![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
হতে চাই এক ক্ষুদ্র পঁচা শামুক। যার রক্তক্ষরণ হবে প্রজন্মের পর প্রজন্ম, সৃষ্টি হবে এক নীল ধূসরের কবিতা। তখন মাইসিনিয়ান দাঁড় কাকের বেশে সভ্যতার আড়ালে লুকিয়ে থাকা নিকষ চাঁদকে বলব- আমি এই মহাবিশ্বের নই।
আমি কাঁচা রঙের এক পুরোনো ফানুস —
মৃতপ্রায় ধূসর নির্মল,
বিলুপ্ত হয়েছি মহাসীমানায়।
চর্যাপদের অক্ষর ছিল আমার পক্ষে
এক শুভ্র দুর্ভিক্ষের বলপয়েন্ট,
নির্মম গণহত্যা আর একঝাঁক জংলী কাক
তাড়া করেছিল আমাকে।
তারা চেয়েছিল ভিসসেন্ট বিদ্রোহ,
কালো চঞ্চু রাঙাতে চেয়েছিলে
খোলসহীন কচ্ছপের ধূসর রক্তে।
শকুন খেঁকো মনীষীরা তখনও সজীব,
উত্তাল সমগ্র আর্যভূমি —
বিনির্মাণ হবে কি?
তারপর চারিদিকে ঝকঝকে প্রতিধ্বনি
শ্মশান, বিদ্রোহ, কাফন আর রক্তজবা।
কাকেরা সভ্যতার লালা-মিশ্রিত মৃত্যু দেখতে চায়,
যেখানে বয়ে যাবে ধূসর নদী।
০৪ ঠা আগস্ট, ২০২৫ রাত ১১:৩৫
জুনায়েদ আহমেদ নেজাদ বলেছেন: ধন্যবাদ আপনাকে
©somewhere in net ltd.
১|
০৪ ঠা আগস্ট, ২০২৫ রাত ১১:২৪
উন্মাদ দাঁড় কাক বলেছেন: আপনি আপনার লেখায় ডার্ক রোমান্টিসিজমকে ভয়াবহ সুন্দর করে তুলে ধরেন । অনেক অনেক শুভকামনা