![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নিজের সম্পর্কে তেমন কিছুই জানি না, কারন আমার আমি প্রতিদিনই রং পাল্টায় , ঠিক আকাশের মত একটা জিনিস বলতে পারি বাংলা লেখা যেখানেই পাই পড়া শুরু করি চাই সেটা ঝালমুরির ঠোংগায় লেখা হোক।অল্পতেই রাগ করি আবার পরোক্ষণেই শান্ত হই। খুব জানতে ইচ্ছা করে অজানাকে। সমগ্র বাংলাদেশ ঘুরতে চাই।
বিনা পয়সার এক কবি আমি
ছড়া গান আর কবিতা লেখি
এর আগে হয়নি লেখা কোনদিন,
ভাবিনি কখনো লিখবো একদিন।
তারপর করলাম শুরু লিখতে
যদি একটা কিছু হয়,সেই আশাতে,
একটা, দুইটা, তিনটা লাইন
বেড়ে গেল কবিতার আর একটা লাইন।
আর পারছি না লেখার কিছু
চিন্তা এবার ছুটছে পিছু,
আশেপাশে দেখছি যা কিছু
লিখছি কবিতায় সবকিছ।
সপ্তাহ শেষে মিলল ছুটি
কাজের ফাঁকে একটু সস্তি,
আজ আমার জন্য ঈদের দিন
ঘুমাবো তাই সারাদিন।
ঘুমের মধ্যে দেখছি আমি
হয়ে গেছি এক বিরাট কবি,
মায়ের ডাকে ঘুম ভেঙ্গে দেখি
শুয়ে আছি বিছানায় আমি।
বললাম মা কেন ডাকলে
মা বলল হুশ কি আছে?
ঘড়িতে দেখি বারোটা
পেটের অবস্থা তখন তেরোটা।
সপ্নের কথা গেলাম ভুলে
যখন আমি খাবার টেবিলে,
খাওয়া শেষে উঠলাম যখন
সপ্নের কথা মনে পড়ল তখন।
মুচকি হেসে উঠলাম একা
মা বলল ধুর বোকা!!!
সপ্নের মধ্যে হয়েছি কবি
তাই শুনে মা দিল, মুচকি হাসি।
সারাক্ষন শুধুই ভাবি
কি করে হই সত্যি কবি,
সাহস করে লিখলাম একদিন
যদি হতে পারি কবি কোনদিন,
অবশেষে হলাম এক, বিনা পয়সার কবি
লিখব আজীবন, যতদিন বেঁচে থাকি।
২| ১০ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ২:৩৪
জাহিদ জুয়েল বলেছেন: সাথে থাকার জন্য ধন্যবাদ। শুভাকামনা রইল আপনার জন্যও।
৩| ১০ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৪:৩৪
ফ্জলূল করিম বলেছেন: কবি হওয়ার দৃঢ় মনোবলকে স্বাগত জানাই সেই সাথে কবির সুন্দর জীবন আরও পরিপূন হউক এই কামনা করলাম।
৪| ১০ ই জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:২২
সুমন কর বলেছেন: প্রথম দিকটায় বেশী ভাল লাগল।
হ্যাপি ব্লগিং........
১২ ই জানুয়ারি, ২০১৫ সকাল ১০:০৩
জাহিদ জুয়েল বলেছেন: ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
১০ ই জানুয়ারি, ২০১৫ সকাল ১১:০৮
দিশেহারা রাজপুত্র বলেছেন: কবি হবার স্বপ্নে শুভ কামনা।