![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নিজের সম্পর্কে তেমন কিছুই জানি না, কারন আমার আমি প্রতিদিনই রং পাল্টায় , ঠিক আকাশের মত একটা জিনিস বলতে পারি বাংলা লেখা যেখানেই পাই পড়া শুরু করি চাই সেটা ঝালমুরির ঠোংগায় লেখা হোক।অল্পতেই রাগ করি আবার পরোক্ষণেই শান্ত হই। খুব জানতে ইচ্ছা করে অজানাকে। সমগ্র বাংলাদেশ ঘুরতে চাই।
দাঁড়িয়ে রেললাইনের পার্শ্ব রেখায়
খুঁজি সমান্তরাল রেখার অন্য মানে,
অসীম রেখার শেষ প্রান্তে
সসীম সপ্নগুলো ঝুলে থাকে।
চায়ের কাপে ব্যাকুল চুমুতে
হারানো অতীতকে পড়ে মনে,
সপ্নহীন এ শহরের প্রতিটি দেয়ালে
খুঁজি প্রভাতীর সপ্নছায়াকে।
ধুমায়িত বাষ্প উড়ে যায় নীল আকাশের পানে
জলের স্রোতোধারার মত অচেনা গন্তব্যে,
কেন্দ্র বিন্দুতে মেঘবালিকার জন্য
অপেক্ষায় আছি ঘুমন্ত এ শহরে।
২| ০১ লা জুলাই, ২০১৫ সন্ধ্যা ৬:৪৮
জেআইসিত্রস বলেছেন: সুন্দর লিখেছেন।ধন্যবাদ।
৩| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:১৪
জেআইসিত্রস বলেছেন: অনেক ভাললাগল.<<<<<<<
©somewhere in net ltd.
১|
২৩ শে এপ্রিল, ২০১৫ সকাল ১০:৪৬
দৃষ্টিসীমানা বলেছেন: সুন্দর কথার গাঁথুনি ভাল লাগল ।শুভ কামনা ।