নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বিভ্রান্ত পথিক

জাহিদ জুয়েল

নিজের সম্পর্কে তেমন কিছুই জানি না, কারন আমার আমি প্রতিদিনই রং পাল্টায় , ঠিক আকাশের মত একটা জিনিস বলতে পারি বাংলা লেখা যেখানেই পাই পড়া শুরু করি চাই সেটা ঝালমুরির ঠোংগায় লেখা হোক।অল্পতেই রাগ করি আবার পরোক্ষণেই শান্ত হই। খুব জানতে ইচ্ছা করে অজানাকে। সমগ্র বাংলাদেশ ঘুরতে চাই।

জাহিদ জুয়েল › বিস্তারিত পোস্টঃ

অভিমানী !!!!!!!

১৯ শে জানুয়ারি, ২০১৫ সকাল ১১:১২

সেই ভোরবেলা উঠেছি শুধু তোমার কারনে, তোমার যে কি হয়েছে কিছুই বুঝে আসে না আমার। আমাকে কি তুমি একটুও বিশ্রাম নিতে দিবে না, হ্যাঁ কি শুরু করছো, বলবা আমায় প্লিজ!!!!

ঘুম থেকে উঠে দাত ব্রাশ করবা ভাল কথা, আমাকে কেন সংগে নিবা? আমাকে ছাড়া চলতে পার না তুমি?
আচ্ছা মানলাম রাতে ভাল ঘুম হয় নাই,তাই তুমি টায়ার্ড। কিন্তু নাস্তার টেবিলে একা একা খেতে পার না, তা না আমাকে ছাড়া একফোটা জলও খাবে না। তোমার এইসব ঢং আমার আর সহ্য হয় না। যখন দরকার হয় তখন ভালবাসা উতলাইয়া পড়ে......

তারপর খাওয়া শেষে রেডি হতে গেলেও আমাকে লাগবে। শার্টের কোথায় ময়লা আছে কিনা তা আমাকেই দেখতে হবে।

রাস্তায় হাটার সময় মন কই থাকে তোমার? সেইদিন আমি সাথে না থাকলে তো ম্যানহোলের ঢাকনায় নিচশিত পরতা। ভাগ্যিস আমি ছিলাম!! না হলে জিহাদের মত তোমার ও একই দশা হত, মানুষ হয়ে মরে টিকটিকির লাশ হয়ে বের হয়ে আসতা, না হলে ওখানেই পচে গলে কোন গুজবের নাটকের কাহিনী বানাতে।

অফিসে গিয়ে ল্যাপটপ কাজ করবা, সেখানে আমার কি দরকার?
তোমার পাগলামির কারনে না হয় থাকছি, একদিন দুইদিন থাকলাম। কিন্তু এভাবে আর কতদিন চলবে?

রাতে মশারির ভিতর মশা মাড়বা সেটাও তুমি আমাকে ছাড়া পার না।
ঘুমের সময়টুকু তুমি আমাকে ভুলে যাও। তারপর আবার ভোর থেকে শুরু করে মধ্যরাত অবধি তুমি আমাকে ছাড়া অচল।

আচ্ছা আমি যদি না থাকি তোমার সাথে, যদি তোমায় ছেড়ে চলে যাই না ফেরার দেশে!!! কি করবে তখন??
একবার ও কি চিন্তা করেছ আমার কথা, তোমার প্রতিটা মুহূর্তেই আমি ছিলাম তোমার পাশে থাকি অথচ একটি বারও কি বলেছ আমায়, ভালবাসি তোমায়।

অনেক হয়েছে এবার একটু বিশ্রাম নিতে দাও আমায়।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২০ শে জানুয়ারি, ২০১৫ রাত ১২:৫২

ফ্‌জলূল করিম বলেছেন: ভাল লাগল।ভাব ও ভাষার প্রান্জলতা সুন্দর হয়েছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.