে। হয়ত এত সকালেই একা ক্লাসরুমে গিয়ে বসে থাকতে চায় না। মেয়েটার সামনে দিয়ে হেঁটেই লিফট এর দিকে যাই। মেয়েটা মোবাইল থেকে চোখ উঠিয়ে একবার তাকায়। দেখতে বেশ কিউট। মায়া মায়া চেহারা। ভালই লাগে।
আমি কখনই নিজের গেট আপ নিয়ে তেমন সচেতন ছিলাম না। তবে কয়েকদিন মেয়েটাকে দেখার পর মনে হল একটু ঠিকঠাক হয়ে যাওয়া দরকার। সকালে স্নান করার অভ্যাস কখনই আমার ছিল না। কিন্তু তখন থেকে সকালেই স্নান করে যাওয়া শুরু করলাম। টি-শার্ট ইস্ত্রি করে পড়া শুরু করলাম। চুল দাঁড়ির দিকে আগে কোন মনোযোগ ছিল না। সেখানেও মনোযোগ দেয়া হল। কয়েকটা বডি স্প্রে ঘরে অব্যবহৃত পরে ছিল। সেগুলো ব্যবহার শুরু করলাম। মা অবশ্য সন্দেহ করছিল। বলছিল, “কিরে হঠাৎ এত সাজগোজ শুরু করলি?” আমি শুনে রেগে গিয়েছি। এমনিতে অগোছালো ভাবে যাই দেখে ধমক দেয়। এখন ফিট ফাট হয়ে যাচ্ছি তাতেও ঝামেলা। মা পরে আর তেমন ঝামেলা করেনি।
কয়েকদিন এভাবেই গেলাম। কিন্তু ক্লাসে গিয়া ভাবছিলাম মেয়েটা নিচে একা বসা আর আমি ক্লাসে একা বসা কেন। তাই অন্য প্ল্যান করলাম। পরবর্তী কয়দিন ল্যাপটপ নিয়ে আসলাম। সকালে মেয়েটার পাশের বেঞ্চে বসে ল্যাপটপ খুলে কোড করা শুরু করলাম। মেয়েটা দেখলাম আড়চোখে আমার দিকে তাকায়। কয়দিন এভাবেই গিয়েছিল। তারপরই হল আজকে সকালের ঘটনা।
আজকে চা না খেয়েই আগেই ইসিই বিল্ডিঙে চলে গেলাম। গিয়ে মেয়েটা যে জায়গাটায় বসে ঠিক সেখানে বসেই ল্যাপটপ খুলে কোড করতে লাগলাম।
কিছুক্ষণ পরেই মেয়েটা এল। আমার দিকে সোজা এসে বলল, “ভাইয়া আজকে চা খান নাই?”
আমি তো অবাক। আমি যে সকালে এসে চা খাই সেটাও মেয়েটা খেয়াল করেছে। মেয়েটাকে আমার বিস্ময় বুঝতে না দিয়ে নিজেকে সামলে বললাম, “না, আজকে আগেই খেয়ে ফেলেছি। ও, তুমি তো এখানেই বস, না? সরি ভুলে বসে পরেছি।“ বলে উঠে যেতে লাগলাম।
“না, না, প্রবলেম নাই, ভাইয়া বসেন।“ এই বলে মেয়েটা আমার পাশেই বসল। বেশ অনেকক্ষণ কথা বললাম মেয়েটার সাথে। ভালই লাগল মেয়েটাকে। ওর কোড টোড নিয়া কিছু প্রবলেম হচ্ছিল অইগুলা দেখাইয়া দিলাম। আরও টুকটাক অনেক কথা হল। মেয়েটাকে সবদিক দিয়া বেশ লাগল। শুধু একটাই সমস্যা। আমার তো এক বছর ধরে একটা গার্লফ্রেন্ড আছে।
©somewhere in net ltd.