![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
হতে চাই এক ক্ষুদ্র পঁচা শামুক। যার রক্তক্ষরণ হবে প্রজন্মের পর প্রজন্ম, সৃষ্টি হবে এক নীল ধূসরের কবিতা। তখন মাইসিনিয়ান দাঁড় কাকের বেশে সভ্যতার আড়ালে লুকিয়ে থাকা নিকষ চাঁদকে বলব- আমি এই মহাবিশ্বের নই।
বিন্দুঘাতে আশাহত নীরব ঘাতকেরা আজ সক্রিয়
প্রতিহত সম্ভব নয়, গ্রাস করবে সমগ্র বিশ্ব
নিপীড়িত বাণী আজ হয়ে উঠবে সোচ্চার
ভাঙবে সকল শাসকের শুভ্র পালকের শৃঙ্খল ,
যে শুভ্রতাকে দূষিত করেছে রক্তিম লালসা !
জনসমাগম আজ বোধের উর্ধ্বে ,
মানব সত্য বিলুপ্ত
কাজী ফকির বিপ্লবী মহামারি।
সভ্যতা বুড়িগঙ্গার নীল প্রদীপ,
লুকিয়ে থাকা দীপ্তমান স্লোগান
সবই আজ হয়ে উঠবে ধূসর ক্ষেপণাস্ত্র।
মরু হবে বিপ্লবী ইতিহাসের পাতা
নতুন কবির হস্তে খোদাই হবে পাথর—
রচিত হবে নতুনদের বিজয় গাঁথা।
যেখানে থাকবে নীল জবা,
থাকবে শোষিতদের কালজয়ী বিদ্রোহ।
শুধু থাকবে না তাদের ত্যাগ, তাদের আর্তনাদ !
২২ শে জুলাই, ২০২৫ বিকাল ৩:২১
জুনায়েদ আহমেদ নেজাদ বলেছেন: তাদের কথা অবশ্যই স্নরণ করা হবে। তবে সেখানে তাদের স্নরণ করা হবে বিদ্রোহী ভৃগু হিসেবে, ত্যাগী হিসেবে নয় ।
২| ৩১ শে জুলাই, ২০২৫ বিকাল ৪:২৯
কাজী ফাতেমা ছবি বলেছেন: দারুণ লিখেছেন ভাইয়া
শুভকামনা
৩১ শে জুলাই, ২০২৫ বিকাল ৪:৪৪
জুনায়েদ আহমেদ নেজাদ বলেছেন: ধন্যবাদ
৩| ০৪ ঠা আগস্ট, ২০২৫ রাত ১২:১১
সামিয়া বলেছেন: অসাধারণ অনুভূতির চমৎকার কাব্য প্রকাশ। অনবদ্য।
০৪ ঠা আগস্ট, ২০২৫ সকাল ৮:৪৬
জুনায়েদ আহমেদ নেজাদ বলেছেন: ধন্যবাদ আপনাকে
©somewhere in net ltd.
১|
২২ শে জুলাই, ২০২৫ সকাল ১১:০০
উন্মাদ দাঁড় কাক বলেছেন: ইতিহাসে কি তবে ত্যাগীদের কথা স্নরণ করা হবে না?