![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
হতে চাই এক ক্ষুদ্র পঁচা শামুক। যার রক্তক্ষরণ হবে প্রজন্মের পর প্রজন্ম, সৃষ্টি হবে এক নীল ধূসরের কবিতা। তখন মাইসিনিয়ান দাঁড় কাকের বেশে সভ্যতার আড়ালে লুকিয়ে থাকা নিকষ চাঁদকে বলব- আমি এই মহাবিশ্বের নই।
আমি মৃত্যু উপত্যকার সেই ঝলসানো কাক,
যার ডানায় ভর করে তোমরা এই পৃথিবীতে এনেছিলে স্বাধীনতা।
পাণ্ডুলিপির লেলিহান আর রক্তাক্ত মস্তিষ্ক
আমাকে করেছে নিষ্প্রাণ।
তোমরা কি কখনো জানতে চেয়েছো,
আমি কি চাই?
তোমরা জানতে চাও নি,
কারণ তোমরা মানুষ।
আমি খুঁজতে চাই এক ধূসর নদী,
যেখানে পাখির মতো সাঁতরাবো,
আর নীল তিমি হয়ে আঘাত হানবো তোমাদের উপকূলে,
যেন মহাবিনাশী জলোচ্ছ্বাস।
তোমরা আমাকে বলতে পারো,
আমি সেই উন্মাদ কবি,
যার কালিতে শুধুই বিষাদ আর বিষাক্ততা।
তোমরা আমাকে বলতে পারো,
আমি সেই মহামারি,
যে প্রতিটি মাতৃক্রোড়কে শূন্যতা দিতে চায়।
দিগন্তের উন্মোচন আর সূর্যের ক্ষিপ্ততাকে রোধ করা যেমন সম্ভব নয়,
তেমনি তোমরা আমাকে আর রোধ করতে পারবে না।
সে অধিকার আমি তোমাদের থেকে বহু যুগ আগেই ছিনিয়ে নিয়েছি,
যেমন করে তোমরা ছিনিয়ে নিয়েছিলে এক টুকরো শুকনো রুটি,
যেখানে লেপ্টে ছিল আমার রক্তের স্বাদ।
তোমরা মানুষ, বুনো নেকড়ের পশমের মতোই নির্মম আর হিংস্র।
তবে তোমরা ভুলে যেও না,
ধ্বংসস্তূপের প্রাচীন উদ্যান থেকে আমার জন্ম
যার ডাকনাম তোমরা দিয়েছিলে- ব্যাবিলনের শূন্যোদ্যান।
১৭ ই আগস্ট, ২০২৫ সকাল ৮:৩২
জুনায়েদ আহমেদ নেজাদ বলেছেন: আপনার এই অনুভবই কবিতার আসল প্রাপ্তি। শব্দ তো শুধু বাহন- যা সত্যিই পৌঁছায়, তা অনুভব। দেখা হোক বারবার, নতুন উপলব্ধির সন্ধানে। আর অবশ্যই আপনাকে ধন্যবাদ।
উন্মাদ দাঁড় কাক, আমার এক ছোট ভাই বলতে পারেন, ঐ ছেলেটাই আমাকে এই সামু ব্লগ খুলে চ্যালেঞ্জ করেছিল কার লেখা আগে প্রথম পাতায় প্রকাশ হবে,, কিন্তু ছেলেটার ধৈর্য খুবই কম। কিছুদিন আগেই সবগুলো পোস্ট ডিলেট করে দিয়েছে ।
২| ১৭ ই আগস্ট, ২০২৫ সকাল ৮:৫৪
বিজন রয় বলেছেন: যেভাবে কবিতা লিখছেন, আর যেভাবে মন্তব্যের প্রতিউত্তর করছেন, যদি ওভাবে করতে থাকেন তো শব্দে শব্দে খেলা জমবে।
আজকাল ব্লগে আলোচনা বলতে গেলে হয়ই না। অনেক ভালো লিখতে পারেন বলতে পারেন তেমন ব্লগাররা আর ব্লগে আসেন না।
১৭ ই আগস্ট, ২০২৫ দুপুর ১:৫২
জুনায়েদ আহমেদ নেজাদ বলেছেন: সময়ের সঙ্গে মাধ্যম বদলায়, মানুষের উপস্থিতিও।ব্লগ হয়তো এখন পূর্বের চেয়ে কম মানুষ পড়েন, কিন্তু তবু লেখার মান হারায় না, বরং তা আরও ব্যক্তিগত হয়ে ওঠে।
৩| ১৭ ই আগস্ট, ২০২৫ দুপুর ১:৪০
উন্মাদ দাঁড় কাক বলেছেন: কি ব্যাপার, আগস্ট উপলক্ষে নাকি??
আমার মতো নির্বোধদের নিয়েও আলোচনা করতেছেন দেখি ?
১৭ ই আগস্ট, ২০২৫ দুপুর ১:৪৭
জুনায়েদ আহমেদ নেজাদ বলেছেন: তুমি বলো নির্বোধ, আমি বলি নির্মল-
বোধের চেয়ে অনুভবই তো সম্পর্ক গড়ে তোলে তাই নয় কি?
আর এই ক্ষুদ্র জীবনে কোনো উপলক্ষ নিয়ে ভাবছি না শুধুমাত্র ধূসরতা অনুভব করতে চাচ্ছি ।
৪| ২০ শে আগস্ট, ২০২৫ রাত ২:৩১
ক্লোন রাফা বলেছেন: বাহ্ আপনার ভাবনার গভীরতা প্রকাশ করার চেষ্টা খুব ভালো হয়েছে! অবশ্য কবিতা বুঝতে আমার খুব কষ্ট হয়। কারণ কবি এবং কবিতা দুটোই জানা প্রয়োজন মর্মার্থ উপলব্ধি করার জন্য। খুবই ভালো হয়েছে কবিতা।
স্বাধীনতা যারা এনে দিয়েছে সব দায় কি শুধু তাদের ‼️প্রজন্মের পর প্রজন্ম তাহলে শুধু অভিযোগ করার জন্য ⁉️
ধন্যবাদ।
২০ শে আগস্ট, ২০২৫ ভোর ৬:১৮
জুনায়েদ আহমেদ নেজাদ বলেছেন: স্বাধীনতা পরবর্তী প্রজন্ম তোহ তাদের আত্মা হারাতে বসেছে। অভিযোগ তাই তাদের বিরুদ্ধে নয়-
বরং আমাদের নিজেদের ভেতরের সেই হিংস্র, ক্ষুধার্ত ছায়ার বিরুদ্ধে। যারা প্রতিদিন নির্ঘুম রাত কাঠিয়ে একে অপরের জন্য তৈরি করছে কাঠের কফিন।
৫| ২০ শে আগস্ট, ২০২৫ সন্ধ্যা ৭:১১
নজসু বলেছেন:
ব্যথা, প্রতিশোধ আর ইতিহাসের রক্তাক্ত স্মৃতি একাকার হয়ে গেছে।
মৃত্যু উপত্যকার “ঝলসানো কাক” শুরুতেই অসাধারণ এক উপমা।
কবিতার ভাষা ও টোন বিদ্রোহী হলেও, তার ভেতরে লুকিয়ে আছে এক অনিবার্য সত্য।
আসলেই মানুষ তার নির্মমতা দিয়ে নিজেকেই ধ্বংসের দিকে ঠেলে দেয়।
কবিকে শ্রদ্ধা ও শুভকামনা।
২০ শে আগস্ট, ২০২৫ রাত ৯:২৯
জুনায়েদ আহমেদ নেজাদ বলেছেন:
আপনাকে আন্তরিক ভাবে ধন্যবাদ। আমি আপনার প্রায় সবগুলো গল্পই পড়েছি, আপনার লেখা খুবই ভালো লেগেছে। তবে আপনি বোধহয় অনেকদিন যাবৎ ব্লগে লেখালেখি করছেন না । তবে আশা করি শীঘ্রই আমরা আপনার নতুন লেখা পাব।
৬| ২১ শে আগস্ট, ২০২৫ রাত ২:৪১
এইচ এন নার্গিস বলেছেন: চমৎকার কবিতা ।
২১ শে আগস্ট, ২০২৫ রাত ৩:৪৭
জুনায়েদ আহমেদ নেজাদ বলেছেন: অনেক ধন্যবাদ আমার ব্লগে আসার জন্য।
আর হ্যাঁ আমিও আপনার ব্লগে প্রায়ই যাতায়াত করি। শুভকামনা
৭| ২১ শে আগস্ট, ২০২৫ সকাল ১১:০৯
সৈয়দ মশিউর রহমান বলেছেন: সুন্দর কবিতা।
২১ শে আগস্ট, ২০২৫ সকাল ১১:৪০
জুনায়েদ আহমেদ নেজাদ বলেছেন: ধন্যবাদ আপনাকে ।
©somewhere in net ltd.
১|
১৭ ই আগস্ট, ২০২৫ সকাল ৭:০৭
বিজন রয় বলেছেন: আপনার সবগুলি পোস্ট বা কবিতা পড়লাম।
অনেক অনেক ভালো আপনার কবিতাগুলো।
এরকম কবিতা পোস্ট করলে বার বার আপনার এখানে আসতে হবে।
আপনি কি এখনো প্রথম পাতায় একসেস পাননি?
উন্মাদ দাঁড় কাক কে?