![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নিজের সম্পর্কে তেমন কিছুই জানি না, কারন আমার আমি প্রতিদিনই রং পাল্টায় , ঠিক আকাশের মত একটা জিনিস বলতে পারি বাংলা লেখা যেখানেই পাই পড়া শুরু করি চাই সেটা ঝালমুরির ঠোংগায় লেখা হোক।অল্পতেই রাগ করি আবার পরোক্ষণেই শান্ত হই। খুব জানতে ইচ্ছা করে অজানাকে। সমগ্র বাংলাদেশ ঘুরতে চাই।
গন্তব্যহীন-
শূন্য নিয়ে আমি বাঁচতে চাই
চাইনা অযুত লক্ষ নিযুত কোটি,
পথের আড়ালে যে পথ আছে
সে পথেই আমি হাটতে চাই।
পথহারা এক এক বিভ্রান্ত পথিক
খুঁজে পাই না পথের দিক,
সীমানা পেরিয়ে আবার আমি
তোমার কাছেই আসতে চাই।
চোরাবালিতে আটকা পড়ে
খুঁজি শুদুই ব্রতীর কেন্দ্র
একটা বিন্দুই দিবে আমায়
সকল মুক্তির মুল মন্ত্র।
গন্তব্যহীন-২
ছুটে চলেছি অজেনা পথে
সঙ্গী শুধুই আমার ছায়াপথ,
মাঝে মাঝে সেও চলে যায়
কোন এক অচেনা দেশে
চলে যাব এক নির্জন দ্বীপে
শুধুই আমার আমি কে নিয়ে,
হাটব আমি রাতের আকাশে
গুনব তারা কোন এক পূর্ণিমা রাতে।
ভেসে যাব একলা আমি
নীল সাগরের নোনা জলে,
খুঁজে পাবে না কেউ আমায়
আসব না আর এই নোংরা লোকালয়ে।
১৯ শে ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১১:১৬
জাহিদ জুয়েল বলেছেন: ধন্যবাদ, কলমের কালি শেষ
©somewhere in net ltd.
১|
১৭ ই ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:৩১
কলমের কালি শেষ বলেছেন: কবিতায় ভাললাগা ।