নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বিভ্রান্ত পথিক

জাহিদ জুয়েল

নিজের সম্পর্কে তেমন কিছুই জানি না, কারন আমার আমি প্রতিদিনই রং পাল্টায় , ঠিক আকাশের মত একটা জিনিস বলতে পারি বাংলা লেখা যেখানেই পাই পড়া শুরু করি চাই সেটা ঝালমুরির ঠোংগায় লেখা হোক।অল্পতেই রাগ করি আবার পরোক্ষণেই শান্ত হই। খুব জানতে ইচ্ছা করে অজানাকে। সমগ্র বাংলাদেশ ঘুরতে চাই।

জাহিদ জুয়েল › বিস্তারিত পোস্টঃ

আহত শব্দ

২৬ শে অক্টোবর, ২০১৯ রাত ৮:০৩

আমার সব শব্দ আহত হয়েছে
তুই, তুমি আর আপনি সবই,
তবুও কোন রকমে বেঁচে আছি
এই আমি, এক পরাজিত সৈনিক ।
আহত শব্দগুলো উঠে দাঁড়াতে চায়
আবার সম্মুখ যুদ্ধের ময়দানে
রাইফেল, গুলি আর বারুদ হতে চায়,
প্রতিপক্ষকে ঘায়েল করার তীব্র নেশায় ।
আহত শব্দগুলো উঠে দাঁড়াতে চায়,
রচিত করতে একটা বিজয়গাঁথা,
পিপীলিকার মত সারিবদ্ধ হয়ে
হতে চায় প্রাচীর ঘেরা বিদ্রোহী কবিতা ।

আহত শব্দগুলো উঠে দাঁড়াতে চায়
শুধুই তোমাকে দেখবে বলে,
মাথা উঁচু করে একবার বলতে
জাতীয় সংগীত এর দ্বিতীয় লাইন ।

২৬ মার্চ ২০১৫
টংগী, গাজীপুর

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২৬ শে অক্টোবর, ২০১৯ রাত ৮:৩৪

শাহিন-৯৯ বলেছেন:


কবিতা শুরুটা খুব সুন্দর ছিল, শব্দের ছান্দিকতাও বেশ ভাল ছিল কিন্তু শেষের দুই লাইন কবিতা মনে হল না, মনে হল ফাজলামো।
কবিতা হবে কবিতার মতো করে শেষ।

লিখতে থাকুন, সাথে আছি।
শুভ কামনা।

২| ২৬ শে অক্টোবর, ২০১৯ রাত ৯:৩৮

রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর কবিতা।

৩| ২৬ শে অক্টোবর, ২০১৯ রাত ১০:০৯

কিরমানী লিটন বলেছেন: চমৎকার ভালোলাগার কবিতা.....

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.