![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
হতে চাই এক ক্ষুদ্র পঁচা শামুক। যার রক্তক্ষরণ হবে প্রজন্মের পর প্রজন্ম, সৃষ্টি হবে এক নীল ধূসরের কবিতা। তখন মাইসিনিয়ান দাঁড় কাকের বেশে সভ্যতার আড়ালে লুকিয়ে থাকা নিকষ চাঁদকে বলব- আমি এই মহাবিশ্বের নই।
নিবৃত্ত নিশাচর আজ অহলোক ছাড়িয়া
শুধুমাত্র তাহাকে দেখিবার আশায় চাহিয়াছিল
এক ঝাঁক পুষ্প শাখার পানে,
কিন্তু হায়! ব্যর্থ সে প্রয়াস।
পাঁচটি রক্তিম ইন্দ্রাণী অগ্নি-কবিতার অক্ষরে কহিল,
ঐযে ময়ুরাক্ষি নিকষ ছায়াপ্রান্তে _
১৭ ই আগস্ট, ২০২৫ সকাল ৮:৩১
জুনায়েদ আহমেদ নেজাদ বলেছেন: আমার পক্ষ হতে আপনাকে নীলচে শামুকের শুভেচ্ছা
©somewhere in net ltd.
১|
১৭ ই আগস্ট, ২০২৫ সকাল ৭:০৩
বিজন রয় বলেছেন: আপনার প্রথম পোস্ট আমার মন্তব্য থাকুক।
একটু দেরিতে হলেও ব্লগে স্বাগতম।
শুভব্লগিং
শুভকামনা।