![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নিজের সম্পর্কে তেমন কিছুই জানি না, কারন আমার আমি প্রতিদিনই রং পাল্টায় , ঠিক আকাশের মত একটা জিনিস বলতে পারি বাংলা লেখা যেখানেই পাই পড়া শুরু করি চাই সেটা ঝালমুরির ঠোংগায় লেখা হোক।অল্পতেই রাগ করি আবার পরোক্ষণেই শান্ত হই। খুব জানতে ইচ্ছা করে অজানাকে। সমগ্র বাংলাদেশ ঘুরতে চাই।
শুধু একটাই আশা
সুখ নয়, চাই শান্তি,
হোক না সে এক চিমটি
স্রষ্টার কাছে এই মোর মিনতি।
শুধু একটাই আশা
সরকারী কিংবা প্রাইভেট, হোক না সে একটা চাকুরী
যেন করতে পারি শুধু হালাল রুজি।
শুধু একটাই আশা
সুন্দর চেহেরা নয়,চাই সুন্দর মন
হোক না সে কৃষঙ্কলির মতন।
শুধু একটাই আশা
অট্টলিকা নয়, চাই একটা কুঁড়েঘর
যেখানে হবে মোর স্বপ্নের বাসর।
শুধু একটাই আশা
ছেলে কিংবা মেয়ে নয়,চাই সুসন্তান
যে করবে মা –বাবায় সম্মান।
শুধু একটাই আশা
মরুভুমি নয়,চাই সবুজে ঘেরা গ্রাম
যা দেখলে জুড়াবে মন ও প্রান।
শুধু একটাই আশা
এ প্লাস নয়, চাই শিক্ষার আলো
যা দিয়ে শিশুরা ঘুচাবে সমাজের কালো।
শুধু একটাই আশা
ইডেন গার্ডেন চাই না, চাই ছোট একটা মাঠ
যেখানে খেলবে শিশুরা এক ঝাক।
শুধু একটাই আশা
ঝগড়া কিংবা বিবাদ নয়, চাই শান্তির বার্তা
মিলেমিশে থাকবে প্রজা আর কর্তা।
শুধু একটাই আশা
গীবত নয়, করব গঠনমুলক সমালোচনা,
তাহলে জমবে, মোদের আলোচনা।
শুধু একটাই আশা
একা নয়, দশে মিলে করি কাজ
হারি জিতি নাহি লাজ।
শুধু একটাই আশা
কল্পনায় নয়, সত্যি চাই স্বপ্নের এক দেশ
যার নাম হবে বাংলাদেশ
জাহিদ জুয়েল, ১২ ই জানুয়ারী ২০১৫
১২ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৫:২৫
জাহিদ জুয়েল বলেছেন: ধন্যবাদ ভাই।
২| ১২ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৫:১০
লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: দারুন,,,মুগ্ধতা রেখে গেলাম
১২ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৫:২৫
জাহিদ জুয়েল বলেছেন: আমিও মুগ্ধ হলাম আপনার মন্ত্যবে।
৩| ১২ ই জানুয়ারি, ২০১৫ রাত ৯:৩৮
নীলাবতীর নীল মেঘ বলেছেন: চাওয়ার লিষ্ট এতোওও বড় হয়ে গেলে যে - মিল অমিলের হয়ে যাবে গড়মিল
১৪ ই জানুয়ারি, ২০১৫ সকাল ৯:৩৫
জাহিদ জুয়েল বলেছেন: খারাপ বলেন নাই। ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
১২ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৫:০৭
ফ্জলূল করিম বলেছেন: সুন্দর চেহারা নয় চাই সুন্দর মন
হোক না সে কৃষ্ণকলির মতন....ভালো লাগল